নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!

দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া না!

মুশাসি

আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মুশাসি › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ মায়াবন বিহারীনি হরিনী শিকার

৩০ শে মে, ২০১৩ রাত ১০:১৭



হরিনী হঠাত পেছন ফিরলো। আমি আমার জীবনে এতো সুন্দর চোখ দেখিনি।জিজ্ঞেস করলো,



: সতেরো নম্বরের উত্তর কোনটা?

:-উমম, খ ?

: আরে না, খ হবার প্রশ্নই আসে না, ক আর ঘ এর মাঝে কোনো একটা হবে।

:-ওহ আমারও সন্দেহ হচ্ছিলো

: তুমি পড়ে আসবা না?



আমি আসলেই পড়ে আসি নাই। আমি জানতামও না হরিনীর সাথে কেমিস্ট্রি তৈরী করতে এসে আমাকে কেমিস্ট্রি পরীক্ষা দিতে বসতে হবে।



এই রুমের কেউই আমার পরিচিত নয়। আমি এই কোচিং সেন্টারেও ভর্তি হই নি। হরিনীর পেছন পেছন চলে এসেছি!



**

এইচএসসি পরীক্ষার পর ভর্তি হয়েছিলাম “ওমেকা” নামের এডমিশন কোচিং সেন্টারে। পান্থপথের এক মেসে ছিলাম। সকালের শিফটে ক্লাস। সেখান থেকে রিক্সা নিয়ে প্রতিদিন ফার্মগেট আসি।



স্পষ্ট মনে আছে- সেদিন সকালে থেকেই ঝুম বৃষ্টি। রাস্তায় রিক্সা নেই। কিছুক্ষন অপেক্ষার পর এক রিক্সা পেলাম। এই রিক্সা নিয়ে অবাক করা এক ঘটনা ঘটলো। রিক্সাওয়ালাকে এক সাথে দুজন ডাকলাম।



: এই রিক্সা ফার্মগেট যাবা ?

:- এই রিক্সা যাবেন ? সাইনরাইজ কোচিং ?



প্রথমবারের মতো মেয়েটাকে দেখলাম। রাস্তার ওপাশে দাঁড়িয়ে ছিলো তাই খেয়াল করিনি আগে। মুগ্ধ হয়ে চেয়ে রইলাম। কালো হরিনী চোখ বোধহয় একেই বলে। হরিনীর কানে হেডফোন। বুঝলাম কেন সে আমার ডাক শোনেনি। স্বর্ণকেশে একবার হাত বুলিয়ে সে আবারো রিক্সাওয়ালাকে ডাকলো- “যাবেন আপনি?”



রিক্সাওয়ালা আমার দিকে অনুমতি প্রার্থনাসূচক দৃষ্টিতে তাকালো। হাসলাম। ইঙ্গিতে বোঝালাম ওদিকে যেতে।



প্রথমে হেঁটে দৌড়ে,পরে আরেকটা রিক্সা নিয়ে মেয়েটির পিছু নিলাম। বন্ধুর কাছে শুনেছিলাম সানরাইজে এখন টিউটোরিয়াল চলছে। যে কেউ যেকোনো শিফটে যেকোনো ক্লাসে ক্লাস করতে পারে। সাথে সাথে ফোন দিয়ে বন্ধুর রোল নাম্বারটা জেনে নিলাম।



সাহস করে ঢুকেই পড়লাম কোচিং সেন্টারে। উঠে পড়লাম ছয় তলায়। হরিনীর পিছু পিছু গিয়ে ঢুকলাম তারই ক্লাসে। বসলাম তারই পেছনের সিটে। পরীক্ষার মাঝেই হয় উপরের আলাপচারিতা।



আরেকটু কথা বলার অজুহাতে আমিও জিজ্ঞেস করেছিলাম, ১০ আর ১১ নম্বরের উত্তর।

সে হেসে জানিয়েছিলো ১০ নম্বরের উত্তর গ আর ১১ এর ক।



মনে মনে বিধাতাকে ধন্যবাদ দিলাম বৃষ্টিভেজা এই রোমান্টিক দিনে একই সাথে সুন্দরতম চোখ আর সুন্দরতম হাসি দেখিয়ে দেয়ার জন্য। তবে নিজ ক্লাস ফাঁকি দিয়ে আসায় বিধাতা যে আমার উপর নারাজ হয়েছিলেন তা আমি তখনো টের পাইনি।



**

সেদিন বসে বসে তিনটা পরীক্ষা দিলাম। ছুটি হলে মেয়েটা ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে গেলো। রাস্তার পাশে দাঁড়ালো। আমিও নামলাম। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পরলাম।। সাহস সঞ্চয় করছি কথা বলবো বলে। মনে মনে ঠিক করছি কিভাবে শুরু করবো। কিভাবে ঠিকানা চাইবো।



রিহার্সেল শেষ। কথা শুরু করতে যাবো ঠিক সেই মুহুর্তে কোথা থেকে যেনো একটা রিক্সায় করে পাঞ্জাবী আর জিন্স পড়া-চুলে জেল দেওয়া ছেলে এসে হাজির। হরিনী খুশিমনে গিয়ে বসলো ছেলেটার পাশে। হাতে হাত ধরে তারা হাসতে হাসতে চলে গেলো আমারই সামনে দিয়ে !ঘটনার আকস্বিকতায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। সামলে নিতে বেশ সময় লেগেছিলো সেদিন।



সানরাইজ কোচিং সেন্টারে আর কোনোদিন ফ্রি ক্লাস করতে যাই নি। ওমেকাতেও আর কোনোদিন ক্লাস মিস দিইনি। কোনো মেয়ে দেখলেই আর তার পিছন পিছন হাঁটা না দেওয়ার মহা গুরুত্বপূর্ণ শিক্ষাটাও আমি এই ঘটনা থেকেই পেয়েছি!

মন্তব্য ৪৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:২৯

শাকিল ১৭০৫ বলেছেন: আহহা স্পষ্ট ছ্যাকা B:-/

৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩১

মুশাসি বলেছেন: দিলে চাক্কু মাইরা দিছে পুরা :( :(

ব্লগে নিয়মিত আসার আমন্ত্রন রইলো ভাইয়া :)

২| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৩৪

সুজন দেহলভী বলেছেন: সহমর্মিতা রইলো। "দেখিস একদিন আমাদেরও" - সুনীল

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫৩

মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই, সুনীল ঠিকই বলেছেন, দেখিস একদিন আমরাও পাঞ্জাবী পড়ে মাঞ্জা মেরে মেয়েরে উড়ায় নিয়া যাবো.

ভালো থাকবেন :)

৩| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৪

মামুন রশিদ বলেছেন: হাহাহা যেভাবে পিছু নিয়েছিলেন, মিস হয়ে যাওয়াটা আসলেই বড় মিস ।

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫৪

মুশাসি বলেছেন: সেটাই ভাই, সাধ্যের পুরোটুকু ঢেলে দিয়ে সাফল্য না পাইলে কেমন লাগে কন?

৪| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৫

ইকরাম বাপ্পী বলেছেন: দাদা..... আমার কাহিনি যে আরো কষ্টের

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫৬

মুশাসি বলেছেন: শুনতে ইচ্ছা হচ্ছে ভাই, শেয়ার করিয়েন একদিন

ভালো থাকবেন

৫| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৪৮

নির্ণায়ক বলেছেন: সমবেদনা জানায়া গেলাম। :P

৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫৭

মুশাসি বলেছেন: অশেষ ধন্যবাদ :)

৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫৩

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: আমার মাইয়া নিয়া কাহিনি বরাবরই পুরাই উল্টা। এমনে আমি মাইয়াগো ঘাওড়ামি আর ন্যাকামির জন্য দেখতে পারি না; কিন্তু কাওরে ভাল লাগলে সে কোন না নোন একটা রূপে চলে আসে। আমি হালায় ছাড়তে চাইলেও আমায় ছাড়ে না :(

৩১ শে মে, ২০১৩ রাত ১২:০০

মুশাসি বলেছেন: তাহলে তো ভাই আপনি পুরা লাকি !!

৩১ শে মে, ২০১৩ রাত ১২:০১

মুশাসি বলেছেন: দু একটা ঘটনা শেয়ার করবেন। ব্লগে আসবেন। নিরন্তর শুভকামনা।

৭| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫৪

সাজ্জাদ হোসেন বাংলাদেশ বলেছেন: *কোন না কোন
হবে

৩১ শে মে, ২০১৩ রাত ১২:০১

মুশাসি বলেছেন: :)

৮| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫৪

যুবায়ের বলেছেন: হে হে চমৎকার.....গল্প না বাস্তব বুজতারতাছিনা...
তয় কিন্তুক উচিৎ শিক্ষা ওইছে ;) ;)

৩১ শে মে, ২০১৩ রাত ১২:০২

মুশাসি বলেছেন: পাঠক ভা ভেবে নেয় সেটাই।

একটি বেদনাদায়ক ঘটনার মাধ্যেম পার্ফেক্ট শিক্ষা :)

৯| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:৫৪

নাসরীন খান বলেছেন: অতঃপর শিখা হলো।বলেন আলহামদুলিল্লাহ ,ঝামেলা অল্পতেই বিদায় হয়েছিল।

৩১ শে মে, ২০১৩ রাত ১:০৩

মুশাসি বলেছেন: আলহামদুলিল্লাহ, জি ভাই অল্পের উপরে দিয়ে গেছে, অল্প সময় স্থায়ী হইছিলো তাই বেশি কষ্ট লাগে নাই :)

১০| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:০০

ঘুড্ডির পাইলট বলেছেন: আহারে এমন কাজ কেউ করে !!!

৩১ শে মে, ২০১৩ রাত ১:২৩

মুশাসি বলেছেন: চান্স নিতে গেসলাম ভাই #( :((

১১| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:১৩

ইউসুফ আলী রিংকূ বলেছেন: মেলাদিন পর একটা সত্যিকারের গল্প পরলাম :P

মুশাসি ভাই গল্পের মাঝের ঘটনা দিয়ে গল্প শুরু
করার আইডিয়াটা দারুন ++

৩১ শে মে, ২০১৩ রাত ১:২৫

মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই :)

ভালো লেগেছে জেনে খুশি হলাম :)

১২| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহাহা!! আহা!!! বেচারা!!

৩১ শে মে, ২০১৩ রাত ২:০০

মুশাসি বলেছেন: প্রথমে কিন্তু হাইসাই নিলেন বড় ভাই :(

১৩| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:০৭

মাহমুদ০০৭ বলেছেন: খুব ভালা হইছে ! যুইত হইছে :D :D :D

৩১ শে মে, ২০১৩ রাত ২:১২

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুদ ভাই

ভালো থাকবেন সবসময়

১৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:১২

বাংলার হাসান বলেছেন: যাক এ উছিলায় অনেকে কিছূ শিখলেন।

অনেক আগেই হরিনী
হয়ে রয় কারো ঘরোনী।

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৫১

মুশাসি বলেছেন: সেইটাই ভাই, এই শিক্ষাটা দরকার ছিলো

:) :)

১৫| ৩১ শে মে, ২০১৩ রাত ১:১৪

এরিস বলেছেন: বেচারা!! আপনার পাঞ্জাবী আর জিন্স পড়া-চুলে জেল ছিল না বুঝি?? বিরাট ভুল হয়েছে। সাডেন স্টারটিং, সাডেন এন্ডিং। চমৎকার গল্প। প্লাস।

৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৫৬

মুশাসি বলেছেন: পাঞ্জাবী আর জিন্স ছিলো, চুলের জেলও ছিলো এরিস ভাই, কিন্তু পূর্ব প্রস্তুতি ছিলো না।
অনেক অনেক ধন্যবাদ :)

১৬| ৩১ শে মে, ২০১৩ রাত ১:৩৮

শশী হিমু বলেছেন: কথা হইলো, আমি কইলাম সব বুইঝা ফালাইসি ;)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:৪৯

মুশাসি বলেছেন: শশী হিমু ভাই, বুইঝা লাভ নাই, একটা মিলাইয়া দেন

১৭| ৩১ শে মে, ২০১৩ রাত ১:৫৮

রাতুল_শাহ বলেছেন: হায় রে আমার ভাই।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:৪৯

মুশাসি বলেছেন: ভালো আছেন ভাই? কষ্ট পায়েন না, ভাই এমনই

১৮| ৩১ শে মে, ২০১৩ ভোর ৬:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো হইছে , খুশি হইছি ! =p~ =p~

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:৫১

মুশাসি বলেছেন: আপ্নের সাথে কথা নাই মিয়া, মানুষের দুঃখেই মানুষ খুশি হয়

১৯| ০১ লা জুন, ২০১৩ রাত ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

মামুন রশিদ বলেছেন: হাহাহা যেভাবে পিছু নিয়েছিলেন, মিস হয়ে যাওয়াটা আসলেই বড় মিস ।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:৫১

মুশাসি বলেছেন: আসলেই মিস ভাই, এত সুন্দর চোখ আমি আজ পর্যন্ত দেখি নাই লাইফে

২০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০৬

ভিয়েনাস বলেছেন: বেশি কিছু আশা করা ভুল :P

এরপর থেকে পান্জাবী,জিন্স আর চুলে জেল থাকা চাই :D

গল্পে ভালো লাগা রইলো।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:৫২

মুশাসি বলেছেন: সাজেশন মাথায় থাকলো।

অনেক ধন্যবাদ ভিয়েনাস ভাই

২১| ০৫ ই জুন, ২০১৩ রাত ১:৫৫

আমি তুমি আমরা বলেছেন: হয় হয়, বয়সকালে এমন ঘটনা ঘটে ;)

০৫ ই জুন, ২০১৩ রাত ২:৪৯

মুশাসি বলেছেন: এইসব দুষ এমন কি বউয়ের কাছেও মার্জনীয় :)

২২| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

মাক্স বলেছেন: আহারে :P :P

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫

মুশাসি বলেছেন: :(( :((

২৩| ১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালা বুদ্ধি তো!!!

আমিও দেহি এমন কাউরে পাই নাকি ফলো করার মতো।


:P :P :P :P

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩

মুশাসি বলেছেন: ভাই, ভালো কইরা পড়ালেখা করেন। চান্স পাইয়া লন আগে।ঘুরার বহুত টাইম পাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.