নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!

দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া না!

মুশাসি

আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মুশাসি › বিস্তারিত পোস্টঃ

বাবাকে নিয়ে স্মৃতি,পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা :)

১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৬

ছোটবেলায় বন্ধুদের কাছে প্রায়ই একটা প্রশ্ন শুনতে হতো,

‘‘তোর আব্বু কখনো ক্লাস নিলে কি ডাকবি? স্যার না আব্বু?’’



আরো ছোটবেলায় যখন প্লে নার্সারীতে পড়তাম তখন এই প্রশ্নটাই ছিলো এরকম,

‘‘তুই বাসায় তোর আব্বুকে স্যার ডাকিস না আব্বু ডাকিস?’’



ঘটনা হলো আমি যে স্কুলে পড়েছি আমার বাবা ছিলেন সেই স্কুলেরই শিক্ষক। তাই বাবার কলিগরা আমার প্রতি একটু বেশিই যত্নশীল ছিলেন। অন্যদের যেখানে সাত খুন মাপ ছিলো, আমার সেখানে কারো খুনের সাক্ষী হওয়াও ছিলো পাপ! হোমওয়ার্ক না করা থেকে শুরু করে কারো শার্টের পেছনে কলমের দাগ দেয়ার কথাটা পর্যন্ত বাবার কানে পৌছানো বাদ থাকতো না। ভাবখানা এমন-



‘‘ আপনার ছেলের প্রতি আমি যেমন সচেতন, আমার ছেলের প্রতিও আপনি তেমনই সচেতন থাকবেন।’’



তাদের এই ‘বিনিময় প্রথার’ বলির পাঠা ছিলাম আমি। আমার সাধের শৈশব। আমার দুষ্টুমি বেলা। কতজনের শার্টে যে কলমের দাগ দিয়ে দুরুদুরু মনে বাসায় ফিরেছি তার হিসেব নেই! ভয়ে থাকতাম-এই বুঝি কোনো ম্যাডাম আব্বাকে নালিশ দিয়ে দিলো! এই বুঝি আম্মা এসে বললো-



‘‘আজ স্কুলে কি করে এসেছিস? যা তোর আব্বা তোকে ডাকে!’’



তখন কোন ক্লাসে পড়ি ঠিক মনে নেই। সেদিন কোনো একটা ক্লাসের মেইন টিচার আসেনি। মুহুর্তেই পুরো ক্লাস কয়েকজন মিলে মাথায় তুলে ফেললাম। ঝামেলা পাকালো ক্লাস ক্যাপ্টেন। হাঁদারাম অফিসে খবর দিয়ে এলো যে ক্লাসটা ফাঁকা যাচ্ছে। এসে জানালো যে প্রক্সি দিতে একজন টিচার আসছেন। একটু পর যা ঘটলো তা আমার কল্পনাতেও ছিলো না।এটেনডেন্স খাতা হাতে রুমে ঢুললেন স্বয়ং আমার বাবা !! এরই নাম বুঝি ‘পড়বি তো পর মালির ঘাড়েই’। ঢুকেই রোল কল শুরু করলেন। আমি বিরাট চিন্তায় পরে গেলাম।



‘‘প্রেজেন্ট স্যার বলবো? নাকি প্রেজেন্ট আব্বু বলবো?’’



ক্লাসে চাপা উত্তেজনা। সবাই আমার দিকে তাকায় আছে। আমার রোল নাম্বার ছিলো সতেরো। আব্বু ডেকে চলেছেন দশ,এগারো, বারো। আমিও তাল মিলিয়ে ঘামতেছি। ষোলো পর্যন্ত ডাকা হয়ে গেলো ! আমি তখনও ঠিক করতে পারি নাই কোনটা বলবো ! সেই সময় আব্বু ডাকলো- আঠারো !! ধরে রাখা নিশ্বাসটা বড় করে ছাড়লাম।



সেইদিন তিনি আমার রোলই ডাকেন নাই। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার টেনশনের কিছু নাই। দুনিয়াতে আমার নার্ভাসনেসটা যিনি সবচেয়ে বেশি বুঝেন, রোল ডাকছিলেন স্বয়ং তিনিই। আজও জানি,যে কোনো সমস্যায় পড়লে তা এই একজনকে জানালেই আমার আর টেনশনের কিছু নেই। সেদিনের মতই কিছু বলার আগেই আমার সব সমস্যা জেনে ফেলেন আজও। বাবা দিবসের শুভেচ্ছা রইলো বাবা। এই কাঁধটায় তোমার হাতের স্পর্শ অনুভব করে আজও ভরসা পাই।প্রতিটা মুহুর্ত ভালোবাসি তোমায়।



পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।

মন্তব্য ৪৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৪৮

ইউসুফ আলী রিংকূ বলেছেন: ''বাবা দিবসের শুভেচ্ছা রইলো বাবা''

আপনার সাথে সহমত জানিয়ে পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা ।

ভালো থাকেন ভাই :)

১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ রিংকু ভাই :)
পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা :)

২| ১৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫২

আনোয়ার ভাই বলেছেন: বাবা মানে প্রখর রোদে ছায়ানীড় উঁচু বটবৃক্ষ
টিভি পর্দায় একটি বিজ্ঞাপনে দেখা যায় ‘শিশুটি খেলার এক পর্যায়ে বাবাকে খুঁজছে। কয়েকবার ডেকে না পেয়ে ভয়ে কান্না শুরু করে। বাবা সামনে আসতেই তার বুকে ঝাপটে পড়ে পরম নির্ভরতায়। যেন এক নিমিষেই পৃথিবীর সব ভয় জয় করে নিয়েছে এক লত্তি ওই শিশুটি। বাবাও তার বিশাল বুকে স্বস্নেহে আগলে রাখে পরম ধনকে। বাস্তবেও দেশসহ সারা পৃথিবীতে বাবা ও সন্তানের সম্পর্ক এমনই। বাবা মানে আপনজন, বাবা মানে নির্ভরতার প্রতীক, বাবা মানে প্রখর রোদে ছায়া দেয়া খুব উঁচু বটবৃক্ষ।
ভাল করে কথা বলার আগেই সব শিশুই আধো আধো স্বরে বা-বা বলে ডাকতে শুরু করে মায়ের কোল থেকেই। সারা দিন পর কর্মস্থল থেকে বাবা ফিরলে জায়গা করে নেয় তার কোলে। তারপর হাত দিয়ে দেখিয়ে দেয় ঘরের বাইরে নিয়ে যেতে। ক্লান্ত বাবাও পরম আনন্দে মেনে নেয় শিশু সন্তানের আব্দার। এক পা দুই পা করে যখন হাটি হাটি হচ্ছে তখন বাবার হাত ধরে বাড়ির আঙ্গিনায় কিংবা পাশের সবুজ কোন মাঠে হাটতে বেড়োয়। প্রথম স্কুলের দিনেও অনেকেই বাবার সাথে যাওয়ার বায়না ধরে।
কবি ও সাংবাদিক নেতা রনজিৎ মোদক জানান, ছোট বেলা ভারতের বর্ধমানে পিসীর বাড়িতে বেড়াতে যাই। সেখানে আমার বাবা মধু সুদন মোদকের সাথে সমুদ্রগড় কালীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাই। আর সেখানেই আমার প্রথম হাতেখড়ি। বিয়ের পরেও অনেক দিন বাবার সাথে ঘুমিয়েছি। এখন আমিও বাবা। তবুও মাঝে মধ্যে মনে হয় আমার বাবা থাকলে ভাল হত। সমাজ বিজ্ঞানীদের মতে, বাবাকে হতে হয় দায়িত্বশীল। অনেক সংসারে মা মারা গেলে সন্তানকে আগলে রাখে বাবা। কেউ কেউ হয়ত বাধ্য হয়ে বিয়ে করে সন্তানের জন্য সৎ মা আনে। তবে এ সমাজে অধিকাংশ সৎ মাই সত্যিকারের সৎ হতে পারে না। তার চক্ষুশুল বাঁচাতে তখন বাবাকেই মুখ্য ভূমিকা রাখতে হয়। এমন ভাল বাবা যেমন আছেন তেমনি অনেক বাবা আছে যারা ব্যক্তিক্রম। নিজের স্বার্থ দেখতে গিয়ে তারা সংসার, সন্তানের দিকে তাকাতে ফুরসৎ পায় না। অনেক সন্তান আছে বাবাকে দেখেননি। তেমনই একজন কাজী আনিসুর রহমান। তার জন্মের আগেই মারা যায় তার পিতা দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘ মুখ ও মুখোশের’ অভিনেতা কাজী সেকান্দর আলী। ছোট বেলা অন্য শিশুরা যখন বাবা বাবা বলে আকাশ ফাটাতেন তখন তিনি চুপসে যেতেন আপনাআপনিই। কচি মন তখন বাবাকে খুঁজতো দূর আকাশের তারায়। বাবা মারা গেলে হঠাৎ নিজেকে খুব অসহায় মনে হয়। চারপাশ বদলে যায় খুব দ্রুত। বেদনাদায়ক সন্তানের মনে তখন বেজে উঠে জেমসের সেই বিখ্যাত গান ‘ বাবা কত দিন দেখিনি তোমায়- কেউ বলে না তোমার মতো - কোথায় খোকা ওরে ফিরে আয়’।

১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪২

মুশাসি বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্য

৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:০৪

দুরন্ত-পথিক বলেছেন: বাবা দিবসের শুভেচ্ছা

১৬ ই জুন, ২০১৩ রাত ১:৪৩

মুশাসি বলেছেন: ধন্যবাদ দুরন্ত পথিক
ভালো থাকবেন সবসময়

৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১:৫৬

আমিনুর রহমান বলেছেন:


আজও জানি,যে কোনো সমস্যায় পড়লে তা এই একজনকে জানালেই আমার আর টেনশনের কিছু নেই। সেদিনের মতই কিছু বলার আগেই আমার সব সমস্যা জেনে ফেলেন আজও।



পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।

১৬ ই জুন, ২০১৩ রাত ৩:২৫

মুশাসি বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই, আপনাকে বাবা দিবসের শুভেচ্ছা

৫| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:১৩

মাক্স বলেছেন: শুভেচ্ছা লৈয়া গেলাম ;)

১৬ ই জুন, ২০১৩ রাত ৩:২৯

মুশাসি বলেছেন: আপ্নেও আব্বা হইছেন !!

৬| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:১৮

স্বপ্নবাজ অভি বলেছেন: পৃথিবীর সকল বাবাকে জানাই বাবা দিবসের শুভেচ্ছা।

১৬ ই জুন, ২০১৩ ভোর ৪:০৮

মুশাসি বলেছেন: পাঠে কৃতজ্ঞতা স্বপ্নবাজ ভাই

৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ২:৩৫

মিত্রাক্ষর বলেছেন: শ্রদ্ধা জানাই সকল বাবাকে।

১৬ ই জুন, ২০১৩ ভোর ৪:০৮

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ মিত্রাক্ষর

৮| ১৬ ই জুন, ২০১৩ ভোর ৪:০৮

নোমান নমি বলেছেন: হুম এইরকম ব্যাপার আমিও ভাবতাস। আমাদের সাথেও স্যারের ছেলে পড়তেন। তিনি আবার আমাদের বাংলা ক্লাস নিতেন। আমরা ব্যাপারটা বেশ উপভোগ করতাম। ক্লাসে সে বাবাকে স্যারই ডাকতো। তবে প্রথমবার তার বাড়ীতে গিয়ে খুব অবাক হইছিলাম।স্যারকে সে বাবা ডাকতেছে :-B

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৮

মুশাসি বলেছেন: ধন্যবাদ নোমান ভাই, আসলে বাপ নিজের স্কুলে টিচার থাকাটা সবচেয়ে ভয়াবহ এবং পীড়াদায়ক অভিজ্ঞতা। শান্তিতে ফাইজলামিও করা যায় না। পান থেকে চুন খসলেই আব্বার কানে চলে যায় :( :(

৯| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৮:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার বাবা আপনার বিরাট চিন্তা'র কথা হয়ত বুঝতে পেরেছিলেন, তাই আপনার রোল স্কিপ করতেন :)

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৯

মুশাসি বলেছেন: ঠিক তাই ভাইয়া, বাবারা সব বুঝতে পারেন, সন্তান বিপদে থাকলে এক নিমেষে বুঝে যান

১০| ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:০৬

আরািফন বলেছেন: ++++++

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০

মুশাসি বলেছেন: ধন্যবাদ আরাফিন :)

১১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

বাবা দিবসের শুভেচ্ছা রইলো বাবা

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪২

মুশাসি বলেছেন: :) :)
ধন্যবাদ কান্ডারী ভাই

১২| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৭

অপর্ণা মম্ময় বলেছেন: বাবা দিবসে অন্যদের বাবাকে নিয়ে ভালোবাসার নিবেদন দেখলে নিজের বাবার কথা ভেবে কেমন কষ্ট কষ্ট হয় !
সব বাবারা ভালো থাকুন !

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৩

মুশাসি বলেছেন: ধন্যবাদ অপর্ণা, আসলেই মেনে নিতে কষ্ট হয় যে সবার বাবা চিরদিন বেচে থাকবেন না।
আপনিও ভালো থাকুন সবসময়

১৩| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++

১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৬

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ইরফান ভাই

১৪| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩

মোহাম্মদ শরিফ বলেছেন: ++++++++++++++


বাবা দিবসের শুভেচ্ছা রইলো

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৩

মুশাসি বলেছেন: শুভেচ্ছা ভাই, অনেক ধন্যবাদ আপনাকে

১৫| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:৪২

তামিম ইবনে আমান বলেছেন: আপনার রোল কলের গল্পটি আগে পড়েছিলাম মনে হচ্ছে।

বিয়ে করবেন কবে? ;)

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৪

মুশাসি বলেছেন: অনেক আগে লিখেছিলাম। মনে হয় গতবছরের ডিসেম্বরে।
বিয়ে কৈইত্তুন আইলো তামিম ভাই? আগে আপ্নেরা করেন, তারপর আমাদের সিরিয়াল!

১৬| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩২

রীতিমত লিয়া বলেছেন: আপনি বরাবরি ভাল লিখেন। আজও তার ব্যাতিক্রম হল না। আপনার বাবা শিক্ষক জেনে ভাল লাগল। শিক্ষকদের প্রতি মন থেকেই শ্রদ্ধা অনুভব করি। আপনার বাবার প্রতিও জানাই শ্রদ্ধা। ভাল থাকুন

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৫

মুশাসি বলেছেন: আদর্শ কমেন্ট করেছেন লিয়া। কি খবর তোমার, এতো পাম পুম মারো কেন ইদানিং?

১৭| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

ছোট বাক্স বলেছেন: বাবা নিয়ে james এর গান -

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৩

মুশাসি বলেছেন: জেমসের অসাধারন সৃষ্টি, শেয়ারের জন্য ধন্যবাদ ভাই

১৮| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

একজনা বলেছেন: বাবা'র গল্প পড়ে ভালো লাগল। বাবা দিবসে পৃথিবীর সকল বাবার জন্য রইল ভালোবাসা এবং শ্রদ্ধা।

ভালো থাকবেন।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৫

মুশাসি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ একজনা।
ভালো থাকবেন সবসময়। সাথেই থাকবেন

১৯| ১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

মিজানুর রহমান মিলন বলেছেন: লেখাটা ভাল লাগলো । তোমার লেখা বরাবরই ভাল । বিনোদন যেমন পাওয়া যায় তেমনি জানাও যায় অনেক কিছু । আর এই লেখাটা ফেসবুকে অনেক আগে পড়েছিলাম ।

১০ম ভাল লাগা ।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

মুশাসি বলেছেন: জি মিলন ভাই, এটা গত বছরের ডিসেম্বরে লেখা। আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়। সাথেই থাকবেন :)

২০| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:০৭

ঘুড্ডির পাইলট বলেছেন: বাবা দিবসে শুভ কামনা জানাই ভবিষ্যত বাবাকে ;)

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

মুশাসি বলেছেন: দোয়া করবেন যেন বাবার মতো বাবা হতে পারি :)

২১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:২১

মনিরা সুলতানা বলেছেন: শুভেচ্ছা বাসার আব্বু স্কুল এর স্যার এর জন্য ।। :)

২২ শে জুন, ২০১৩ রাত ৩:৫৭

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা সুলতানা আপনাকে

২২| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:০৮

সোহাগ সকাল বলেছেন: আপনার বর্ণনা চমৎকার। বাবা-মায়েরা সবসময়ই সবকিছু আগে জেনে ফেলে।

২২ শে জুন, ২০১৩ রাত ৩:৫৮

মুশাসি বলেছেন: সোহাগ সকাল আপনাকে অসংখ্য ধন্যবাদ

২৩| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বাংলার হাসান বলেছেন: ভাল লাগল।

২২ শে জুন, ২০১৩ রাত ৩:৫৮

মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:২৪

আমি তুমি আমরা বলেছেন: । আমি ভুলেই গিয়েছিলাম যে আমার টেনশনের কিছু নাই। দুনিয়াতে আমার নার্ভাসনেসটা যিনি সবচেয়ে বেশি বুঝেন, রোল ডাকছিলেন স্বয়ং তিনিই। আজও জানি,যে কোনো সমস্যায় পড়লে তা এই একজনকে জানালেই আমার আর টেনশনের কিছু নেই। সেদিনের মতই কিছু বলার আগেই আমার সব সমস্যা জেনে ফেলেন আজও।

+++

২২ শে জুন, ২০১৩ রাত ৩:৫৯

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, তিন বছর পূর্তির শুভেচ্ছা !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.