নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

!

দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া না!

মুশাসি

আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ।

মুশাসি › বিস্তারিত পোস্টঃ

মুশাসি কহেন ‘‘Raanjhanaa’’ একটি অতীব শিক্ষনীয় মুভি ;)

২৮ শে জুন, ২০১৩ রাত ১২:০০



‘‘আশিকি টু’’ এর পর চারিদিকে এখন ‘‘Raanjhanaa’’ মুভির জয়জয়কার :D কিছুদিন আগে চারিদিকে আহা উহু শুইনা আশিকি টু দেইখা যারপরনাই হতাশ হইছিলাম। এইবার একটু নিশ্চিত হইতে চাইলাম যে এই মুভিতে আসলেই খাওয়ার মত কিছু আছে কিনা :-/



যাকেই জিজ্ঞেস করলাম সেই দেখি প্রশংসায় পঞ্চমুখ! রুমমেট স্ব উদ্যোগে আশিকি টু দেখাইয়া হতাশ করছিলো। সে কইলো এই মুভি দেখলে তার প্রতি আমার বিশ্বাস সুদে আসলে ফিরে আসবে :-* এই মুভি নাকি যুবক সমাজের জন্য ব্যাপক শিক্ষনীয় তাই দেখা শুরু করলাম সোনাম কাপুর ;) আর কলা ভেরি ডী খ্যাত নায়ক ধানুশের ‘‘Raanjhanaa’’দেখা! দেখার পর মাথায় একটা কথাই ঘুরতেছিলো- এই মুভি দেইখা আমরা কি শিখলাম? প্রথমবার শিক্ষনীয় তেমন কিছু না পাইলেও রুমমেটের সাথে আবার বসলাম খাতাকলম নিয়ে B-) তারই ফসল এই পোষ্ট। খানিকটা স্পয়লার হজমের অভ্যাস থাকলে আসেন দেখি আমরা কি কি শিখলাম ‘‘Raanjhanaa’’ মুভি দেইখা।



১। ‘‘লাভ এট ফার্স্ট সাইট’’ একটি মারনব্যাধি। এই রোগ ল্যাদাকালেও ঘটিতে পারে, এজন্যে আপনার নাকের নিচে গোফের রেখা উঠা জরুরী নয়। ধানুশ এই রোগে আক্রান্ত হয় পাঁচ বছর বয়সে। জীবানু সোনাম কাপুরের বাসায় পুজার চাঁদা তুলতে গিয়ে ;)



২। এই রোগের একমাত্র জীবানু মেয়েরা স্বয়ং আপনাকে এই মারনব্যাধি থেকে বাঁচানোর মহান দায়িত্ব নিজের কাধে তুলে নেন :| সোনাম গোটা মুভিতে চেষ্টা করে গেছেন ধানুশকে সুস্থ করে তোলার :)



৩। রোগের প্রতিষেধক হিসেবে মেয়েরা আপনাকে নানাভাবে ওষুধ দিয়ে বাঁচাতে চাইবেন। যেমন এই মুভিতে নায়িকা দায়িত্ব নিয়ে ষোলোটা থাপ্পর, একটি চুমু ;) এবং অবশেষে শেষ প্রতিষেধক হিসেবে তাহার মুখের বাসি থুথু দিয়ে নায়ককে বাঁচাতে চেষ্টা করেন।



৪। আপনি ব্লেড দিয়ে হাত কাটলে মেয়েরা ক্ষনস্থায়ীভাবে পটে যেতে পারে তবে তা কোনোভাবেই দীর্ঘস্থায়ী নয় :-/



৫। এই ক্ষনস্থাথায়ী প্রভাব ভুলতে মেয়েকে আট বছরের জন্য খালার বাড়ি পাঠায় দিলেই সে আপনাকে ভুলে যাবে X( এমন ভোলা ভুলবে যে তার সামনে রজনীগন্ধার স্টিক ধইরা দাঁড়ায় থাকলেও সে আপনারে চিনবে না !



৬। ‘‘লাভ এট ফার্স্ট সাইট’’ এমন এক ভয়ংকর রোগ,যে রোগে- নির্জন যায়গায় যুবতী নারী আপনার কাছে নিজেকে সমর্পন করলেও আপনি সৎ নীতিবান পুলিশ অফিসার থাকবেন কিন্তু ওদিকে যার জন্য সৎ থাকছেন ঠিকই চুম্বন বিদ্যা প্রয়োগে আরেক পুরুষকে বশীকরন করবে ;) এই মুভিতে এই পরপুরুষের ভূমিকায় ছিলেন অভয় দেওল।



৭। খালার বাড়ি থেকে ফিরে মেয়ে আপনাকে দীর্ঘদিন পর দেখে না চিনলেও ভয় পাওয়ার কিছু নেই। সহজ পন্থা আছে ;) এই মুভিতে সেই শিক্ষাই দেয়া হয়েছে। সোনাম কাপুর আট বছর পর ধানুশকে সামনাসামনি দেখে না চিনলেও সে তার দোতালার বারান্দার নিচে দাঁড়িয়ে দুই মিনিট ইশারা ইঙ্গিত করতেই চিনে ফেলে B-)



৮। সেই আদিকাল থেকে মেয়েরা কার্যসিদ্ধিতে পুরুষদের ব্যবহার করে। এই মুভিতেও এর ব্যাতিক্রম হয় না। নায়িকা ছলে বলে কৌশলে নায়ককে তার নতুন প্রেমিক হাসিলে কাজে লাগায় X( অনেকটা পরীক্ষার আগে ভালো ছাত্রের সাথে ফ্রেন্ডশিপ করে নোটপাতি সংগ্রহের মতো, পরীক্ষা ফুরাইলেই প্রয়োজন শেষ ;)



৯। এই রোগে আক্রান্ত হলে স্মৃতিভস্ম ঘটতে পারে। যেমন মুভির মতো আপনি আপনার নিজের বিয়ের দিনও ভুলে যেতে পারেন ! এটা এই রোগে আক্রান্তদের জন্য খুবই স্বাভাবিক ঘটনা এবং রোগের চূড়ান্ত লক্ষন :|



১০। এমতাস্থায় মেয়েরা আপনাকে এই রোগ থেকে মুক্তি দিতে সর্বস্ব নিয়োগ করবে :-/ যেমন এই মুভিতে ধানুশের বেহাল অবস্থায় সোনাম কাপুর দয়াপরবশ হয়ে তাকে দুনিয়া ছাড়া করবার প্ল্যান করে-এবং সেই প্ল্যান গোপনে জেনে যাওয়ার পরেও ধানুশ হাসিমুখে মরতে চলে যান :(



১১। অবশেষে আপনি হোয়াই দিস কলাভেরি ডি এর হিসেব মেলাইতে বসবেন। লাভক্ষতির হিসাব মিলিয়ে ভাববেন এই জীবন অর্থহীন /:) আপনার মনে হবে অর্থহীন জীবন বাঁচিয়ে রেখে লাভ নেই। যেমন এই মুভিতে ধানুশ যখন গুলি খেয়ে হাসপাতালে মৃত্যুশয্যায় তখন নায়িকা হাসপাতালে আসেন। তার পাশে বসেন। কিন্তু তখন আর নায়কের মুড থাকে না বেঁচে উঠার X( কারন ততক্ষনে সিনেমার আড়াই ঘন্টা শেষ! বেঁচে উঠলেও পরিচালক আর মুখ দেখানোর চান্স দিবেন না।

মন্তব্য ৮৯ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:০৯

লিঙ্কনহুসাইন বলেছেন: Raanjhanaa ২০১৩ মুভি! IMDb Ratings: 8.2 ! এতো সুন্দর সুন্দর নায়ক থাকতে এই মুভিতে কেন তেলেগু নায়ক Dhanush কে নেওয়া হলো ? এইটা ছিল আমার কাছে একটা কৌতুহলের মতন । তাই অপেক্ষায় ছিলাম এই মুভি দেখার , গতকাল ব্রাজিল - উরুগুয়ের খেলা শেষ করে ঘুম যাওয়ার সময় পাশের রুমের এক বন্ধু বললো Raanjhanaa ২০১৩ মুভি লোড করেছি দেখলে আয় , গিয়ে হতাশ হলাম মুভির প্রিন্ট দেখে :/ তার পরেও Dhanush এ অভিনয় দেখার জন্য বসে পড়লাম :P মুভি দেখে মনে হলো এই চরিত্রে অভিনয় করা Dhanush ছাড়া অন্য কারো পক্ষেই সম্ভব নয় , আর সম্ভব হলেও চরিত্রের সাথে মানান সই হবেনা । Dhanush এর অভিনয় ছিল দেখার মতন !! কিন্তু সারা রাত জেগে থাকার কারণে এখন অফিসে জিমাইতাছি ।
আমার কাছে ভালই লেগেছে । আর ভালো লাগার এক মাত্র কারণ Dhanush এর অভিনয় ।

২৮ শে জুন, ২০১৩ রাত ১২:১৬

মুশাসি বলেছেন: ধানুশের অভিনয় খুব ভালো লেগেছে। এই চরিত্রে তাকে ছাড়া আর কাউকেই কল্পনা করতে পারছি না এই মুহুর্তে। গ্ল্যামার ছাড়াও শুধু অভিনয় দিয়ে গোটা মুভি একাই টেনে নিয়ে গেছে। ছেলেটা আসলেই ট্যালেন্ট। হয়তো একটু বেশি ভাগ্যবানও। কলাভেরি ডি গানটাই তার প্রমান। এই ভাগ্যের জোড়েই বলিউডি পরীক্ষায় উতরে গেলেন বোধহয়।

২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:১২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হিন্দী সিনেমার প্রতি বিশেষ এলারজি না থাকিলে সিনেমাটা ভালোই লাগবে ।

২৮ শে জুন, ২০১৩ রাত ১২:১৮

মুশাসি বলেছেন: আমার কাছে এঞ্জয়য়েবল লেগেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে লজিক ছাড়াও লেগেছে।

৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:২১

খেয়া ঘাট বলেছেন: গতরাতে পান্জাবের এক ফ্রেন্ড মুভিটির কথা বলেছিলো।
আজ রাতে দেখার ইচ্ছা রইলো।
আপনার লিখাটি ভালো লেগেছে।

২৮ শে জুন, ২০১৩ রাত ১২:২৪

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে খেয়া ঘাট :)

সুযোগ থাকলে বন্ধুবান্ধব নিয়ে দেখার সাজেশন রইলো

৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:২৯

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ভাই আমি মাত্রই মুভিটা দেখলাম। আপনার রিভিউ যথার্থ।

২৮ শে জুন, ২০১৩ রাত ১:৫৩

মুশাসি বলেছেন: রিভিউ লিখি নাইতো ভ্রাতা, শিক্ষনীয় বিষয়গুলো তুইলা ধরছি :|

৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:২৯

রুবাইয়াত নেওয়াজ বলেছেন: ভাই আমি মাত্রই মুভিটা দেখলাম। আপনার রিভিউ যথার্থ।

২৮ শে জুন, ২০১৩ রাত ১:৫৬

মুশাসি বলেছেন: ধন্যবাদ রুবাইয়াত ভাই

৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:২৯

কালোপরী বলেছেন: :-< :-< :-<

২৮ শে জুন, ২০১৩ রাত ১:৫৭

মুশাসি বলেছেন: আমার কিন্তু ঘুম পায় নাই মুভিটা দেখার সময়
দেখতে পারেন, খারাপ না

৭| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:৪২

টেস্টিং সল্ট বলেছেন: :-B :-B :-B উত্তম রিভিউ হয়েছে দোস্ত। চিনছুইন ???

২৮ শে জুন, ২০১৩ রাত ১:৫৮

মুশাসি বলেছেন: না চিনার প্রশ্নই আসে না! রিভিউ বলতেছিস কেন এইটারে?

৮| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:৪৫

লিঙ্কনহুসাইন বলেছেন: Dhanush কিন্তু রজনীকান্তের জামাই ;) ;) তার তেলেগু সব মুভি আমার দেখা বিশেষ করে তার Aadukalam মুভিটা !!! Aadukalam মুভিটা না দেখে থাকলে দেখে ফেলেন অসাধারণ মুভি , সাধারন ঘটনা নিয়েও যে হিট মুভি বানানো যায় তায় Aadukalam মুভি না দেখলে বুঝার উপায় নেই , মুরগীর লড়াই নিয়ে মুভির কাহিনী । আর এই Aadukalam মুভিটাই ইন্ডিয়ার যেতো Award আছে সব এনে দিয়েছে Dhanush কে । 3 মুভির চাইতেও অনেক অসাধারন মুভি Aadukalam

২৮ শে জুন, ২০১৩ রাত ২:০২

মুশাসি বলেছেন: সত্যি বলতে কি আমার দেখা ধানুশের প্রথম মুভিই রানঝানা। তবে এক মুভি দেখেই তার অভিনয়ের ফ্যান হয়ে গেছি। অন্যগুলো দেখবো অবশ্যই। সাজেশনের জন্য কাওয়ান বাজারি ধইন্যাপাতা লন ভাই
রজনীকান্তের জামাই এই তথ্য অবশ্য জানতাম ;)

৯| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: :) :) :)

২৮ শে জুন, ২০১৩ রাত ২:০৩

মুশাসি বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই

১০| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:৫৫

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: কালেকশনে নাই। আনতে হইবে। :)

আর আপ্নের লেখায় প্লাস লন B-)

২৮ শে জুন, ২০১৩ রাত ২:৫৯

মুশাসি বলেছেন: আমি নামাইতে দিসিলাম, দেরি হইতেছিলো দেইখা খোজ লাগাইয়া কালেকশন করছি, মোটামুটি ভালো ডিভিডি রীপ পাইছি B-)
ধইন্যা ভ্রাতা :)

১১| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:০১

আমি তুমি আমরা বলেছেন: গুড রিভিউ :)

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:০১

মুশাসি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :) :)

১২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:০৯

একজন আরমান বলেছেন:
টরেন্ট লিঙ্ক না দিলে খেলমু না। :-< :-< :-<

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:১৩

মুশাসি বলেছেন: টরেন্ট আপাতত [link|http://thepiratebay.sx/torrent/8607720/Raanjhanaa_(2013)_Hindi_720p_DVDScr_x264_[650MB]_POOLSTAR___a2zR|এইটার] চেয়ে ভালো পাবেন না।

:) :)

১৩| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:২৪

স্পেলবাইন্ডার বলেছেন: :D :D :D

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:১৬

মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই

১৪| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:২৯

মাক্স বলেছেন: এই মুভির নামই এখনো শুনি নাই, ব্যাকডেটেড /:) /:) /:)

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:২১

মুশাসি বলেছেন: এই মুভির মিউজিক ডায়রেক্টর কিন্তু এ আর রহমান। শুধু এইটুকুর জন্যও মুভিটা দেখা যায়। নাম তো জানাইলাম, দেখে ফেলেন ভাই সময় করে :)

১৫| ২৮ শে জুন, ২০১৩ রাত ১:৩৪

সাহাদাত উদরাজী বলেছেন: চান্স পেলে দেখতে হবে।

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:২৪

মুশাসি বলেছেন: চান্স পেলে অবশ্যই দেখা উচিত। ভিন্নতা পাবেন আশা করি

১৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:০৪

অন্তহীন বালক বলেছেন: এইমাত্র মুভিটা দেখলাম!

এমন প্রেম দরকার নেই, যে প্রেমের শেষ পরিণতি মৃত্যু।



বাস্তবতা আর সিনেমা, দুইটা দুই রকম।

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:২৫

মুশাসি বলেছেন: বাস্তবতার সাথে অনেক মিলও কিন্তু আছে ভাই :)
মন্তব্যের জন্য ধন্যবাদ

১৭| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার এফটিপি সার্ভারে রাঞ্জানার ফোল্ডারে এনিমি দেয়া ! খেলুম না ! X( X( X( X(
লিঙ্কি দেন দেহি

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:১৯

মুশাসি বলেছেন: উপ্রে আরমান ভাইরে একটা লিঙ্ক দিছি, ওয়েট আমি যেইটা থেকে নামাইছি সেইটাও দিতেছি

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:২৪

মুশাসি বলেছেন: ডাইরেক্ট লিঙ্ক এটা

১৮| ২৮ শে জুন, ২০১৩ রাত ২:৫৪

অনন্ত আরেফিন বলেছেন: আমার হিন্দি মুভিতে অ্যাালার্জী আছে। আমি কি এই মুভি দেইখা এই শিক্ষা গুলা নিতে পারবো?

২৮ শে জুন, ২০১৩ রাত ৩:২৬

মুশাসি বলেছেন: আমিও খুব একটা দেখি না। তবে যেগুলো আলোচিত হয় সেগুলো মিস দেই না। এগুলো ছাড়াও আরো অনেক শিক্ষাই নিতে পারবেন ;)

১৯| ২৮ শে জুন, ২০১৩ রাত ৩:৪১

সাইফ সানি বলেছেন: ধানুশ আসলে তামিল মুভিতেই অভিনয় করে। উপরে অনেকেই দেখলাম তাকে তেলুগু নায়ক বলতেছেন। তামিল দের তেলুগু বলা আর অসমীয়াদের বাংগালি বলা একরকম হয়ে যায়। তামিল রা তো রীতিমত অপমান বোধ করে ওদের কে তেলুগু বললে।

লেখকের মতামত ও অন্যান্যদের মন্তব্য দেখে ঠিক করলাম মুভিটা দেখবো।

ধন্যবাদ।

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৫

মুশাসি বলেছেন: তামিল মুভি বা তেলেগু মুভি খুব কম দেখা হয়। তবে অনেক ফ্রেন্ড দেখি এই দুই ঘরানার মুভির ভক্ত। ভালোই কাজ করে হয়তো, নাহলে এই দর্শক শ্রেনীটা ধরে রাখা সম্ভব না। আমাদের সিনেমা একদিন এদের ছাড়িয়ে যাবে। বিশ্বমানে পৌছাবে এই আশাবাদ ব্যক্ত করি।

আপ্নাকেও ধন্যবাদ সাইফ ভাই

২০| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৭:৫৩

আর.হক বলেছেন: শিখতাম চাই

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৭

মুশাসি বলেছেন: মাসে কত করে দেবেন? :P

২১| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৮:১১

আমিনুর রহমান বলেছেন:



ডাউন লোড দিলাম, মেলা দিন হইছে হিন্দী মুভি দেখি না। দেকি কিরাম লাগে তারপর তোমারে জানাইয়া যামু নে ...

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮

মুশাসি বলেছেন: ভিন্ন টেস্ট পাবেন আশা করি। আমি তো রুমমেট দের সাথে বসে দ্বিতীয়বার দেখলাম :)

২২| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৫

ডি মুন বলেছেন: মুভিটাতো তাইলে দেখাই লাগে :) :)

পোস্টে +++ , ধন্যবাদ

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৯

মুশাসি বলেছেন: প্লাস এর জন্য অনেক ধন্যবাদ ডি মুন ভাই :)

২৩| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:১২

অপর্ণা মম্ময় বলেছেন: ধানুশ আর এ আর রহমানের মিউজিকের জন্য ছবিটা দেখবো , ভালো প্রিন্ট এলে । আর আপনার রিভিউ এর সাথে মিলিয়ে দেখবো কি দেখলাম আর কি লিখলেন ! :P

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৪১

মুশাসি বলেছেন: মিউজিক গুলো পিকচারাইজেশনও ভালো লাগবে আশা রাখি।
দেখে অবশ্যই জানাবেন কেমন লেগেছে :)

২৪| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:২১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধুর........ /:) /:) /:)

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৪২

মুশাসি বলেছেন: ভাই কিসসে?

২৫| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৭

অনিকেত প্রান্তর (পাগলা) বলেছেন: http://eemoticons.net

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৩

মুশাসি বলেছেন: পাগলা ভাই লেখা আসে নাই

২৬| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৯

টানিম বলেছেন: হুম । ছবিতে সোনাম যাচ্ছেতাই অভিনয় করেছে ।

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৪

মুশাসি বলেছেন: পরিচালক অনেক যায়গায় মেকাপ ছাড়াই নামায় দিসে তাই মনে হয় টেনশিত ছিলো

২৭| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:০৮

ভিটামিন সি বলেছেন: তামিল আর তেলেগু এক জিনিস নয়। আমি এইমাত্র আমার তেলেগু কলিগরে এই মুভির বিষয়ে জিজ্ঞেস করলাম। সে বলল, এখনো সে নামায় নাই। সে আবার মুভির পোকা; হিন্দি, তেলেগু, তামিল এমনকি বাংলা ও দেখে অফিসে বসে। তাই বাধ্য হয়ে লেখকের লিংক থেকে নামাইতে দিলাম। দারুন স্পিডে নামতেছে তো ২১০কেবিপিএস। লেখককে ধইন্যা।
গতকাল আমার ল্যাপির উইন ৮ রিস্টোর ফ্যাক্টরি সেটিংস দিছি তো তাই সব কালেকশন বিসর্জন দিছিলাম। আজ আবার প্রথম নামানো শুরু করলাম।

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৭

মুশাসি বলেছেন: বাংলা সিনেমা দেখার জন্য আপনার বন্ধুকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

মুভিটা নামলে দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো।

২৮| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৩

একজন আরমান বলেছেন:
যা দিলেই তাই অনেক।
ধইন্না পাতা।

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:০১

মুশাসি বলেছেন: দুইদিন ওয়েট করলেই কিন্তু আরো ভালো মানের ডিভিডি রীপ দিতে পারতাম। যাই হোক,দেখে জানায়েন কেমন লাগছে

২৯| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

হিন্দি ছবি দেখা হয়না।

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:০৩

মুশাসি বলেছেন: মাঝে মাঝে টেস্ট চেঞ্জ করা উচিত

৩০| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৮

ব্যান্ড পার্টি বলেছেন: ব্যাপক শিক্ষণীয় মুভি মনে হচ্ছে !

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:০৬

মুশাসি বলেছেন: দেইখালান, নিজে দেখলে আরো অনেক কিছুই শিখতে পারবেন ;)

৩১| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৩

ড. জেকিল বলেছেন: দেখিনাই ...... দেখিতে হইবেক

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:০৮

মুশাসি বলেছেন: দেখেন দেখেন, ভালোই লাগবে আশা করি

৩২| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩২

টুম্পা মনি বলেছেন: :#) :#) :#) :#) :#)

২৯ শে জুন, ২০১৩ রাত ১:১২

মুশাসি বলেছেন: আপনার হাসি তো অনেক সুন্দর

৩৩| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৬

দ্যা অক্সি সেভেন বলেছেন: মানুষের যে কি হইছে ইদানীং আজাইরা মুভি দেখে সবাই লাফালাফি করে :-* পুরাই আজাইরা লাগছে মুভিটা X( X(

২৯ শে জুন, ২০১৩ রাত ১:১৪

মুশাসি বলেছেন: ভাই আমার লেখা পড়ে তো মনে হওয়ার কথা না যে কোনোরুপ লাফালাফি করছি :|

৩৪| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:১২

joos বলেছেন: আশিকি-২ এর মত রানঝানাও কাছাকাছি লেভেলের একটা হাইপ তৈরি করবো আগেই ধারণা করছিলাম। /:) /:) /:) /:)

সত্যি কইতে, আমি মুভিটা দেখলে দেখুম শুধু এ আর রহমানের মিউজিক আর ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দেখতে, আর কোনরকম ইন্টারেস্ট নাই। যাউজ্ঞা, রিভিউ থুক্কু দুরশিক্ষণ কার্যক্রমে ১১লম্বর পিলাচ :-B :-B :-B

২৯ শে জুন, ২০১৩ রাত ১:৪৯

মুশাসি বলেছেন: ভালো একটা ডিভিডি রীপ আইলেই বাঙ্গালী আবাল বনিতা ঝাপায় পড়বে বলে ধারনা করি।
আমারও ঐ কারনেই দেখা, আর ধানুশ পোলাটার অভিনয়ের সুনাম শুনে। প্লাসের জন্যে ধন্যবাদ

৩৫| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫২

শহুরে আগন্তুক বলেছেন: :-/ :-B :-S 8-| :|| :-< |-)

২৯ শে জুন, ২০১৩ রাত ১:৫৯

মুশাসি বলেছেন: ঘুম পাইছিলো মুভির শেষ দিকে?

৩৬| ২৮ শে জুন, ২০১৩ রাত ৮:২৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: হ, টিভিতে অ্যাড দেইখা দেখতে ইচ্ছে হইছে। ভাল হোক বা না হোক মজা পাওয়া যাইবে! ;) আপনে কইলে দেখমু। দেখমু নাকি?

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১৩

মুশাসি বলেছেন: অবশ্যই ভাই। এনশিওর করতেছি- ভালো লাগুক আর মন্দ লাগুক, মজা লাগবেই :D :D

৩৭| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি তো ভাবছিলাম মুভিটা ভালা হইত না!! :-*
রসময় রিভিউ পড়ে এই মাত্র সিদ্ধান্ত নিলাম, মুভিটি দেখা উচিত। দেখিয়া ফালাইব।

রিভিউটা খারাপ লাগে নাই। :)

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:১৭

মুশাসি বলেছেন: ধন্যবাদ ভাই, রিভিউটা আসলে গতানুগতিক রিভিউয়ের মতো করেই লেখা যাইতো, আলসেমির কারনে শুধু শিক্ষনীয় বিষয়গুলা তুইলা ধরলাম ;)

৩৮| ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪৬

কালোপরী বলেছেন: আমি বেশিরভাগ অ্যানিমেশন মুভি দেখি :)

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:২১

মুশাসি বলেছেন: এনিমেশন আমারও ভাল্লাগে

ধন্যবাদ

৩৯| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৪৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ডাউনলোড লিংটাতো দেন, আম্রাও দেখি

২৮ শে জুন, ২০১৩ রাত ১১:২২

মুশাসি বলেছেন: একটু কষ্ট করে উপরের কমেন্টে দেখেন ভাই, টরেন্ট-ডাইরেক্ট দুই ধরনের লিংকই দিয়েছি

৪০| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:২৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: এমনিতেই আমার চুক্কের সমুস্যা, তারুপ্রেআবার দিছেন ছোড কৈরা লিংক, কেম্নে দেকুম কন্তো?

২৯ শে জুন, ২০১৩ রাত ২:০১

মুশাসি বলেছেন: ১২ নাম্বার ও ১৬ নাম্বার কমেন্টে দুদুটা লিঙ্ক আছে ভাই :P

৪১| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৪২

লেডি বার্ড বলেছেন: আপনের রিভিউটা কাইলকাই পড়ছিলাম। ভাবছিলাম আগে দ্যাইখা লই মুভিটা তারপর কিছু লিখমু। ১৬ খান থাপ্পর (নায়কের) :P খাওনের পর আরো ১৫ মিনিট দেখার সুযোগ হইছিল। বিশেষ কামে উঠতে হইছিল সেই সময়। পুরাটা দেখা হয়নাই। /:) যতখানিই দেখছি, আমারতো মনে হইছে কাহিনী রেলগাড়ীর মতন দৌড়াইতাছিলো। অবশ্য বহুত কাবঝাবের মইধ্যে দেখছি। আবার কাইল পরশু বসমু দেখতে। তখন বুঝা যাইবো আপনে রিভিউ কতটা ভালা লিখছেন। :-B

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬

মুশাসি বলেছেন: মুভি কি দেখেছেন?

মন্তব্যের জন্য ধন্যবাদ লেডি বার্ড

৪২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১১:৫১

টেকনো(মুভি এডিশন) বলেছেন: হাহাহা :P

কিন্তু পড়ে বিন্দুমাত্র ইন্টারেস্ট পাইতেছি না দেখার ক্যান জানি...... :|

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭

মুশাসি বলেছেন: এখনো কি দেখো নাই মুভিটা? ভাল্লাগছে আমার

৪৩| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: পিলাচ লন +++++++ :)

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮

মুশাসি বলেছেন: ধইন্যা অপূর্ন ভাই

৪৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১৭

মনিরা সুলতানা বলেছেন: আপ্নে বাল্য বন্ধু গো এক্কেবারে বাদ ই দিলেন ?
আমার বন্ধু দুজনকে দারুন লেগেছে ...

০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

মুশাসি বলেছেন: তাদের অভিনয় খুব ভালো হয়েছে। পচানোর কিছু পাই নাই তাদের ব্যাপারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.