নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার কিং

অবহেলিত চট্রগ্রাম

ব্লগার কিং

আমি বাংলার গান গাই

ব্লগার কিং › বিস্তারিত পোস্টঃ

অবহেলিত চট্রগ্রাম

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

মাশাআল্লাহ, বাংলাদেশে এখন অনেক বাংলাদেশী টিভি চ্যানেল, কিন্তু দুঃখ একটাই, চ্যানেল গুলো সব ঢাকা কেন্দ্রিক, মিরপুর এ রাস্তায় কুত্তা মারা গেলে, ধানমন্ডি তে কয়টা কাক ডিম দিলো, গুলশান/বনানী/ ফার্মগেট/ শাহবাগ এলাকায় কোন নালা ফেটে গেলো...... বিস্তারিত রিপোর্ট সহ আমরা দেখি, জয়তু ঢাকা......

অভাগা চিটাগাং, তুই নাকি বাণিজ্যিক রাজধানী, ঐতিহ্যবাহী শহর, তোর মানুষ যে ভাষায় কথা বলে তা নাকি বিশ্বের অন্যতম একটা ভাষা......

তোর কোন এলাকায় কুত্তা মরা তো দূরের কথা, কতো এক্সিডেন্ট, অপঘাতে, চিকিৎসার অভাবে মানুষ মারা যায়, তার কোন খবর আমরা পাই না, কতো এলাকায় পানি, বিদ্যুৎ, গ্যাস সমস্যায় জর্জরিত, রাস্তাঘাটের কথা আর না ই বা বললাম......

আমি বলছি না যে এসব সমাধানের কথা, অন্তত ঢাকার এমন কোন সমস্যা যেভাবে টিভি চ্যানেল গুলো প্রচার করে দায়িত্ব নিয়ে, মানুষ জানতে পাড়ে যে এলাকায় একটা সমস্যার কথা, অনেক সময় এমন কিছু রিপোর্ট এ সরকারের ও টনক নড়ে !!!



দুঃখের বিষয়, আমাদের চিটাগাং ভিত্তিক কোন চ্যানেল নেই, থাকলে আমাদের যার যার এলাকার সমস্যা, এলাকার ঐতিহ্য ; দর্শনীয় জায়গা গুলো হাইলাইট হতো,

সবসময় আপডেট পেতাম......

একটা কি প্রানের দাবি হতে পারে না, চিটাগাং ভিত্তিক চ্যানেল হওয়ার?

আমার তো এতো টাকা নেই যে একটা চ্যানেল খুলবো ।

কিন্তু চিটাগাং এ এতো বিত্তবান দের কি এমন একটা সাধ হয়না????

আমার তো অনেক সাধ, কিন্তু সাধ্য নেই.....



আমি চাই প্রত্যেক জেলা ভিত্তিক একটা করে চ্যানেল হোক, যার মাধ্যমে আমরা যার যার এলাকার ঐতিহ্য, সংস্কৃতি, পর্যটন শিল্প কে বিকশিত করতে পারি পুরো বাংলাদেশে তথা পুরো বিশ্বে.।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.