নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্
ড. অমর্ত্য সেন এর ইনটাইটেলমেন্ট এবং ডিপ্রাইভেশান থিওরির একটা এক্সটেন্ডেড ভার্সানও থাকার কথা মনে হচ্ছে।
.
এই থিওরি বলছে সব মানুষই পরিশ্রম করেছে। কেউ খাদ্য উৎপাদনে, কেউ অন্য কিছুতে। কিন্তু দিন শেষে দেখা গেলো খাবার সবাই পাচ্ছে না। ফিজিক্যালি সরবরাহ নাই অথবা দাম নাগালের বাইরে। ড. সেন তার পভার্টি এন্ড ফেমিন বইয়ে চারটা কেইস এর মধ্যে নবব অধ্যায়ে ১৯৭৪ এর বাংলাদেশের দূর্ভিক্ষ নিয়েও বলেছেন। তাঁর থিওরি বলছে ইনটাইটেলমেন্ট ফেইলিউরের কারনেই মূলত দুর্ভিক্ষ হয়।
.
২০২০ এ এসে দেখছি খাবার ছাড়াও বাকি নিত্য প্রয়োজনিয় জিনিষের ক্ষেত্রেও তো তাঁর ইনটাইটেলমেন্ট ফেইলিউর থিওরি দারুন ভাবে খাটে।
.
প্রচুর মানুষ সারা জীবন হাঁড় ভাঙ্গা খাটুনি দিলো। দেশ উন্নত হলো। একটা গোষ্ঠী চিকিৎসা সেবার এয়ার এ্যাম্বুলেন্স, কেবিন, আই.সি.ইউ, থাইল্যান্ড, সিঙ্গাপুর সব যায়গায় ঢুকে গেলো। আরেকটা গোষ্ঠী প্রচন্ড জ্বর গায়ে, রাস্তার সূর্য্য মাথায় নিয়ে করোনা টেষ্টের লাইনেই চিৎ হয়ে চেগিয়ে মরে পরে থাকলো। দেখাগেলো স্বাভাবিক স্বাস্থ সেবায় তাদের কোন ইনটাইটেলমেন্ট নেই। যদিও দেশে সেই সুবিধা মজুদ আছে, আরেকটা গোষ্ঠীর জন্যে। যারা পাবলিকের খরচেই সুবিধাটা পাচ্ছে আরামসে।
.
আইন আর পুলিশি সেবার বেলায়ও হুবুহু একই তত্ত্ব কি খাটে! সোশাল মিডিয়ায় কোন ভিআইপি নিয়ে শুধু অশ্রাব্য কথা বলার জন্যে যখন লোকজনকে খুঁজে খুঁজে বের করে ধরা হয়, তখন বুঝা যায় দেশের এই সেক্টরটাও কত স্মার্ট, কত বিস্তৃত! অথচ সুবর্ণ চরের গৃহবধু পারুল, পুরান ঢাকার বিশ্বজিতরা এই সেবায় এনটাইটেল্ড না। শুধু পাসপোর্টের ঠিকানা ভেরিফাই করতে গিয়েই বুঝা যায় এই নিত্য দরকারি সেবাটা সাধারনের জন্যে কত ব্যয় বহুল, কত দূর্ভেদ্য। অথচ সাধারনের খরচেই এই সব সেবা খাত দাঁড়িয়ে থাকে। আর কেউ কেউ তাতে কি প্রচন্ড নিরাপত্তা বলয়ের ভেতরে জীবন কাটায়!
.
সুবিধা ভোগী গোষ্ঠীর সমাজ রক্ষায় আবার থাকে সামাজিক সুশীল। তারা বলবে- "ভাইজানরা, কেউতো বিচার পাইলো, কেউতো খেলো, কারোতো চিকিৎসা হলো। তখন কে পাইলো না, কার বিচার কখন হইলো না এই সব রিলেইট করে ছোটলোকি ছাড়েন না ক্যান!" অথচ কেউ যখন বিচার পায় তখনই বাকিরা বুঝে যে এখানে স্মার্ট একটা বিচার ব্যবস্থা ছিলো, যার সুবিধা তাদেরও পাওনা। আমি যখন ক্ষুধা নিয়ে থাকি, আর সামনে আরেক জন গুদাম খুলে খায়, যে গুদাম আমারো। তখনিতো কে পেলো আর কে পেলো না সেই প্রসঙ্গ আসবে।
.
ইনটাইটেলমেন্ট ফেইলিউর থিওরি আসলে বিশাল বিস্তৃত ইস্যু মনে হচ্ছে। এতে শুধু খাবারের অভাবেই মানুষ মরে না। চিকিৎসার অভাবেও মরে। আইনি গেঁড়াকলেও মরে।
.
#Afnan_Abdullah
২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:০৯
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ।
২| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: এই বিষয়ে তো আমি কিছুই জানি না। কি মন্ত্য করবো?
২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:১০
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: তবুতো মন্তব্য করলেন। ধন্যবাদ।
৩| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৪
আকন বিডি বলেছেন: সকল ক্ষমতাভোগীই সুবিধাপ্রাপ্ত। এর জন্য সরকারী চাকুরীর এতো চাহিদা। শুধু ফোন দিয়ে কত কাজ হয়ে যায় ক্ষমতাবান দ্বারা। সাধারণ মানুষ সেখানে দিনের পর দিন মাথা ঠুকে মরে। দামি এডভোকেট অবলিলায় অপরাধী ছাড়িয়ে আনে। আর গরীব মরে চৌদ্দ শিকের ভিতর বিনা অপরাধে।
আর একটা বিষয় ক্ষমতাভোগীরা আইন স্কিপ করতে পারে গরীবের বেলায় আইনের মার প্যাচের অভাব নেই।
ভালো পোস্ট এর জন্য ধন্যবাদ।
২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:১১
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: রেসিজমের এক ভয়াল দশা চলছে যেন।
৪| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১১:২৩
আমি সাজিদ বলেছেন: চমৎকার পোস্ট।
২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:১২
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫২
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। অসম বন্টনই সবকিছুর জন্য দায়ী।
২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:১৩
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: চরম বৈষম্যই সব কুরে কুরে খাচ্ছে।
৬| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:১১
নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ আপনাকে সমাজের বাস্তবতা তুলে ধরার জন্য । সুষমভাবে সব বন্টন বা পরিচালনা করাই সভ্য সমাজের কাজ।
২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:১৪
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: বন্টনেই যত গলদ বের হচ্ছে।
৭| ২৩ শে আগস্ট, ২০২০ সকাল ৭:০৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শোষিত দের জন্য পুলিশ না,পুলিশ আছে শোষকের সেবা করার জন্য।অনেক পুরনো কথা
৮| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ৮:২৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: তবুতো মন্তব্য করলেন। ধন্যবাদ।
মন্তবেয়র উত্তর দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।
১১ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৯
আফনান আব্দুল্লাহ্ বলেছেন: দু:খিত। হয়তো বলা দরকার ছিলো তবুতো মন্তব্য পেয়েছি। কোন মন্তব্য কি মানে হয়ে যায় মাঝে মাঝে বুঝা কঠিন হয়ে যায়। সামনা সামনি কথা হলে মুখের ভঙ্গীমা অনেক কিছু বুঝা সহজ করে দেয়।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৯
চাঁদগাজী বলেছেন:
ভালো, একটি দরকারী বিষয়ে কথা বলেছেন।