নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফনানের নিকেশ জগৎ.....।

আফনান আব্দুল্লাহ্

প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

সাঁতার যে কোন প্রতিকূল পানিতে অবশ্যই আপনার মূল অস্ত্র না।

২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:২১

সাঁতার যে কোন প্রতিকূল পানিতে অবশ্যই আপনার মূল অস্ত্র না।

আর যদি হয় পানি থেকে কাউকে তুলে আনার কাজ, তাহলে ভালো সাঁতারু হয়েও সুইমিঙ পুলের পানিতেই আপনি ডুবে মরতে পারেন। ডুবন্ত লোকটার ঝাপটা ঝাপটিতে।

তাছাড়া ডাঙ্গার মানুষ হয়েও যেমন আমরা যেকোন সময় দৌড়ানোর মত ফিট থাকিনা, তেমনি ভালো সাঁতার জেনেও যেকোন পরিস্থিতিতে হঠাৎ ধুপধাপ সাঁতরে ফেলার মত ফিট শরীর সব সময় নাও থাকতে পারে। সাঁতার জানা মানুষেরও ডুবে মরার বড় কারন হয় এটি।

তাই পানিতে অন্যের সাহায্যে যেতে অবশ্যই লাইফ জ্যাকেট-বয়া হবে মূল অস্ত্র। সেটা পুকুরে হোক বা উত্তাল সাগরে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ভালো বলেছেন, ধন্যবাদ।

২| ২৩ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ১০০% সঠিক কথা।

৩| ২৩ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো একটা সময়োপযোগী উপদেশ দিয়েছেন। ত্রাণ বিতরণ করতে গিয়ে বিতরণকারীরা যেন দুর্ঘটনায় পতিত না হয় সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

আজকে একটা খবর দেখলাম যে উদ্ধার অভিযানে যাওয়ার সময় এক স্পিডবোটে এতো বেশী সেচ্ছাসেবী উঠেছে যে বন্যা দুর্গত মানুষ তোলার জায়গা নাই। এই বিষয়গুলিও মাথায় রাখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.