নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আফনানের নিকেশ জগৎ.....।

আফনান আব্দুল্লাহ্

প্রত্যেকটা মানুষের জীবনের গল্প তার আঙ্গুলের ছাপের মতই ভিন্ন। দূর থেকে এক মনে হলেও যতই তার গভীরে যাবে কেউ ততই বৈচিত্রময় বিভিন্নতা পাবে। নিজের জীবনের গল্পে চরে বেড়ানো মানুষগুলো সবাই’ই যার যার জগতে বন্ধী। সহস্র বছর বাঁচতে পারলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আমি শুনতাম।নিজের দেখা জগৎ দেখা আদেখা মানুষদের জগতের সাথে গেঁথে নিতেই লিখি এবং আন্যের লিখা পড়ি। কেউ যদি মিথ্যুক বা ভন্ড না হয় তাহলে তার যে কোন ভিন্ন মতের কারন তার চার পাশের ভিন্ন জগৎ, ভিন্ন পরিবেশ, ভিন্ন শিক্ষা। তাই মানুষকে বুজতে হলে তার জগৎটাকে জানতে হবে, তার গল্পগুলো শুনতে হবে।আফনান আব্দুল্লাহ্

আফনান আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

বিচার হোক অঙ্করেই খুন হওয়া সব বুদ্ধিজীবীর খুনিদেরও

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৭

মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন, ২৫শে মার্চের পর থেকেই আসলে সারা বাংলাদেশজুড়ে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টদের গ্রেপ্তার আর হত্যা শুরু হয়েছিল। কিন্তু নভেম্বর মাস থেকে সেই কর্মকাণ্ড আরও জোরদার করে পাকিস্তানি বাহিনী এবং তাদের সহযোগীরা। ধারণা করা হয়, তার মূল পরিকল্পনা করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা রাও ফরমান আলী।
রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ প্রাঙ্গণ।

ইতিহাসবিদ মুনতাসীর মামুন বিবিসি বাংলাকে বলছেন, "দেশকে বুদ্ধিজীবীশূন্য করে দিলে বাংলাদেশ যদি কোনো দিন স্বাধীনও হয়, মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই চিন্তা থেকেই তারা বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করতে শুরু করেছিল।" তিনি আরও বলেন, "সামরিক শাসকদের বিরুদ্ধে কিন্তু প্রথম দাঁড়িয়েছিল ছাত্র-শিক্ষকরা। সুতরাং সেই আইয়ুব খানের আমল থেকেই বিশ্ববিদ্যালয়ের ওপর সামরিক শাসকদের একটা ক্ষোভ ছিল। পরবর্তীতে সেটার আরও বিস্তার হয়েছে।" (সূত্র: বি.বি.সি.)
.
এর পর রাও ফরমান আলীর উত্তরসূরীরা "আই এম জি.পি.এ ফাইভ" নামে আরও নিখুঁত প্রজেক্ট হাতে নিলো। এতে দেশে বুদ্ধিজীবী যাতে আর তৈরি না হয় তা দেখভাল করা হয়। দেশের বুদ্ধিবৃত্তিক সব কাজ চলে যাবে প্রভু রাষ্ট্রের কাছে। বুদ্ধিজীবী নাই, তাই বুদ্ধিজীবী হত্যারও আর ঝুঁকি নাই। যথারীতি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই রুখে দিলো এই মহাযজ্ঞ। আর ইতিহাসের কি নির্মম পুনরাবৃত্তি! আইয়ুব খান আর রাও ফরমান আলীর উত্তরসূরিরাও তাই এই ২০২৪ সালে এসেও সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরই পালানোর আগ মুহূর্ত পর্যন্ত খুন করে গেল। সকল লুটেরার রুপ একই থাকে। সময় আর নাম যাই হোক।
.
বিচার হোক সব খুনের।
.
#Afnan_Abdullah

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদেরকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৪

আফনান আব্দুল্লাহ্ বলেছেন: ঠিক তাই। অবশ্যই বের হয়ে আসতে হবে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: এই দেশে থাকাই আজ মুশকিল হয়ে দাড়িয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.