![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূসর নীলাভ গ্রহের এক কোণে শুয়ে থাকে নরসুন্দা
তার বুকের পাশে, শ্মশানে স্বজনের মুখাগ্নির ধোঁয়া,
ক্রন্দনরতা রমনীর বিলাপের ভেতর সন্ধ্যা ঘনায়
কালীমন্দিরে বাজে শঙ্খ, সন্ধ্যারতির সুরে
নরসুন্দা যেনো আজ নয়, এইখানে নয়, নয় এই শতাব্দীতে
যেনো আমাদের সম্মিলিত স্মৃতির ভেতর জেগে থাকা
দূর কোনো সহস্রাব্দের ভেতর মঞ্চস্থ হতে থাকে নরসুন্দা!
হায়! স্মৃতির প্রজাপতি!
ডানায় রোদ মেখে
নদীর ওপার থেকে এপারে উড়ে আসা হলুদ প্রজাপতি!
নরসুন্দার বুকের উপর তুমি আজও স্থির হয়ে আছ
ঠিক যেমন মহাকাল ধরে সূর্যের চারপাশে ঘুরে-ঘুরেও
স্থির হয়ে থাকে বসুন্ধরা ও মানুষের মিথ।
নরসুন্দা— লুপ্ত পৃথিবীতে ফিরে যাবার জাদুর আয়না
নরসুন্দার পাড়ে ময়মনসিংহ গীতিকার চরিত্রেরা হাসে,
পান খাওয়া লাল ঠোঁটে খুনসুটি করে পরস্পর,
তারা একে অন্যের দিকে ছুড়ে দেয় শিলুক:
‘থালি ঝুমঝুম থালি ঝুমঝুম থালি নিলো চোরে
বিন্নিঘরে আগুন লাগছে কে নিভাইতে পারে’?
কেউ একজন হঠাৎ গীতে টান দিয়ে গায়:
‘গাঙ্গের পাড়অ দেখা যায় গো কদম সারি সারি
তাহার মধ্যে বানাইয়া থুইছে সোনাবন্ধের বাঁশি’।
প্রেমে পড়া যুবকের দিকে আড়চোখে চেয়ে
শ্যামলবরণ মেয়ে নিচু স্বরে বলে:
‘লজ্জা নাইরে র্নিলজ্জ ঠাকুর লজ্জা নাইরে তোর
গলায় কলসি বাইন্ধা জলে ডুইব্যা মর।
নরসুন্দা— যেনো চন্দ্রাবতীর বাড়ির পাশে বয়ে চলা ফুলেশ্বরী নদী;
ফুলেশ্বরী ছিল
ফুলেশ্বরী নাই।
তবু নরসুন্দা, রোদে ঘোর লাগা একলা শালিকের বুকের ভেতর থাকে,
যেমন বিরহী চন্দ্রাবতীর দিলের ভেতর অহর্নিশি ছিল
দাগা দেয়া প্রেমাষ্পদ জয়ানন্দের মুখ।
৩০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৬
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৪
মেহেদি_হাসান. বলেছেন: অনেকদিন পরে আপনার পোস্ট পড়েছি। আগের পোস্টগুলোর মতোই ভালো লেগেছে আপনি ব্লগে নিয়মিত হবার চেস্টা করুন।
৩০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৬
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৯
রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা।
৩০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৭
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৯
এম ডি মুসা বলেছেন: দারুন কবিতা
৩০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৮
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:১৭
কল্পদ্রুম বলেছেন: বেশ।
৩০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৮
আফরোজা সোমা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪২
রাজীব নুর বলেছেন: আজ আমিও একটা কবিতা লিখব মনস্থির করেছি।
৩০ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৯
আফরোজা সোমা বলেছেন: ভালো করেছেন।
৭| ৩০ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:১৩
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ সৃজন সৃষ্টি।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩২
আফরোজা সোমা বলেছেন: শুকরিয়া।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৮
মলাসইলমুইনা বলেছেন: আপনি কংক্রিটের ব্যস্ত শহরের বাসিন্দা কিন্তু নরসুন্দা নদ নিয়ে আপনার আবেগটা সব সময়ই চমৎকার। নরসুন্দা নদ নিয়ে ছোট কবিতা না,'তিতাস একটি নদীর নাম'-এর মতোই একটা লেখা আপনার জন্য ফরজ হয়ে যাচ্ছে কিন্তু ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৪
আফরোজা সোমা বলেছেন: অনেক ধন্যবাদ!
ভালো থাকবেন। ভালোবাসা।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৯
খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত চমৎকার লিখেছেন! অভিনন্দন!
এইতো কিছুদিন আগেই ড. এম এ আলী এর একটা পোস্টে পড়েছিলাম চন্দ্রাবতী-জয়ানন্দের কাহিনীর কিছুটা।
সমৃদ্ধ কবিতায় প্রথম ভাল লাগা + +।