নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত চিন্তা ও বুদ্ধি, আমাদের বিজয়ের চেতনা।

আমি বিবেক বলছি

[email protected]

আমি বিবেক বলছি › বিস্তারিত পোস্টঃ

এলইডি টিভি কিনব, পরামর্শ চাই

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪

আগামী সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছি একটা অফিসের কাজে। ঈদ ওখানেই করব। সাথে কিছু ঘোরাফেরা।



শুনেছি ইলেকট্রনিকস শপিং এর জন্যে মালয়েশিয়া বিখ্যাত। তাহলে একটা ৪০" এলইডি টিভি কিনতে চাই।



কেউ কি আমাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারেন?



ওখানে মোটামুটি মানের একটা বাজেট টিভি কিনতে কেমন দাম পড়বে?



কাস্টমস এর খরচ কেমন হবে?



আর ওখান থেকে কিনলে আর দেশ থেকে সেলবাজারে কিনলে কি তেমন কোন পার্থক্য হবে?

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৮

রাতুল রেজা বলেছেন: কোনো রকম চিন্তা ভাবনা না করে সনিব্রাভিয়া । কাস্টমস ২০০০০ এর মত পড়বে। এখন বারসে কিনা জানিনা। আমার কাকা এনেছিল ২ বছর আগে ।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

আমি বিবেক বলছি বলেছেন: হ্যা বেড়েছে। ৪০" এর জন্যে এখন ৩০ হাজার মনে হয়। তাইলে কি লাভ হইল? দেশে অনেকেই সেল করে এরকম মালয়েশিয়া থেকে আনা টিভি। তাতে যদি ৫ হাজার টাকা বেশি নেয়, তাইলে কি দেশ থেকে কেনাই ভাল নয়?

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫

উলম্ভ বলেছেন: পরামর্শক নিয়োগ দেন। নাইলে নিজের বুদ্ধিতে কিনেন।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯

আমি বিবেক বলছি বলেছেন: ধন্যবাদ। আবার পোস্টে আসার কোন দরকার নেই।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯

পোকেমোন০০৭ বলেছেন: সনি ব্রাভিয়া নিয়েছিলাম বছর খানেক আগে কিন্তু এখন দেখি প্যানেল বোর্ড নষ্ট হয়ে গেছে যা ঠিক করতে ত্রিশ হাজার টাকা লাগবে।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২০

আমি বিবেক বলছি বলেছেন: বলেন কি! ঝামেলা তো।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৮

আজনবী বলেছেন: হুম।

ভিশন টিভি ভীষন ভাল।
দেশের টাকা দেশে ঢাল।

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২১

আমি বিবেক বলছি বলেছেন: দেশের কোন ভাল এলইডি টিভির ব্রান্ড তো দেখিনা। শখের তো ব্যাপার আছে তাইনা?

৫| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪৩

সৌমিক জামান বলেছেন: আপনি টিভি আনতে পারেন। কিন্তু যদি নষ্ট হয়, তাহলে কোন ওয়ারেন্টি পাবেন না। আমার বাসায় একটা নিয়া বিপদে আছি। পিকচার টিউব নষ্ট। র‌্যাংগস বলে ১৬০০০ লাগবে। ভালো হয়, যদি আপনি র‌্যাংগস এর ডিলার থেকে কিনেন। ধন্নবাদ :)

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৮

আমি বিবেক বলছি বলেছেন: ধন্যবাদ ভাই

৬| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩১

ভিটামিন সি বলেছেন: প্যানাসনিক কিনেন। সনি বেরবিয়া ই বলেন আর স্যামসাং ই বলেন, প্যানাসনিক এর ধারে কাছেও নাই। অ.ট. আমি সিংগাপুরের বাজার থেকে বললাম। কাষ্টম লাগবে ৩০০০০.০০ টাকা।
আমার পরামর্শ মতে, ক্রয়কৃত দাম+ট্র্যাক্সিভাড়া+কাষ্টম দিয়ে আপনার কেনা ১টা টিভি যদি আপনি ১০ বছর ব্যবহার করেন, তাহলে তার অর্ধেক টাকা দিয়ে ওয়ালটন কিনে ৫ বছর ব্যবহার করেন। আর বাকি টাকা অন্য কাজে খাটান। ৫ বছর পর যখন আবার নতুন প্রযুক্তি আসবে তখন এই টাকা দিয়ে আবার নতুন একটা কিনে নিবেন।

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০১

আমি বিবেক বলছি বলেছেন: ওয়ালটনের ৪০ ইঞ্চি এর দাম ৫৭০০০ চাইছিল। কম না একেবারে।

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৩

আমি বিবেক বলছি বলেছেন: ওয়ালটনের টিভি কোয়ালিটি কেমন ধারনা আছে? আমাকে একটু জানান দয়া করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.