![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(আমার লেখা মোটেও মানসম্পন্ন কোন লেখা না, তারপরও অনুরোধ- যদি পড়া শুরু করেন তবে প্লিজ পুরোটা পড়ে ফেলবেন ধৈর্য নিয়ে। কারণ, এই চিন্তা গুলো হয়তো আপনার একবার হলেও করা উচিত)
...
মাঝে-মাঝে কিছু ব্যাপার ভাবলে চিন্তাগুলো কেন জানি এলোমেলো হয়ে যায়, তারপরও মানুষ হিসাবে চিন্তাগুলো কিছুটা হলেও মাথায় রাখা উচিৎ-
ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় "পড়াশুনা করে যে, গাড়ি-ঘোড়া চড়ে সে"
বড় হয়েও দেখি একই ব্যাপার, কোন সাবজেক্টের বাজার দর কেমন তার ওপর নির্ভর করে সবসময় নির্ধারণ করা হয় ভাল/খারাপ সাবজেক্ট!
যাই হোক, ছোটবেলা থেকেই আমাদের সমাজের শিক্ষাগুলো এরকম-
*ভালো করে পড়াশুনা করো, তাহলে জীবনে সুন্দরি, উচ্চ-বংশীয়, ভালো মেয়ে পাবে!
#আমি যতদূর জানতাম জীবনসঙ্গিনীর প্রয়োজন অন্তরের প্রশান্তির জন্য(According to Holy Quran)! সুন্দরী-বংশীয় মেয়ে হলেই যে মনের প্রশান্তি নিশ্চিন্ত হবে, ব্যাপারটা মোটেও এমন না!
হ্যাঁ, তবে যদি আপনি কত ভালো মেয়ে ‘বাগিয়ে’ আনছেন, এটা লোকজনের সামনে গল্প করে নিজের স্ট্যাটাসটা আরও ওপরে ওঠাতে চান, সেক্ষেত্রে অবশ্যই সুন্দরি-উচ্চবংশীয় মেয়ে ছাড়া বিয়ে করা উচিত না!
-
*সুন্দরী-বউ তো পেলাম এবার?
এবার, তোমার যখন বাচ্চা-কাচ্চা হবে তুমি তখন তাদের মাসে লাখটাকা খরচ করে দামি স্কুলে পড়াতে পারবে, বড় হলে টাকা দিয়ে ডাক্তার/ইঞ্জিনিয়ার বানিয়ে লোকজনের সামনে ‘মাইক’ নিয়ে বলে বেড়াতে পারবে!
#এলাকার রিকশা চালক/ চায়ের দোকানদার এর ছেলেটা আজ বুয়েটে/ডি,এম,সি তে পড়তেছে না! কই ওরা তো এত কিছু পায় নাই! ছেলেটি শুধু রিকশাচালক বাবার কাছ থেকে সৎ কিছু শিক্ষা পেয়েছিল! যেটা এই লোভী ঘুষখোর বাবা তার সন্তানকে কোনদিনও দিতে পারে নাই!
-
*বৌ-বাচ্চা গেল! আর কিছু আছে?
আছে মানে? ব্যাংক-ব্যাল্যান্স লাগবে না? ব্যাংকে তোমার লাখ-লাখ টাকা ব্যাল্যান্স থাকবে, কাজে লাগুক/না-লাগুক! তা দিয়ে আলিসান বাড়ি বানাবে, দামি-দামি আসবাবপত্রে ঘর ভরে ফেলবে! পাশের বাসার ভাবীর কাছে তোমার বৌ গর্ব করে বলতে পারবে “ভাবিইইই, আমার জামাইটা যে কত ভাল! আমি চাওয়ার সাথে-সাথেই এই যে ৫লাখ টাকা দিয়ে সোফাটা নিয়ে আসলো।”
#প্রতিদিন বিশ্বে ২১,০০০ মানুষ মারা যায় সিমপ্লি না খেতে পেরে, হ্যাঁ শুধু না খেতে পেরে- অন্য কোন কারনে না! বাসায় মেহমান আসলে বসার জায়গা প্রয়োজন! কিন্তু ৫লাখ টাকা একটা সোফার পেছনে খরচের প্রয়োজন কি বসার জন্য, নাকি বউয়ের অহংকার দেখানোর উপাদান এর জন্য???
-
*আর কিছু?
সেরকম কিছু না, এই একটা গাড়ি! মানে দামি পাজেরো হলে তোমার স্ট্যাটাস এর সাথে মিলে! বুঝো তো, এলাকায় আসলে বা কোন অনুষ্ঠানে গেলে মানুষকে দেখানো লাগবে না যে তুমি কত উঁচু মাপের! বাসার সোফা তো আর টেনে নিয়ে দেখাতে পারবে না ওখানে!!!
#গাড়ি ছাড়াও অনেক মানুষ যাতায়াত করে, আরও অনেক ট্রান্সপোর্ট সিস্টেম আছে! তারপরও পরিবারের নিরাপদ চলাচল এর জন্য গাড়ি থাকলে ভালো! কিন্তু সেটা ওমক ব্র্যান্ডের অমক দামি পাজেরো হওয়া লাগবে কেন?
-
*শেষ হইছে?
এইতো এটাই শেষ, জমি কেনা লাগবে না? দেশের দশ জায়গায় সেরা দশ লোকেশনে তোমার বিশটা জমি থাকবে! এগুলো তো দরকার, কখন কি কাজে লাগে! ওপরের ৪ টা অসুস্থ প্রতিযোগিতায় দৌড়াতে গিয়ে শেষ বয়সে যখন অসুস্থ হয়ে পড়বে, তখন ৫স্টার হাসপাতালে মাসের পর মাস যখন কাটানো লাগবে, তখন যদি ছেলেমেয়েরা না দেখে??? কি করবে? তাছাড়া ছেলেমেয়েকে দেশ-বিদেশে পড়াবে, শহরের সব মানুষকে দাওয়াত করে এলাকা কাঁপিয়ে যখন বিয়ে দিবে তখন ব্যাংক ব্যাল্যান্সে যদি না কুলায়! তাছাড়া, তুমি কি চাও না যে তুমি মারা যাবার পর তোমার ছেলেমেয়েদের নামে বেশ কিছু জায়গা-জমি থাকুক, যেন ওরা নিরাপত্তাবোধ করে!
#নিরাপদে থাকার জন্য একটা বাড়ি থাকা ভালো, সাথে না হয় একটা জমিও থাকলো! কিন্তু এতগুলো ফ্লাট-জমিতে না আমি নিজে থাকতে পারবো, না আমার যোগ্য ছেলেমেয়ে কোনদিনও ‘বাপের ভিটায়’ গিয়ে পড়ে থাকবে! আর যদি কুলাঙ্গার হয়, তাইলে যত কোটি টাকা রাখি সব উড়াবে! সৎ উপার্জন করে ভালো ভাবে জীবনযাপন করলে আল্লাহ্ যতদিন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ সুস্থ থাকবো, তাছাড়া লাখ-লাখ টাকা খরচ করে ৫স্টার হাসপাতাল বাদেও কম টাকায় আরও ভালো চিকিৎসার অনেক জায়গা আছে! আর, ছেলের/মেয়ের বিয়েতে হাজার-হাজার লোক দাওয়াত দেওয়াটা কখনও তাদের দাম্পত্য জীবনের কোন উপকার/অপকারে আসবে না!
#যাই হোক, এই অসুস্থ প্রতিযোগিতা তো শেষ হল এবার? এবার আর কি বুড়ো হয়ে গেছ, সারাজীবন তো আল্লা-বিল্লা করার সময় পাও নাই, এখন একটু ওটা করো। আর এতকাল যেই পাপগুলো করছ, ওগুলো ক্লিন করার জন্য একটা হজ করে আসো!
By the way, হজ্বটা কিন্তু শেষ বয়সে তোমার স্ট্যাটাসটা আরেক্ত বাড়িয়ে দিবে!!
ENOUGH! ENOUGH! ENOUGH!
Shut up u …….. Society!
তুমি শুধু আমাকে শেখাচ্ছ নিজেকে কিভাবে আরও Show-Up করবো, আমার মনে আদৌ কোন শান্তি পাচ্ছি কিনা সেদিকে তুমি একবারও তাকাচ্ছ না!
ওপরের প্রতিটা ব্যাপারই আমার জন্য প্রয়োজনীয় ছিল, কিন্তু ওগুলো নিয়ে আমি এরকম অসুস্থ প্রতিযোগিতায় নেমে স্রস্টার সাহায্যের ওপর অনাস্থা জ্ঞাপন না করলেও পারতাম!
স্রস্টা আমাকে শুধু এগুলো করার জন্য দুনিয়াতে পাঠান নাই! আমি আমার পরম করুণাময় স্রস্টার দিকে মননিবেশ করতে পারতাম! আমি পারতাম স্রস্টার দেওয়া শক্তি দিয়ে, স্বার্থপরের মত শুধু নিজের বাচ্চার ভালো না ভেবে, আর ১০ টা বাচ্চা যেন ভালো থাকে, সেজন্য পৃথিবীতে সুন্দর কিছু পরিবর্তন আনতে!
আর “সমাজ”
তুমি আজ আমাকে যেগুলার পেছনে অসুস্থের মত দৌড়াতে বলতেছ, সেগুলোর ব্যাপারে আল্লাহ্ অনেক আগেই আমাকে পাঠানো তার চিঠিতে(কোরআন শরিফ) বলে দিয়েছেন- “মানুষকে ৫টি ব্যাপারে মোহআচ্ছন্ন করে রাখা-
১- নারী
২-সন্তান-সন্ততি
৩-রাশিকৃত স্বর্ণ-রোপ্য
৪-উচ্চগতি সম্পন্ন অশ্ব এবং গবাদি পশু
৫- জায়গা-জমি”
স্রস্টা যদি চান, তিনি আমাকে ওপরের ৫টি ব্যাপারেই ভালো রাখবেন, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে। কোন অসুস্থ প্রতিযোগিতায়, আমার নামার কোন প্রয়োজন নাই! আর এজন্য কোন অসুস্থ প্রতিযোগিতায় প্রথমদিকে থাকার জন্য তোতা-পাখির মত মুখস্থ করে ভালো বাজার-দরের কোন সাবজেক্ট থেকে আহামরি কিছু করার ইচ্ছাও আমার নাই!
আমি মানুষ! সৃষ্টির সেরা জীব! স্রস্টা আমাকে যে ক্ষমতা দিয়েছেন তার সম্পর্কে তিনি নিজেই আল-কোরআন এর ৪৫:১৩ আয়াতে বলেছেন -
“আয়ত্ত্বাধীন করে দিয়েছেন তোমাদের, যা আছে নভোমন্ডলে ও যা আছে ভূমন্ডলে; তাঁর পক্ষ থেকে”
হ্যাঁ, আমি জানি এই কথা বলা মাত্রই তুমি আমাকে উপহাস করা শুরু করবে!
কারণ আমি সমাজের শেখানোর বাইরে কোন কথা বলতেছি!
উপহাস করো সমস্যা নাই!
তোমার স্বীকৃতিতে আমার কিছু যায় আসে না! তোমার বিচার এতটাই ঘুণে ধরা যে, প্রায় নগ্ন-বক্ষা কোন মেয়ে যে কিনা শুধুমাত্র নিজের লোভের খোরাক মেটানোর জন্য নিজ সৌন্দর্য বিক্রি করে, তাকেও তুমি STAR সম্মান দিয়ে আকাশ ছোঁয়া মর্যাদা দিয়েছ! তাই, তোমার মত বস্তা-পচা কোন সিস্টেম আমাকে নিয়ে কি ভাবলো তাতে কিছুই যায় আসে না!!!
সৃষ্টজীব তার স্বীকৃতি আপন স্রস্টার কাছে পেলেই যথেষ্ট!!!
(বিঃ দ্রঃ অনেকেই আছেন যারা আমাদের শিক্ষাব্যাবস্থার প্রথম দিকে এবং তারা সত্যিকার অর্থেই জানার জন্য পড়েন এবং কিছুটা পেটের দায়ে। স্ট্যাটাসটি মোটেও তাদের উদ্দেশ্য করে লেখা নয়!
বরং, এমন কোন জীবিত, মৃত বা অর্ধমৃত ব্যাক্তি যে কিনা জ্ঞান আহরণের জন্য নয়, নিজেকে জ্ঞানী হিসাবে জাহির করার জন্য এবং পরবর্তী জীবনে কেজি দরে নিজের জ্ঞান বিক্রি করে উপরোক্ত মোহগুলোর পেছনে দৌড়ানোর জন্য পড়াশুনা করার প্রয়জনীয়তা অনুভব করেন, সে এই স্ট্যাটাস পড়ে মনে কোনপ্রকার কষ্ট পেয়ে থাকলে “আলহামদুলিল্লাহ্”। কারণ, এই লেখাগুলো আসলেই আপনাকে উদ্দেশ্য করে লেখা!!!)
১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫
রাহাত আহমেদ মুনিম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৫০
আমিই মিসির আলী বলেছেন: আপনার লেখা অনেক মানসম্পন্ন।
সুন্দর একটা বিষয় তুলে ধরেছেন।
ধন্যবাদ আপনাকে।
+