নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরীব চৌধুরী

আরীব চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্রে নির্বাচনের বিকল্প নেই

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতি যে রূপ ধারণ করেছে—তা বেশ বিপজ্জনক। এটি বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের জন্যেও মস্ত বড় সংকট বয়ে নিয়ে আসতে পারে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, একদিকে নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে নির্বাচন প্রতিহত করার আলামত। নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি গণতান্ত্রিক রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। কেননা, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার গঠনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে ক্ষমতায় বসায়। সরকার গঠনের এমন পদ্ধতি সাধারণ কোনো মুখের কথায় নয়, লিখিত আইন তথা সংবিধান মতোই হয়ে থাকে। প্রশ্ন হতে পারে, সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার নিশ্চয়তা কোথায়? এই প্রশ্নে আমরা জাতীয়ভাবে দীর্ঘদিন লড়াই করেছি, নানা এক্সপেরিমেন্টও করেছি। গত কয়েক বছর ধরে অনুষ্ঠিত নানা ধরনের নির্বাচন থেকে ধারণা করা যায় যে, কারচুপির তেমন কোনো অপচেষ্টা কারোরই সফল হওয়ার সম্ভাবনা বাংলাদেশে নেই। তাছাড়া এ দেশের মানুষ ভোট দেয়া ও ফল দেখা নিয়ে যতোটা সচেতন ও আগ্রহী তা বেশ বিস্ময়কর। পৃথিবীর অনেক দেশেই মানুষ ভোট দান নিয়ে এতোটা উত্সাহী হতে দেখা যায় না। যতোটা বাংলাদেশের মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। এটি এখন আমাদের জন্যে অতীতের তিক্ত অভিজ্ঞতা ছাড়া আর কিছু নয়। তারপরও দেখা গেছে এ দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং ব্যাপক মানুষের মধ্যে নানা ধরনের সন্দেহ, আগাম ধারণা, অনুমানভিত্তিক মতামত চারদিকে ঘুরপাক খাচ্ছে। এ নিয়ে এক ধরনের ছায়ার সঙ্গে যুদ্ধ করার প্রবৃত্তি বেশ উদ্বেগজনক বিষয়। যে নির্বাচন অনুষ্ঠিত হয়নি সেই নির্বাচন সম্পর্কে আগাম সন্দেহ করা, এ নিয়ে ঝগড়া-বিবাদ করা, আন্দোলনের নামে মারামারি, সহিংস হরতাল, পোড়াপুড়ি, ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়া কতোখানি যুক্তিযুক্ত হচ্ছে তা বিবেচনায় নেয়া হচ্ছে না। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারী অপশক্তির হাতে জনগণের জীবন ও সম্পদকে ঠেলে দেয়া নির্বাচনকে পণ্ড করা ইত্যাদিতে অংশ নেয়ার শেষ পরিণতি রাষ্ট্র, রাজনীতি, সমাজ, অর্থনীতিসহ কোনো ক্ষেত্রেই সুখকর কিছু বয়ে আনবে না। কেননা, এর মাধ্যমে দুর্বৃত্তায়িত শক্তি সর্বত্র প্রতিষ্ঠা লাভের সুযোগ পাচ্ছে। এমনিতেই আমাদের সমাজ, রাষ্ট্র ও রাজনীতি আধুনিক শিক্ষা-সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান ইত্যাদিতে এখনো নির্ভরযোগ্য কোনো অবস্থান তৈরি করতে পারেনি। গণতন্ত্রে আমাদের উত্তরণ এখনও নানা সমস্যায় আটকে আছে। আমরা বড়জোর নির্বাচনের ধারায় উত্তরণ ঘটানোর পর্বে আছি। তাতে নানা বাধা-বিপত্তিতে আমরা হিমশিম খাচ্ছি। দীর্ঘদিন এই নির্বাচন ব্যবস্থাই দুর্বৃত্তায়িত শক্তির হাতে জিম্মি হয়েছিল। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে কিছু অর্জন ঘরে তুলতে সক্ষম হয়েছি। আরো অনেক কিছুই আমাদের করণীয় বাকি রয়ে গেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.