নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরীব চৌধুরী

আরীব চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সেরারই সেরা শচীন টেন্ডুলকার

১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০

ক্রিকেটের সুবিস্তৃত আকাশ থেকে বিদায় নিলেন সবচেয়ে জ্বলজ্বলে তারকাটি। দুই যুগ ধরে যে তারকাটি আলো ছড়িয়েছে। ক্রিকেটের এমন কোনো অলি-গলি নেই যেখানে তার আলোর ঝলকানি পড়েনি। ১৯৭৩ সালের ২৪ এপ্রিল। বর্তমান মুম্বাই শহরের পূর্ব বান্দ্রার সাহিত্য সাহাশ করপোরেটিভ হাইজিং সোসাইটিতে জন্ম নেয় এক বিস্ময় বালক। প্রিয় শিল্পীর নামানুসারে রমেশ টেন্ডুলকার ছেলের নাম রাখলেন শচীন। পরবর্তীতে যার আলোয় আলোকিত হয়েছে গোটা ক্রিকেটবিশ্ব। তার আগমনে ক্রিকেট খুঁজে পেয়েছে নতুন মাত্রা। তার ব্যাটের ছোঁয়ায় কুর্নিশ করেছে ক্রিকেটের যত রেকর্ড। তিনি আর কেউ নন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তাকে নিয়ে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র

ছোটবেলায় দুরন্তপনার শীর্ষে ছিল ছেলেটি। পাড়ার এমন কোনো ছেলে ছিল না যে শচীনের হাতের দু-একবার মার খায়নি। বাবা শখ করে ছেলের নাম একজন বিখ্যাত সংগীতশিল্পীর নামানুসারে রাখলেও ছোটবেলায় সংগীতের প্রতি তার কোনো টান ছিল না। ভবিষ্যতে যে ক্রিকেটেশ্বর হবে ছেলেবেলায় ক্রিকেটের প্রতিও তার কোনো আগ্রহ ছিল না। শচীন টান অনুভব করতেন টেনিসের প্রতি। টানটা যেনতেন নয়। ব্যাপক টান। কিন্তু বড় ভাই অজিত তার দুরন্তপনায় অতিষ্ঠ হয়ে শচীনকে ক্রিকেটের প্রতি টানতে..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.