![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকতে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির পরমাণু প্রকল্পের বিষয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে চুক্তি সম্পন্ন করতে সময় দেয়ার কথাও সিনেটরদের বলেন প্রেসিডেন্ট ওবামা। গত মঙ্গলবার হোয়াইট হাউসে সিনেটরদের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
গত কয়েকদিন ধরে মার্কিন আইনপ্রণেতারা ইরানের পরমাণু প্রকল্পের বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেন। তাদের পক্ষ থেকে বলা হয়, হোয়াইট হাউসের উচিত দ্রুতগতিতে কাজ করে যাওয়া এবং তেহরানের প্রতি কঠোর অবস্থান নেয়া। এ প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট এদিন হোয়াইট হাউসে সিনেটরদের সঙ্গে দুই ঘন্টার বৈঠক করেন। এসময় প্রেসিডেন্টর সাথে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস উপস্থিত ছিলেন।
©somewhere in net ltd.