নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।
(ছবি নেট থেকে)
আমার জানা মতে, সামুতে যারা লিখেন, বাংলা টাইপিংয়ে তাদের মধ্যে আমি পিছনের দিক থেকে অন্যতম, যদিও ইংরেজি মোটামোটি ভালোই টাইপ করতে পারি। তবুও অনেক কায়দা করে মাঝে-মধ্যে একটু আধটু লিখতে চেষ্টা করি। তবে এজন্য একটু জটিল পদ্ধতি অবলম্বন করে কাজটি আমাকে করতে হয়।
প্রথমে আমি https://www.easybengalityping.com/ সাইট এ গিয়ে ইংরেজি বানানে বাংলা লিখি, তারপর সেখান থেকে লেখাগুলি কপি করে নিয়ে আবার অন্য ট্যাব এ খুলে রাখা সামুর সাইটে এসে ড্রাফটে সেভ করি। তারপর সেখানে যদি কোনো ভুলত্রুটি থাকে, তখন আবার ভার্চুয়াল কীবোর্ড খোলে আস্তে আস্থে সেগুলি কারেকশন করে তারপর আমাকে সেই লেখাটি আপলোড দিতে হয়।
খুব সহজে এবং সরাসরি কিভাবে আমি সামুতে বাংলা টাইপ করতে পারি? যদি কোন ব্লগার এ ব্যাপারে আমাকে একটু পরামর্শ দিয়ে সহায়তা করেন তাহলে খুবই উপকার হয়।
পরামর্শ দিয়ে সহায়তা করার জন্য অগ্রিম ধন্যবাদ ও শুভকামনা।
১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২০
গেঁয়ো ভূত বলেছেন: আমি অনেক আগে একবার বিজয় টাইপিং একটু শিখেছিলাম, কিন্তু তখন কোনো কিছু তেমন একটা লেখার প্রয়োজন পড়েনি, পরে আস্তে আস্তে একেবারে ভুলেই গিয়েছি।
অভ্র ইন্স্টল্ করলে কি সরাসরি সামুতে লেখা যাবে?
ধন্যবাদ এবং শুভকামনা।
২| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: সরাসরি বাংলা টাইপ শিখে নেন। তখন সরাসরি টাইপ করতে পারবেন।
তাছাড়া এখন অনেক বাংলা ভয়েস টাইপ এ্যাপস আছে। সেগুলি ব্যবহার করে, মুখে মুখে বলেই লিখে ফেলতে পারবেন।
১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৩
গেঁয়ো ভূত বলেছেন: আমি অনেক আগে একবার বিজয় টাইপিং একটু শিখেছিলাম, কিন্তু তখন কোনো কিছু তেমন একটা লেখার প্রয়োজন পড়েনি, পরে আস্তে আস্তে একেবারে ভুলেই গিয়েছি।
ভয়েস ব্যবহার করে লিখতে ব্যাক্তিগত পর্যায়ে একটু অসুবিধা আছে।
ধন্যবাদ এবং শুভকামনা।
৩| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৪৭
জুন বলেছেন: আমি এগারো বছর ধরে ব্লগিং করছি, এর মাঝে প্রথম এক বছর ভার্চুয়াল কী বোর্ড দিয়ে একটা একটা করে অক্ষর টিপে টাইপ করতাম ( কি জোশ)
এরপর থেকে অভ্র।
১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৬
গেঁয়ো ভূত বলেছেন: আপু! শুরুটা আপনার আর আমার একই। আমার সামুতে প্রথম লেখা "কষ্ট" কবিতাটা ভার্চুয়াল কিবোর্ডেই লেখা। বিশেষ করে কমেন্টস এর রিপ্লাই দেয়ার সময় কি যে একটা অবস্থা হতো না! একেবারে ছ্যারাব্যারা অবস্থা যাকে বলে!
ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
৪| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০০
রাজীব নুর বলেছেন: অভ্র দিয়ে অফিসিয়াল কাজ করা যাবে না। তবে ব্লগে লিখতে পারবেন।
১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪০
গেঁয়ো ভূত বলেছেন: আমার অফিসিয়াল কাজে বাংলা দরকার হয় না বলেই আজকে এই অবস্থা। আমরা বাঙালিরা তো জানেনই না ঠেকলে শিখিনা।
অভ্র ইন্স্টল্ করলে কি সরাসরি সামুতে লেখা যাবে ?
ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
৫| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৫
ইসিয়াক বলেছেন: আমি সাধারণ ফেসবুকে লিখে তারপর সামুতে কপি করে পেস্ট করি।
সামুতে সরাসরি লিখলে কম্পিউটারে ইউনিকোড ব্যবহার করি। একসময় যখন ততটা বুঝতে পারতাম না তখন সামুর ভার্চুয়াল কী বোর্ড দিয়ে এক একটা অক্ষর লিখতাম।
মোবাইল হলে আপনাকে রিদ্মিক কীবোর্ড ইন্সটল করে নিতে পারেন। তারপর অভ্র বা প্রভাত যেকোন একটা অপশন ব্যবহার করতে পারেন। আমি এভাবে ই লিখি।
ধন্যবাদ।
১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫০
গেঁয়ো ভূত বলেছেন: আমি বাইরে থাকলে প্রথমে মোবাইলে নোটপ্যাড এ লিখে সেভ করি তারপর মেইল এ তুলে রাখি।
এরপর যখন পিসি তে বসি তখন মেইল থেকে ডাউনলোড করে কপি-পেস্ট!
ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
৬| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৬
শূন্য সারমর্ম বলেছেন:
এন্ড্রোয়েড থেকে "রিডমিক কী-বোর্ড" ইউনিজয় মুডে টাইপ করে পোস্ট, কমেন্ট করি।
১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৬
গেঁয়ো ভূত বলেছেন: সামুর একটা মোবাইল এপ্স থাকলে খুবই ভাল হতো। বিশেষ করে যেকোনো মোবাইল অপারেটর থেকেই সামুতে লগইন করতে আর কোনো অসুবিধা হতো না হয়তোবা। ধুমাইয়া কমেন্ট করা যেত।
এখন তো মোবাইল (WIFI) থেকে সামুতে লগইন করা গেলেও কমেন্ট এর রিপ্লাই দিলে তা নতুন কমেন্ট হিসেবে শো করে।
ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
৭| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৭
অপু তানভীর বলেছেন: আমি অনলাইনে প্রথম বাংলা লেখা শুরু করি নোকিয়া ২৭০০ ক্লাসিক মোবাইলে। সামুতে নিক খোলার পরে প্রথমে মাউস টিপে টিপে ভার্চুয়াল কিবোর্ড দিয়ে লিখতাম। তারপর আস্তে আস্তে সামুর সামুর ফোনেটিকে লেখা শুরু করি। যদিও এখন আমি অভ্রতে অভ্যস্ত তবুও এখনও বড় লেখা আমি সরাসরি সামুর রাইটিং বক্সে ফোনেটিকেই লিখি। এমন কি ফেসবুকে কিংবা আমার নিজেস্ব ব্লগে কিছু পোস্ট করতে গেলেও সেটা আগে সামুতেই লিখি। পরে এখান থেকে ওখানে নিয়ে যাই।
১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪২
গেঁয়ো ভূত বলেছেন: সরাসরি সামুর রাইটিং বক্সে ফোনেটিকে কিভাবে লিখতে হয়, এটাই ছিল আমার মূল প্রশ্ন। আমি তো সেটাই বুঝতেছিনা। এজন্য কি কোনো সফ্টওয়ার ইন্স্টলেশন বা ফন্ট ডাউনলোড কি?
ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
৮| ১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৮
শাহ আজিজ বলেছেন: ইংরেজিতে অভ্র লিখে গুগলে সার্চ দিন । পরে সেখান থেকে Avro keyboard inc পাবেন , ব্যাস ডাউন লোড করে নিন ।
১৬ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
গেঁয়ো ভূত বলেছেন: অভ্র কিভাবে ডাউনলোড করতে হবে সেটা আমার প্রশ্ন নয়।
আমার প্রশ্ন ছিল অভ্র ইন্স্টল্ করলে কি সরাসরি সামুর রাইটিং বক্সে লেখা যাবে?
ধন্যবাদ এবং শুভকামনা।
৯| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৮:১৬
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি প্রথম কম্পিউটারে বাংলা লেখা শুরু করি বিজয় দিয়ে।
পরে অভ্র আসলে সামুতে অভ্র দিয়ে লেখালেখি শুরু করি।
ফোনে নকিয়া N70 দিয়ে বাংলা লিখতে খুবই কষ্ট হতো।
পরে এন্ড্রয়েড ফোনে ঋদ্মিক দিয়ে খুব সহজেই বাংলা লিখতে পারতাম।
কিন্তু এখন যুগ বদলাইছে। এখন মুখ দিয়েই লেখি বেশিরভাগ। মুখে যা বলি লেখা হয়ে যায়। ৯৯% কারেক্ট হচ্ছে। হাতে টিপে ছোটখাট ভুল এডিট করি। এই লেখাও মুখ দিয়ে লেখলাম।
সবাইকে এই 'গুগোল কিবোর্ড' ব্যবহার করা উচিত। কোন বড় এ্যপ নামানো লাগেনা। গুগলেই আছে Gboard. সবাই ইন্সটল করে নিন। এই ভয়েস কিবোর্ড দিয়ে একজন অন্ধ নিরক্ষর ব্যক্তিও পাতার পর পাতা বাংলা লিখতে পারবে। ইংরেজীও পারবে।
১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪২
গেঁয়ো ভূত বলেছেন: লেটেস্ট প্রযুক্তির কোনো বিকল্প নাই, আপনি প্রযুক্তি ব্যাবহারে সামনের সারিতে আছেন।
ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
১০| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৮:১৯
রিফাত হোসেন বলেছেন: https://www.somewhereinblog.net/banglawriting
উপরে দেওয়া লিংকে সামুর ফোনেটিক পদ্ধতি দেওয়া আছে। এটা ইন্সটল করা লাগবে না। সামুর সাইটে বিল্ট ইন। শুধুমাত্র পোস্ট টাইপ করার আগে সামুর ফোনেটিক রেডিও বোতাম সিলেকশন করে রাখলেই হল।
আমি আগে বিজয় দিয়ে লেখতাম পরে ইউনিকোড জানার পর ইউনিজয় দিয়ে মুদ্রণের কাজটা সারি।
তবে ভবিষ্যতে ইউনিজয় থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা আছে।
আপনার জন্য সামুর ফোনেটিক ই ভাল হবে বা অভ্র। যদি লেখা সামু কেন্দ্রীয় হয় সামুর ফোনেটিক ব্যবহার করুন। যেহেতু ইংরেজি কি বোর্ডের টাইপ পারেন। সহজ হবে। সামু ছাড়াও অন্য কোথাও লেখালেখি করতে চাইলে অভ্র ফোনেটিক ব্যবহার করতে পারেন। সেজন্য অভ্র ইন্সটল করে নিতে হবে পিসিতে।
দায় আপনার একার নয়। এই বাংলাদেশের সরকারেরও। তারাও Microsoft এর সাথে কোন চুক্তিতে যাচ্ছে না। ভাষা গবেষণার উপর জোর দিচ্ছে না। Microsoft এর বাংলা কি বোর্ড আছে যা ভারতের মানুষ ব্যবহার করে। এটা নিয়ে আমিও পরিষ্কার নয় কেন জাতীয় কি বোর্ড সার্বজনীন নয়।
প্রকাশনীতে বিজয় ছাড়া কেন চলে না, এটাও আমি পরিষ্কার নই।
তবে আপনার মনে চাইলে অভ্র বিনামূল্যে নামাতে পারবেন ও নিজের মত ভিন্ন লে-আউট তৈরী করে নিতে পারবেন মাউস ক্লিকেই, যদি অভ্র লে আউট পছন্দ না হয়।
মোবাইলের জন্য রিদ্মিক, মায়াবী রয়েছে। এগুলোর ভিতর অভ্র পাবেন, ফোনেটিকগুলো কাছাকাছি হয় ১৯/২০ পার্থক্য আর কি।
শুভ ব্লগিং
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৬
গেঁয়ো ভূত বলেছেন: কমপ্লিট একটা নির্দেশনা পেলাম আপনার কাছ থেকে, যতটুকু বুঝলাম আপাতত অভ্রটাই মনে হয় ভাল হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন, শুভকামনা।
১১| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২৫
শাহ আজিজ বলেছেন: আমি ওয়ার্ডে টাইপ করে কপি রাখি সেভ করে এবং সামুতে পেস্ট করি । অনেক আগে সামুতে সময় নিয়ে টাইপ করার পর লেখা হাওয়া হয়ে গেল । অল্প ত্রুটি থাকলে সামুর পেজেই এডিট করি ।
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৭
গেঁয়ো ভূত বলেছেন: ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
১২| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২৭
শাহ আজিজ বলেছেন: আমার প্রশ্ন ছিল অভ্র ইন্স্টল্ করলে কি সরাসরি সামুর রাইটিং বক্সে লেখা যাবে?
হ্যা যাবে , সামুর সেটিংস ঠিক করে নিবেন ।
১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৮
গেঁয়ো ভূত বলেছেন: ঠিক আছে। ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
১৩| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০০
অপু তানভীর বলেছেন:
এই দেখুন আমার রাইটিং সেটিং । আমারটা ফোনেটিক দেওয়া । এখান এই ফোনেটিক থাকলেই হবে । আপনার আর কিছু দরকার নেই । এখন আমি যদি ''আমি'' লিখতে যাই তাহলে কিবোর্ডের Shift + a, m, i চাপলেই হয়ে যাবে । এর জন্য আপনার আলাদা কোন সফটওয়্যার লাগবে না । সামুর ফোনেটিক আর অভ্রের ভেতরে খানিকটা আলাদা । যেমন আমি অভ্রতে ''ত'' লিখতে লেগে কেবল টি চাপলে হয় অন্য দিকে সামুর ফোনেটিকে ত লিখতে লেগে আমাকে শিফট চেপে টি চাপতে হয় । উল্টোটা !
১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:০০
গেঁয়ো ভূত বলেছেন: অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
১৪| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫০
জটিল ভাই বলেছেন:
সবাইতো দেখি গুরুত্বপূর্ণ সব পরামর্শ দিয়ে দিয়েছেন। সেইক্ষেত্রে আমি একখানা বেকুবি পরামর্শ দেই। বয়সের কারণে তাল মেলানো কঠিন অনেক বিষয়ে যা অনেকের কাছেই সোজা। তাই আমার মনে হচ্ছে পরামর্শগুলো সঠিক হলেও আপনার আয়ত্ত করা সহজ হবেনা। সাথে যদি ভুল বানানের বিষয়ে অতিসচেতন হোন তবে বিষয়টা আরো কঠিন। সেজন্যে আমি মনে করি টাইপের ঝামেলা এড়িয়ে হাতে লিখে ছবি তুলেও কিন্তু যুক্ত করে দেওয়া যায় যদি বেশি কঠিন হয় টাইপ করা। কারণ বাংলা টাইপ ইংরেজির চাইতে অনেক জটিল। এর সহজ কোনো পথ নেই। সহজ পথে গেলে টাইপো তথা বানান ভুল হবেই।
১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৮
গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ জটিল বুদ্ধি দেওয়ার জন্য। এর চাইতে বড় সাইজের বেকুবি বুদ্ধি একটা এই মাত্র মাথায় ঢুকলো, এত ভেজাল দরকার নাই, সোজা নিজের ভয়েস টা রেকর্ড কইরা আপলোড কইরা দিব। তাতে একদিকে কেও কপি পেস্ট করছি এই দোষ যেমন কেও ধরতে পারবে না অন্যদিকে আপনি খালি কানে একটা হেডফোন লাগাইয়া ভয়েস টা প্লে করে দিয়ে চুপ করে শুয়ে শুয়ে শুনবেন, কষ্ট করে আর পড়া লাগবো না।
প্রিয় ভাই ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
১৫| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১০:৫৮
নিমো বলেছেন: প্রভাত ইন্সটল করুন। দ্রুত ও দক্ষতার সাথে লেখালেখি করতে চাইলে আপনাকে একটা ফিক্সড লেআউট শিখতেই হবে। প্রভাতের সুবিধা হল এটা ফিক্সড হলও, কিছুটা ফোনেটিক। যেমনঃ k লিখলে ক আবার shift চেপে ক লিখলে খ লেখা আসবে। শিখতে সময় খুবই কম লাগবে। এটার আরেকটা বড় সুবিধা হল যে লিনাক্স ডিস্ট্রোতে এটা দেয়াই থাকে আলাদা করে ইন্সটল করতে হয় না।
১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৯
গেঁয়ো ভূত বলেছেন: অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
১৬| ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৯
নিমো বলেছেন: শাহ আজিজ বলেছেন: অনেক আগে সামুতে সময় নিয়ে টাইপ করার পর লেখা হাওয়া হয়ে গেল ।
view this link
১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৫
গেঁয়ো ভূত বলেছেন: লিংক টা লোড হচ্ছে না বেশ কয়েকবার চেষ্টা করার পর। ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
১৭| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমার অফিসিয়াল কাজে বাংলা দরকার হয় না বলেই আজকে এই অবস্থা। আমরা বাঙালিরা তো জানেনই না ঠেকলে শিখিনা।
অভ্র ইন্স্টল্ করলে কি সরাসরি সামুতে লেখা যাবে ?
ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
সেটাই অফিসে বাংলা লেখা দরকার হলে এতদিনে আপনার বাংলা লেখা শিখে যেতেন। এবং স্প্রীড বেড়ে যেত।
হ্যাঁ অভ্র ইনস্টল করুণ। আর লিখতে শুরু করুন। একদম পানির মতো সহজ। তবে প্রথম এক সপ্তাহ স্প্রীড হয়তো কম হবে।
১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৬
গেঁয়ো ভূত বলেছেন: আচ্ছা ঠিক আছে।
ভাল থাকবেন, ধন্যবাদ এবং শুভকামনা।
১৮| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি তো অভ্রতে ওয়ার্ড এ লিখালিখি করি। পুরাতন অভ্রতে বিজয় ভার্সন আছে । তাতে লিখতে সুবিধা। অফিসিয়াল কাজ তো আমরা বিজয়ে করি..... সেইম অভ্রতেও
কেবল এফ১২ চাপ দেই আর লিখি।
১৭ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৪
গেঁয়ো ভূত বলেছেন: এইখানে একটা অ্যাডভান্টেজ আপনি পাচ্ছেন, আপনার কাছে বাংলা লেখা তো মনে হয় জলবৎ তরলং। অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন। ভাল থাকবেন, শুভকামনা।
১৯| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৫
এপোলো বলেছেন: যাক, আমার মত (একটুখানি হলেও) আরেকজনকে পেলাম।
লেখকের মত আমিও অনলাইনে বাংলা টাইপ করে পরে সামুতে কমেন্ট করি। আমার অফিসের ল্যাপটপে অভ্র ইনস্টল দিতে পারি না, অনুমোদন নাই। কিন্তু আমার করা প্রায় সব কমেন্টই অফিসের কাজের ফাঁকে করা। সময়ের কমেন্ট সময়ে না করলে গুরুত্ব কমে যায় কিনা, সেজন্য এই ছাড়া আর কোন উপায় নাই।
আমি ব্লগ লিখতে গেলে সাধারণত বাসার কম্পিউটারে অবসর সময়ে বসে লিখি। তখন অভ্র ব্যবহার করি। অভ্র'র ব্যবহারকারী ও শুভাকাংখী হিসেবে আমি নিজেকে "অনেক পুরনো" এবং "প্রচুর কৃতজ্ঞ" হিসেবে পরিচয় দিতে ভালবাসি। মাঝে মাঝে ভাবি, কবে যে অভ্র হালনাগাদ ভার্সন বের করবে! ছোটখাট কিছু পোকামাকড় (বাগ) মারার সময় পার হয়ে যাচ্ছে। ফোনেটিক টাইপিং এ অভ্র'র উপরে কিছু নাই।
১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০১
গেঁয়ো ভূত বলেছেন: অনেক সুন্দর কমেন্ট, আপনার এবং আমার সমস্যায় মিল আছে। যতটুকু বুঝলাম অভ্র ছাড়া উপায় নাই, অভ্রকেই ভালোবেসে তারে নিয়েই ঘর বাঁধতে হবে।
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। ভাল থাকবেন, শুভকামনা।
২০| ১৭ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪২
রানার ব্লগ বলেছেন: অভ্রটা শিখে নিন, খুব কঠিন কিছু না । একটাই সমস্যা বানান ভুল হবে বেশ কারন অটো সাজেশান । আমার সব থেক এবড় সমস্যা তাহলো একবার লেখা হয়ে গেলে আবার রি রাইট বা চেক করতে ইচ্ছা হয় না তাই ভুল গুলো থেকেই যায় ।
১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৫
গেঁয়ো ভূত বলেছেন: ওকে বস। যতটুকু বুঝলাম অভ্র ছাড়া উপায় নাই, অভ্রকেই ভালোবেসে তারে নিয়েই ঘর বাঁধতে হবে।
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। ভাল থাকবেন, শুভকামনা।
২১| ১৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৬
নীল আকাশ বলেছেন: লেখালিখির জন্য অভ্র বেস্ট অপশন।
এন্ড্রোয়েড থেকে "রিডমিক কী-বোর্ড" নামিয়ে নিয়ে লিখতে থাকুন। এটাই অভ্র।
শর্টকাট পদ্ধতি চাইলে- গুগুল জিবোর্ড ইন্সটল করুন। অডিও টু লেখায় ট্রান্সফার করুন। তারপর অভ্র দিয়ে কারেকশন করুন।
১৭ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১১
গেঁয়ো ভূত বলেছেন: পারফেক্ট ডিরেক্শন। অনেকদিন পর আপনার দেখা পেলাম। একটা কবিতা আছে আগের পোস্ট এ। দেইখেন তো কি না কি লিখছি।
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। ভাল থাকবেন, শুভকামনা।
২২| ১৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি যে কী পরিমাণ লিখি বিশ্বাসও করতে পারবেন না আলহামদুলিল্লাহ
ফেসবুকে প্রতিদিন অসংখ্য লিখা পোস্ট করি।
১৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৫৯
গেঁয়ো ভূত বলেছেন: তাই নাকি? ফেসবুকে সাধারণত কি ধরণের বিষয়বস্তু নিয়ে আপনি লিখেন?
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৮
শাহ আজিজ বলেছেন: আমি অভ্রতে টাইপ করে অভ্যস্ত । ৯৯ তে বিজয়ে টাইপ করতাম , পরে দেখলাম বিজয় কম ঝামেলার নয় তাই অভ্র ধরলাম । অভ্র ডাউন লোড করে নিন , আস্তে ধীরে অভ্যাস হয়ে যাবে ।