নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখের হাটে সুখ বেচি, শান্তি খুঁজি অশান্তির বাজারে। দাম দিয়ে কিনি যন্ত্রণা।

গেঁয়ো ভূত

ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।

গেঁয়ো ভূত › বিস্তারিত পোস্টঃ

অভাব

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৫



শুকনো মাঠে বৃষ্টির অভাব
অন্ধ জনের দৃষ্টির অভাব
কাব্য কথা সৃষ্টির অভাব
জাতির ব্যথা, কৃষ্টির অভাব
তিতা কথায় মিষ্টির অভাব।

ক্ষুধার্তের ভাতের অভাব
দন্তহীনে দাঁতের অভাব
লক্ষপতির কোটির অভাব
কোটি কোটি আছে যাহার
হাজার কোটি তাহার অভাব।

চালচুলো হীন ভিক্ষা করে
অযুত গরীব ক্ষুধায় মরে
কোটিপতি ও চুরি করে
করবেই তো যার যা স্বভাব।

আমার অভাব অন্যরকম,
খুঁজে বেড়াই কার কি অভাব?

০৪ ঠা জুলাই, ২০২২

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৩

সোনাগাজী বলেছেন:


অভাব হচ্ছে, যখন দরিদ্র মাতা তাঁর সন্তানকে খেতে দিতে পারেন না; আরেক অভাব হচ্ছে, যখন দরিদ্র পরিবার চাইলেও সন্তানদের পড়ালেখা করাতে পারেন না।

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৮

গেঁয়ো ভূত বলেছেন: কোটিপতি ও চুরি করে, এটাকে আপনি কি বলবেন?

মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৩

মিরোরডডল বলেছেন:




তাই ! অভাব খোঁজাই ভুতের স্বভাব ?
বলবে তবে অভাবহীনের কিসের অভাব ?

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৪

গেঁয়ো ভূত বলেছেন: অভাবহীনের অভাব আছে,
চাহিদা হীন, নির্মোহ ভাব,
রোবট বলে লোকে পাছে।
তখন কি আর থাকে জবাব?

আপু আমারও একটা অভাব আছে, আমার জীবনে অবসর বলে কিছু নাই!

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ তৃপ্তি পেলাম এমন ছন্দময় একটি কাব্য পড়ে। সুন্দর++

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:০০

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় ব্লগার, ভাল লেগেছে জেনে, মন্তব্য এবং প্লাস এ অনুপ্রাণীত হলাম। নিরন্তর শুভকামনা।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:০১

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন ।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৪

গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। ভাল থাকবেন।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

অভাব ছিল তোমার-আমার
অভাব ছিল সবার
বড়ো হয়ে কী হতে চাও-
শখ ছিল কী হবার?

মা আমাকে বলেছিল,
তুই কী হবি, ক বাপ?
বলেছিলাম, আমি হবো
সামহোয়্যারের নবাব :)

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩০

গেঁয়ো ভূত বলেছেন: ওয়াও
সামুর নবাব দিচ্ছে জবাব
ছন্দোবদ্ধ কবিতায়,
গেঁয়ো ভূতের কি আর অভাব?
পেলো সে তো সবি তায়।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ

২৫ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৭

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় কাজী ফাতেমা ছবি আপু,

মন্তব্য এবং প্লাস এ অনুপ্রাণীত হলাম। নিরন্তর শুভকামনা। ভালো থাকুন।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১০

ইসিয়াক বলেছেন: এতো অভাব নিয়ে তো বাঁচা মুশকিল!যার চাহিদা নাই তার অভাব নাই। তার চেয়ে যেমন চলছে চলুক এত ভেবে লাভ নেই। সেই তো মরে গিয়ে পঞ্চভূতে বিলীন হতে হবে। তার চেয়ে গান গাই আর বগল বাজাই-
"দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো। "
কবিতা দারুণ হয়েছে।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩২

গেঁয়ো ভূত বলেছেন:
চমৎকার মন্তব্য ইসিয়াক ভাই,
সত্যিই তো প্রত্যাশা যত বেশি হয় পাওয়া না পাওয়ার হিসাব ততই জটিলতর হয়। যৌক্তিক প্রত্যাশা থাকলে হতাশ হতে হয়না।

মন্তব্য এবং প্লাস এ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
অভাবের ছড়া ভালো হয়েছে

২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৬

গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। ভাল থাকবেন।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
মূলত অভাব আসে চাহিদা থেকে। অর্থনীতির সুত্র অনুযায়ী মানুষের চাহিদার শেষ নেই। অর্থ্যাত মানুষ অভাবী।

২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩

গেঁয়ো ভূত বলেছেন: মন্তব্য ও ভালোলাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

অর্থনীতির সূত্র অনুযায়ী অভাব ও চাহিদা দুটি ভিন্ন বিষয়। সাধারণত অর্থ চাহিদা বলতে আমরা কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্খা কে বুঝে থাকি, কিন্তু অর্থনীতির সূত্র অনুযায়ী চাহিদা বলতে আমরা শুধুমাত্র ইচ্ছা বা আকাঙ্খাকেই বুঝিনা, ওই ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণের জন্য ক্রয় ক্ষমতাও থাকা চাই, তবেই তাকে চাহিদা বলা যাবে।

অপরদিকে, সাধারণ অর্থে অভাব বলতে আর্থিক অনটনকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে অভাব শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে কোন কিছু পাওয়া বা কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্খাকে অভাব বলে। অভাব হচ্ছে অসীম, একটা পেলে আরো পেতে ইচ্ছা করে।

নিরন্তর শুভকামনা। ভালো থাকুন।

১০| ০৫ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

মিরোরডডল বলেছেন:



আপু আমারও একটা অভাব আছে, আমার জীবনে অবসর বলে কিছু নাই!

এটা কোন কথা!!!
অবসর নেই কারণ অবসর নেয়না।
সময় করে অবসর বের করে নিতে হবে।

বছরে একবার বা দুবার অল্প কিছুদিন হলেও সময় বের করে সবকিছু থেকে বিরতি নিয়ে শুধুই নিজেকে সময় দিবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে কিছুটা সময় শেয়ার করবে। একদম রিল্যাক্স! এতে করে যে পজিটিভ এনার্জি আসবে, সেটা সেই অবসরের কাজ মেকাপ করে দিবে। বিজনেস অথবা সার্ভিস যাই করা হোক না কেনো পরবর্তীতে কাজের প্রোডাক্টিভিটি বাড়বে।

জীবনে ব্যস্ততা থাকবেই, এরমাঝেই পার্সোনাল লাইফ আর ওয়ার্ক লাইফে ব্যালান্স করেই আমাদের চলতে হয়।
সামনে অবসর কেমন কাটালো জানাবে :)

০৫ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:১০

গেঁয়ো ভূত বলেছেন: বছরে একবার বা দুবার অল্প কিছুদিন হলেও সময় বের করে সবকিছু থেকে বিরতি নিয়ে শুধুই নিজেকে সময় দিবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে কিছুটা সময় শেয়ার করবে। একদম রিল্যাক্স! এতে করে যে পজিটিভ এনার্জি আসবে, সেটা সেই অবসরের কাজ মেকাপ করে দিবে। বিজনেস অথবা সার্ভিস যাই করা হোক না কেনো পরবর্তীতে কাজের প্রোডাক্টিভিটি বাড়বে।

জীবনে ব্যস্ততা থাকবেই, এরমাঝেই পার্সোনাল লাইফ আর ওয়ার্ক লাইফে ব্যালান্স করেই আমাদের চলতে হয়।



অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। ব্যাক্তিগত জীবনে খুবই কাজের একটা পরমর্শ, একেবারে লেমিনেটিং করে ফ্রেমে বাধাই করে রাখার মতো কথা।

শুভকামনা।
ভাল থেকো আপু।

১১| ১৪ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:২২

খায়রুল আহসান বলেছেন: কবিতা ও মন্তব্য/প্রতিমন্তব্যগুলো ভালো হয়েছে। সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এবং মিরোরডডল এর মন্তব্যগুলো (৫,১০) ভালো লেগেছে।
অভাব সকল জীবনের নিত্যসঙ্গ, কোন না কোনও ভাবে।

২১ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৮

গেঁয়ো ভূত বলেছেন: পুরোনো লেখা পাঠান্তে মূল্যবান মন্ত্যব্যটি রেখে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা।

ভাল থাকবেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.