নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখের হাটে সুখ বেচি, শান্তি খুঁজি অশান্তির বাজারে। দাম দিয়ে কিনি যন্ত্রণা।

গেঁয়ো ভূত

ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।

গেঁয়ো ভূত › বিস্তারিত পোস্টঃ

কুঁড়িয়ে পাওয়া: মানুষের মধ্যে যে ভালো দাম তার একটু কম! জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি।

২৮ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯

আমি খুব অবাক হলাম! অন্ধকারাচ্ছন্ন সন্ধেবেলায় রাস্তার ধারে দেয়াল ঘেসে একজন বয়স্ক স্বাস্থবান সাদা দাড়ি-গোফ ওয়ালা লোক পুরোনো বই বিক্রি করছিলেন। আমি পাশ দিয়ে হেটে যেতে যেতে শুনলাম কথাটি। তিনি একজন ক্রেতাকে বুঝাচ্ছিলেন "মানুষের মধ্যে যে ভালো দাম তার একটু কম! জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি।" আসলেই কি কথাটা ঠিক? আমাদের সমাজে কি আসলেই ভালো মানুষের দাম নাই?

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:


এটা পোষ্ট হয়নি; আমাদের সমাজে ভালো মানুষ আছে কিনা; থাকলে, সমাজে তাঁদের অবস্হান কি রকম, তাঁরা খারাপদের মাঝে কিভাবে টিকে আছেন, সমাজে ভালো ও খারাপদর প্রভাব সম্পর্কে আপনার লেখার দরকার ছিলো। কোন এক পুরাতন বই বিক্রেতার একটা বাক্যকে ঝুলায়ে দিয়ে, সাড়ে ৩ লাইন লাইন লিখে, ১টা প্রশ্ন রাখাটা কিছুই বলছে না।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৭

গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার বিশ্লেষণ! পোস্ট এর চাইতে আপনার মন্তব্যের ওজন বেশি মেনে নিলাম।

৩১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৯

গেঁয়ো ভূত বলেছেন: আমাদের সমাজে ভালো মানুষ আছে কিনা; থাকলে, সমাজে তাঁদের অবস্হান কি রকম, তাঁরা খারাপদের মাঝে কিভাবে টিকে আছেন, সমাজে ভালো ও খারাপদর প্রভাব সম্পর্কে আপনার লেখার দরকার ছিলো।
এই কথাগুলোকে আমি গঠনমূলক মনে করি। কিন্তু এর আগে ও পরে যে বাক্য দুটি লিখেছেন এই ধরণের কথা-বার্তার জন্য অনেকে আপনার উপর বেশ বিরক্ত। কোন ব্লগার কি বিষয়ে লিখবে এবং কতটুকু লিখবে এটা তার ব্যক্তিগত ব্যপার। ব্লগ এর মডারেটর যদি চান তাহলে এই বিষয়ে গাইডলাইন দিতে পারেন। এটা পোষ্ট হয়েছে কিনা সেটা এই পোস্ট এর প্রশ্ন ছিলনা। আমি যতদূর জানি আপনি এই ব্লগ এ সেটা বিচার করার জন্য নিযুক্ত কেউ নন।

আমার ইচ্ছে ছিল পোস্ট এর শিরোনাম টা শুধু ব্লগ এ পোস্ট করার। তবুও শুধুমাত্র পাঠকদের আকৃষ্ট করার জন্যই শুরুতে তিনটি মাত্র বাক্য জুড়ে দিয়েছিলাম সচেতনভাবেই। আর আপনি আপনার স্বভাব সুলভ মন্তব্য নিয়ে, আপন বৈশিষ্ট নিয়ে স্বমহিমায় এসে হাজির হলেন।

আমি ইচ্ছে করেই আগের প্রতিমন্তব্যে একটা উইন উইন গেইম খেলেছি, যাতে আপনি উল্টা-পাল্টা কথা বলে আমার পোস্ট এর উদ্দেশ্য টা নষ্ট করে দেয়ার সুযোগ না পান । এই জন্যই শুধু "পোস্ট এর চাইতে আপনার মন্তব্যের ওজন বেশি মেনে নিলাম" কথাটা লিখে আপনাকে থামিয়ে দিয়েছিলাম।

হ্যা, আপনার যদি ইচ্ছে হয়, ব্লগিং কি? ব্লগিং কেমন হওয়া উচিত? ব্লগিং এর কমেন্ট কেমন হওয়া উচিত? এসব নিয়ে বিস্তারিত একটা পোস্ট দিতে পারেন।

নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: হে হে হে উনি একদম খাঁটি কথাই বলেছেন। তাহলে মানুষের সঙ্গে বস্তুর সম্পর্ক ব্যস্তানুপাতিক।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩২

গেঁয়ো ভূত বলেছেন: মন্তব্য এবং প্লাস এ কৃতজ্ঞতা প্রিয় ব্লগার। আমি কিন্তু লোকটির বক্তব্যের সাথে মোটেও একমত নই। তিনি হয়তো কোনো বাজে অভিজ্ঞতার স্বীকার হয়ে এমন স্বিদ্ধান্তে এসেছেন। কিন্তু আমার কথা হলো:

"মানুষ আপন টাকা পর,
যত পারিস মানুষ ধর। "

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪২

ফারহানা শারমিন বলেছেন: বই বিক্রেতার সাথে সহমত।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৪

গেঁয়ো ভূত বলেছেন: আপু আপনি কি তবে ভালো মানুষদের গুরুত্ব অস্বীকার করবেন??

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৩

মিরোরডডল বলেছেন:




কথা একদমই ঠিক না ।
ভদ্রলোক ক্রেতার কাছে বইটা বিক্রি করার জন্য যা কিছু বলবে ওটা কাস্টমারকে কনভিন্সড করতে বলা ।
মোস্ট অভ দ্যা টাইম তাই হয়ে থাকে, প্রোডাক্ট সেল করতে অনেক ব্যতিক্রমী কথা বলতে হয় ।



২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৬

গেঁয়ো ভূত বলেছেন: একদম খাঁটি কথা ডল আপুমনি। উদ্দেশ্য একটাই চমৎকার কথার জাদুতে ঘায়েল করে পণ্য বিক্রয়।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৩

শেরজা তপন বলেছেন: যে য্যামনে বোঝে সে ত্যামনে বলে।
এর পক্ষে অনেক উদাহরণ পাবেন- উলটো উদাহরণও বিস্তর বিদ্যমান।

২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৫

গেঁয়ো ভূত বলেছেন: তপন ভাই যে কোনো বিষয়েই পক্ষে-বিপক্ষে মন্তব্য দেয়াই যায়, ভাই অনেক মানুষ অনেক রকমের খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতেই পারে, কিন্তু যে মানুষ তার কাছে কি প্রকৃত মানুষের মূল্য কি কখন টাকার চেয়ে কম হওয়া সম্ভব?

৬| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৬

জুল ভার্ন বলেছেন: মানুষের মূল্য কত?
প্রশ্নটি ব্যঙ্গার্থে হলেও, বৈজ্ঞানিকের চোখে এ প্রশ্নটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে- সেই প্রসঙ্গে না যাই।

মাথাপিছু আয় বাড়ে, দ্রব্যমূল্য বাড়ে, মূদ্রাস্ফীতি বাড়ে। কিন্তু এই দেশে মানুষের দামই শুধু কমে। এখানেও বাজারের সেই নিয়মই খাটে। সরবরাহ বাড়লে দাম কম থাকে। বাংলাদেশে যেহেতু মানুষের সরবরাহ বেশি, তাই মানুষের জীবনের দাম কম। কখনো লঞ্চ ডুবে, কখনো আগুন লেগে মানুষ মারা যায়। এখনতো আকছার গুলি খেয়ে, গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে। সর্বপরি বাংলাদেশের সড়ক তো যেন মৃত্যুফাঁদ। শেষ করছি-
শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার দুটি লাইন লিখেঃ-
"পথের হদিস পথই জানে, মনের কথা মত্ত
মানুষ বড় শস্তা, কেটে, ছড়িয়ে দিলে পারত!"

২৯ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৫

গেঁয়ো ভূত বলেছেন: বড় ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনি মূল্যবান মন্তব্যে আমাদের বর্তমান সমাজচিত্রের যে ছবি একে দিয়েছেন তা প্রায় সর্বাংশেই সঠিক।

কিন্তু "মানুষের মধ্যে যে ভালো দাম তার একটু কম!" বাক্যটির সাথে আপনি নিশ্চই একমত হবেন না। ধরুন আপনি যদি কারো সাথে আত্নীয়তার সম্পর্ক গড়তে যান, তাহলে তা মানুষের মধ্যে যে ভালো তাকেই আপনি নির্বাচন করবেন। অথবা আপনি যদি আপনার প্রতিষ্ঠানে কাউকে নিয়োগ দেন, তাহলে আপনি কাকে নির্বাচন করবেন ? নিশ্চয়ই মানুষের মধ্যে যে ভালো তাকেই। অথবা যদি ব্যবসা করেন, তাহলে কার সাথে আপনি ব্যবসা করবেন? নিশ্চয়ই মানুষের মধ্যে যে ভালো তার সাথেই। অথবা আপনি যদি চাকুরী খোঁজেন, তাহলে কার প্রতিষ্ঠানে আপনি চাকুরী করতে চাইবেন? নিশ্চয়ই মানুষের মধ্যে যে ভালো তার প্রতিষ্ঠানেই।

তাহলে মানুষের মধ্যে যে ভালো দাম তার একটু কম কিভাবে??

৭| ২৮ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩১

নেওয়াজ আলি বলেছেন: কথা সত্য। তবে আরো উদাহরণ দিয়ে সম্প্রসারণ করে লিখলে আকর্ষণীয় লেখা হত

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০০

গেঁয়ো ভূত বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আরো উদাহরণ দিয়ে সম্প্রসারণ করে লিখলে আকর্ষণীয় লেখা হত।

কমেন্টস গুলো পড়লে আশা করি আপনার তৃষ্ণা মিটলেও মিটতে পারে।

নিরন্তর শুভকামনা।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেক ক্ষেত্রেই কথাটি সঠিক।

২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০০

গেঁয়ো ভূত বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২৩

নীল আকাশ বলেছেন: সমাজ যখন নষ্ট হয়ে যায় গলে পচে শেষ হয়ে যায়, তখন সেই সমাজে ভালো মানুষের কোন দাম থাকে না।
মানুষের ভালো গুণগুলোর কোন দাম থাকে না। বর্তমানে আমাদের দেশে সমাজের অবস্থা ঠিক এই অবস্থায় এসে দাঁড়িয়েছে।
আমার কাছে মনে হয়েছে, বই বিক্রেতা যদিও বিজ্ঞাপনের মতো করে বলেছে, তবু কথাটা সঠিক বলেছে।

কেউ তিন লাইনে পোস্ট দিক বা কেউ তিন পাতার পোস্ট দিক। এটা তাদের ব্যক্তিগত অভিরুচি।
ন্যূনতম শব্দ সংখ্যা এতগুলো বাক্য গঠন করতে হবে, এরকম কোনো ব্লগ রুলস নেই।
শুভ কামনা।

২৯ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০৯

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় ব্লগার,

চমৎকার বিষয় উঠে এসেছে আপনার বিশ্লেষণপূর্ণ মন্তব্যে। মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সমাজ যখন নষ্ট হয়ে যায় গলে পচে শেষ হয়ে যায়, তখন সেই সমাজে ভালো মানুষের কোন দাম থাকে না।
দেখুন সর্বকালে-সর্বযুগেই আমরা মানুষেরা বলে আসছি সমাজ নষ্ট হয়ে গেছে। আমাদের অতীত আশ্রয়ী মন আমাদের বলতে শেখায় "আগে কি সুন্দর দিন কাটাইতাম"। আসল কথা হলো সবকালে-সবযুগেই ভালো-মন্দ মিলেই সমাজটা ছিল এবং ভবিষ্যতেও ভালো-মন্দের মিশেলেই থাকবে এই সমাজ। এবং সব সময়ই আমরা কেউ কেউ বলতে থাকবো সমাজে ভালো মানুষের দাম নাই। কিন্তু, আপনি যদি কারো সাথে আত্নীয়তার সম্পর্ক গড়তে যান, তাহলে তা মানুষের মধ্যে যে ভালো তাকেই আপনি নির্বাচন করবেন। অথবা আপনি যদি আপনার প্রতিষ্ঠানে কাউকে নিয়োগ দেন, তাহলে আপনি কাকে নির্বাচন করবেন ? নিশ্চয়ই মানুষের মধ্যে যে ভালো তাকেই। অথবা যদি ব্যবসা করেন, তাহলে কার সাথে আপনি ব্যবসা করবেন? নিশ্চয়ই মানুষের মধ্যে যে ভালো তার সাথেই। অথবা আপনি যদি চাকুরী খোঁজেন, তাহলে কার প্রতিষ্ঠানে আপনি চাকুরী করতে চাইবেন? নিশ্চয়ই মানুষের মধ্যে যে ভালো তার প্রতিষ্ঠানেই।

সুতরাং "মানুষের মধ্যে যে ভালো দাম তার একটু কম!" এমন একটা নেতিবাচক বক্তব্য কে আমাদের কি সমর্থন করা উচিত হবে ? এটা কিন্তু অবশ্যই ভেবে অবকাশ রয়েছে।

কেউ তিন লাইনে পোস্ট দিক বা কেউ তিন পাতার পোস্ট দিক। এটা তাদের ব্যক্তিগত অভিরুচি।
ন্যূনতম শব্দ সংখ্যা এতগুলো বাক্য গঠন করতে হবে, এরকম কোনো ব্লগ রুলস নেই।


কিছু কিছু লোক সব সময়ই মনে করেন দুনিয়ার সব কিছুই তার মনের মত হতে হবে। কিন্তু বাস্তবে এটা কি সম্ভব?? তারা হয়তো ভেবে বসে থাকেন আমি যেটা করি সেটা সব সময় সর্বাংশে সঠিক আর তামাম দুনিয়ার সবাই ধৈঞ্চা গাছ। অন্যদের প্রতি রেস্টপেক্ট এর অভাব থাকলে তার বহিঃপ্রকাশ কেমন হতে পারে তার প্রমান যেমন এই সামু ব্লগেও পাওয়া যায় তেমনি সমাজের অন্নান্য ক্ষেত্রেও দেখা যায়।

আসলে আমি এই পোস্ট এ কোনো কিছু যোগ করি নাই আবার কোনো রকম উপসংহারেও আসি নাই। শুধু পথে কুড়িয়ে পাওয়া কোনো কিছুর মতোই শিরোনাম টা তুলে ধরেছিলাম ব্লগারদের সাথে আলোচনার জন্য।

নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন।

১০| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৬

মনিরা সুলতানা বলেছেন: নাহ কথাটা অভিমান থেকে বলতে পারে,
সমাজ টিকে ই আছে মানুষদের ভালোত্বে।

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪১

গেঁয়ো ভূত বলেছেন: মনিরা সুলতানা আপামনি,
হা ঠিকই বলেছেন আপনি। অভিমান থেকে এমন কথা বলার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাবে না। আপনি কবি মানুষ বলেই এভাবে আউট অব বক্স চিন্তা করতে পারেন যা আগে কারো আসেনি। এজন্যই তো কেউ কেউ কবি, সবাই কবি নয়।

নিরন্তর শুভকামনা আপু।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০০

অক্পটে বলেছেন: লেখাটা ছোট হলেও এর গুরুত্ব অনেক। তবে উক্তিটি এই সমাজের প্রেক্ষাপটে একেবারে অসত্য নয়। মানুষ হয়ে মানুষের কাছে ঠকতে ঠকতে এমন ভাবনায় পেয়ে বসতে পারে। লোকটি বই বিক্রি করছে কোটি টাকার বিজনেসতো নয়। এখানে অনেক বেশি চালাকীরও দরকানেই।

ভালো পোষ্ট।

৩০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩২

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় ব্লগার,
গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

উক্তিটি এই সমাজের প্রেক্ষাপটে একেবারে অসত্য নয়। মানুষ হয়ে মানুষের কাছে ঠকতে ঠকতে এমন ভাবনায় পেয়ে বসতে পারে। লোকটি বই বিক্রি করছে কোটি টাকার বিজনেসতো নয়। এখানে অনেক বেশি চালাকীরও দরকানেই।

আপনার মন্তব্যে আমাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে গভীর উপলব্ধি এবং সমাজের মানুষের প্রতি আপনার ভালোবাসার চিত্রই ফুটে উঠেছে।

নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০

আহমেদ জী এস বলেছেন: গেঁয়ো ভূত,





বই বিক্রেতা ভদ্রলোক হয়তো নিছক মার্কেটিং প্লানের কারনেই অমনটা বলেছেন। কিন্তু তলিয়ে দেখলে খুব অসত্য কিছু বলেন নি।
আমাদের সমাজে বা দেশে ভালো মানুষের দাম থাকলে চোর - বাটপার - ধান্দাবাজেরা কি করে বারে বারেই আইন প্রনেতা হয় ?

৩০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৬

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় গুণীজন আহমেদ জী এস ভাই,
গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের সমাজে বা দেশে ভালো মানুষের দাম থাকলে চোর - বাটপার - ধান্দাবাজেরা কি করে বারে বারেই আইন প্রনেতা হয় ?
আপনি মূল্যবান মন্তব্যে আমাদের বর্তমান সমাজ চিত্রের যে দিকটির প্রতি ইঙ্গিত করেছেন তা অস্বীকার করা খুবই কঠিন। দেখুন কোথাও যদি লোকেরা খাঁটি সোনার দামে নকল এমিটিশনের কেনাবেচা করতে থাকে তাহলে কি বলা যাবে খাঁটি সোনার দাম নাই? আমি কিন্তু বরাবর খাঁটি সোনাই কিনতে চাইবো। সেক্ষেত্রে আপনি আপনি হলে কি করতেন? যদিও আমি এটা ভালো করেই জানি আপনি একজন খাঁটি জহুরি।

নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: বই বিক্রেতা আবেগ থেকে বলেছেন। কিন্তু বাস্তব বড় কঠিন।

৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৬

গেঁয়ো ভূত বলেছেন: বই বিক্রেতা আবেগ থেকে বলেছেন।
আসলে সেখানে আবেগের কোনো বিষয় ছিল না, ক্রেতা হয়তো জানতে চেয়েছেন, বইটির দাম এত বেশি কেন? সেটার যৌক্তিকতা বোঝাতেই তিনি হয়তো কথাটি বলেছেন। অর্থাৎ বেশি দামে বই বেচার চেষ্টা করেছেন।

কিন্তু বাস্তব বড় কঠিন।

এটা আমরা সবাই বলে থাকি, আসলে বাস্তবতা কঠিনও আবার সহজও না, এক এক জনের কাছে বাস্তবতা একেক রকম। দেখুন যে ছেলেটি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে আর যে ছেলেটি ১০ বছর বয়সেই গাড়িতে কিংবা গ্যারেজে শিশু শ্রমিক হিসেবে কাজ করছে তাদের দুজনের বাস্তবতা কি এক ? কখনোই না।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪২

কবিতা ক্থ্য বলেছেন: ভালো মানুষেরা হয়তো তার দাম নিয়ে বিচলিত না।

৩১ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৪

গেঁয়ো ভূত বলেছেন: ভালো মানুষেরা তাদের দাম নিয়ে বিচলিত নয়।
এটাই হচ্ছে আসল কথা আপু। আমার কাছে ভালো মানুষ খাঁটি সোনার চেয়েও দামি।

নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন।

১৫| ২০ শে মার্চ, ২০২৪ দুপুর ১:০১

খায়রুল আহসান বলেছেন: বই বিক্রেতার সাথে একমত নই।
আমি এখনও মনে করি, এ দেশে মন্দ মানুষের চেয়ে ভালো মানুষের সংখ্যাই অধিক। আর ভালো মানুষের মূল্য আছে বলেই মানুষ ভালো হতে/থাকতে চায়।

২২ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:৩১

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় ব্লগার, অসংখ্য ধন্যবাদ পুরোনো পোস্টে এসে মূল্যবান মন্তব্যটি রেখে যাবার জন্য।

নিরন্তর শুভকামনা। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.