নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুঃখের হাটে সুখ বেচি, শান্তি খুঁজি অশান্তির বাজারে। দাম দিয়ে কিনি যন্ত্রণা।

গেঁয়ো ভূত

ব্লগে নিজেকে একজন পাঠক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যা সঠিক মনে করি, অন্যায়ের বিরুদ্ধে, অবশ্যই দেশ ও দেশের মানুষের পক্ষে লিখতে চেষ্টা করি।

গেঁয়ো ভূত › বিস্তারিত পোস্টঃ

আমার শৈশব - ৩ (আপাততঃ সমাপ্ত)

০৬ ই জুন, ২০২৩ সকাল ১১:১২



তখন ফাল্গুন কি চৈত্র মাস তা সঠিক মনে নেই। ওই সময়ে আমি ঠিক কোন ক্লাসে পড়তাম তাও মনে নেই, তবে আন্দাজ করি আমার বয়স তখন ৬-৮ বছরের মধ্যে হয়ে থাকতে পারে। দিনটি ছিল রৌদ্র করোজ্জ্বল। শরিক বাড়ির আমার চেয়ে বয়সে বড় ৬-৭ জন চাচাতো ভাই বোনের সাথে খাখা রোদ্দুর মাথায় নিয়ে রওয়ানা দিলাম। ফাঁকা মাঠের উপর দিয়ে আমরা এগিয়ে চললাম। মাঠের বড় বড় শক্ত মাটির ঢেলা পায়ে মাড়িয়ে চলতে কষ্ট হলেও তার চেয়ে বেশি আনন্দ আর উচ্ছাসে আমরা ছিলাম উল্লসিত। কারন, পাড়াতো ফুপার বাড়ি যাচ্ছি বরই খেতে। কিন্তু হায়! গিয়ে দেখি বরইয়ের মৌসুম শেষ, গাছে পাতার আড়ালে ভুলে হয়তোবা দু একটা বরই আছে কি নাই। যাই হোক আমাদের অবস্থা দেখে বাড়ির গৃহিনী টিনের ঘরের চালে মাছ ধরার জালে করে শুকোতে দেওয়া শুকনো পাকা বরই নামিয়ে খেতে দিলেন। আমরাও ওগুলোই চিবাতে আরম্ভ করলাম। নাস্তা পানিও খেতে দেওয়া হল।

কিছুক্ষন যেতে না যেতেই আমার আর সেখানে মন টিকল না। আমি ছোট মানুষ বাড়ি ফেরার ইচ্ছা পোষন করলাম। কিন্ত কেউ তাতে কর্ণপাত না করে যার যার মতো বিভিন্ন রকম খেলাধুলায় মত্ত হয়ে গেল। উপায়ন্তর না দেখে আমি একাই বাড়ি ফেরার স্বিদ্ধান্ত নিলাম। বাড়িটার পশ্চিম দিকে কয়েকটি হিন্দু বাড়ি, পূর্ব ও দক্ষিণ দিকে খোলা মাঠ আর পিছন দিকে অর্থাৎ উত্তর দিকে কচুরিপানা ও বিভিন্ন জলজ উদ্ভিদে পূর্ন পরিত্যক্ত একটা পুকুর এবং তার উত্তরে খোলা মাঠ। পুকুরের দক্ষিণ পাশে অর্থাৎ বাড়ির পেছনে কিছুটা জঙ্গল। পিপুল, ঢেঁকিশাক, আরো নাম না জানা ছোট ছোট গাছ আগাছায় ছেয়ে আছে ওপাশটায়। প্রায় অর্ধেক পানি শুকিয়ে এসেছে তাই পুকুরের পার দিয়ে বড় ছোট কচুরিপানার কিছু মাটিতে শিকড় গেড়ে যারা পারছে জীবিত আছে আর বাকি গুলো মরে শুকিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছিল। বাড়িটার উত্তর পূর্ব দিকের কাছাড় বেয়ে নেমে এসে যেই আমি বাড়ির পথ ধরবো ঠিক তখনই আমার চোখ পড়লো ওর উপর। তারপর আমি যা দেখলাম তাতে ভয়ে আমার সমস্ত শরীরের রক্ত যেন এক নিমিষেই হিম হয়ে জমে গেল। আরাম কেদারায় মানুষ যেমন হেলান দিয়ে বসে ঠিক তেমনিভাবে গ্রীষ্মের দুপুরে পুকুরের ঢালে হেলান দিয়ে ছোট বড় আগাছার উপর আরাম করে ও ঠায় বসে আছে, ওর শরীরের উপরের দুই তৃতীয়াংশ দিনের আলোয় আমি স্পষ্ট দেখতে পেলাম। সমস্ত বুক ও শরীরে বড় বড় লোমে আবৃত, ওরকম ঘন ও বড় বড় লোম কোনো মানুষের শরীরে থাকেনা, তখন ভুত প্রেতের কোন ধারনাও খুব সম্ভবত আমার ছিলোনা, কিন্তু আমি ওকে দেখে যার পর নাই ভয় পেয়ে দুচোখ বন্ধ করে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিলাম, আমার চিৎকার শোনে বাড়ির সমস্ত লোকজন দৌড়ে আমার কাছে এল, আমি তখন ভয়ে দুচোখ বন্ধ করে কাঁপছিলাম আর কান্না করছিলাম, সবাই আমার কাছে কারন জানতে চাইলে আমি জঙ্গলের দিকে দেখিয়ে বললাম ওখানে একটা ভয়ঙ্কর মানুষ বসে আছে, সবাই লাঠি সোটা নিয়ে জঙ্গলের মধ্যে খোজাখোজি করেও কোনো কিছুর সন্ধান না পেয়ে পশ্চিম দিকে হিন্দু বাড়ির দিকে এবং চারিদিকে সংক্ষিপ্ত সময়ে যতদূর একজন লোকের পক্ষে পালিয়ে যাওয়া সম্ভব হয়ে ততদূর পর্যন্ত খোঁজে কোনোকিছুরই সন্ধান পেল না।

প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছে সেটা সবাই বোঝার জন্য বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছিল, সবশেষে বাড়ির কর্তা আমাকে প্রশ্ন করলেন পাশেই বেঁধে রাখা সাদা বাছুরটা দেখে আমি ভয় পেয়েছি কিনা? আমি তখনও ভয়ে কাঁপছিলাম, কাঁদতে কাঁদতে না সূচক জবাব দিলাম, কিন্তু গৃহকর্তা সবাইকে বলতে লাগলেন যে আমি নাকি বাছুর দেখে ভয় পেয়েছি। গৃহকর্তা বিভিন্ন রকম তন্ত্র-মন্ত্র জানতেন, বড় হবার পর আমার ধারনা হয় যে ঐদিনের ঘটনাটার প্রকৃত বিষয়টা তিনি নিশ্চই জানতেন কিন্তু বিষয়টাকে কোন কারনে আড়াল করতে চেয়েছিলেন।

যাই হোক ব্যাপারটা আমার নিজের জীবনের ঘটনা, কারোর থেকে শোনা গল্প নয়। মনে হয় হ্যালোসিনেশনও নয়। আশা করবো অভিজ্ঞ ব্লগারদের কাছ থেকে এটার একটা যৌক্তিক ব্যাখ্যা মিলবে।

এবার অন্য গল্প। প্রাইমারিতে আমার পড়ার সাথী ও খেলার সাথীরা ছিল আলাদা। যাদের সাথে তখন খেলতাম তারা কেউ স্কুলে পড়তোনা। কিছুটা টোকাই শ্রেণীর বলা যায়। ওরাই ছিল আমার ওস্তাদ। স্কুল থেকে ফিরে এসে ওদের সাথে সারাদিন ঝোপে-জঙ্গলে ঘুরে বেড়াতাম। কোথায় পাখির বাসা বেঁধেছে এগুলো সারাদিন খোঁজে বেড়াতাম। জঙ্গল থেকে বিভিন্ন রকম গাছ-গাছড়ার চারা এনে বাড়িতে লাগাতাম। বিষয়টি আমার মা পছন্দ করতেন না। আমার মা আমাকে নিয়ে বেশ চিন্তিত ছিলেন এজন্য কখনো তিনি বলতেন "সঙ্গ দোষে লোহা ভাসে" আবার কখনো বা বলতেন "শেওড়ার সাথে থাকলে শেওড়া হয় আর চন্দনের সাথে থাকলে চন্দন হয়"।

আমার সবচাইতে পছন্দের বিষয় ছিল স্কুল কামাই দেওয়া। স্কুল জীবনে খুব সম্ভবত এমন কোন সপ্তাহই পাওয়া যাবেনা যেখানে পুরো ছয়দিন ক্লাসে উপস্থিত হয়েছি। ক্লাস ফাঁকি দেওয়া এবং স্কুল কামাই দেওয়া নিয়ে আমার অনেক মজার গল্প রয়েছে সময় পেলে অন্য কোন একদিন বলা যাবে। আজকে শুধু একদিনের গল্প আপনাদের সাথে শেয়ার করছি।

শুধু আমিই একা না, আমার মতো আরো অনেকেই ছিল যারা স্কুল কামাই দিতে পছন্দ করতো। আর ওদিকে বাসেদ স্যার যারা স্কুলে না আসতো তাদেরকে বাড়ি থেকে ধরে আনার জন্যকয়েকজন শক্তিশালী ছাত্রকে পাঠিয়ে দিত । তো এমনি একদিন পড়লো আমার ধরা খাওয়ার পালা। খালাতো বোন জামাই বেড়াতে এসেছেন আমাদের বাড়িতে, চিন্তা করলাম উনার সাথে যদি বাজারে যেতে পারি তবে তো স্কুলে যেতে হবে না। কিন্তু বাজারে থেকে ফিরে এসে দেখি তখন স্কুলে যাবার সময় রয়ে গিয়েছে। আমার মা তখন আমাকে স্কুলে যাবার জন্য প্রচন্ড চাপ দিতে থাকলেন। আমি উপায়ন্তর না দেখে গেলাম দুলাভাইয়ের কাছে। দুলাভাইয়ের সুপারিশে মা কোনোমতে স্কুলে যাওয়া থেকে সেদিনের মতো রেহাই দিলেন। কিন্তু কপাল খারাপ হলে যা হয় সেদিন তাই হলো। মা রান্না ঘরে লাকড়ির চুলায় রান্না করছিলেন আমি চুলার উল্টো পাশে বসে খেলছিলাম। এমন সময় বাসেদ স্যারের স্কুলে ফাঁকিবাজ ধরার এলিট ফোর্স আমাকে ধরে নিতে আমাদের বাড়িতে এসে হাজির। আমার অবস্থা খুব বেগতিক দেখে দুলাভাই তাদেরকে অনেক অনুরোধ উপরোধ করলেন কিন্তু তাতে কোন কাজ হলো না। ওঁরা আমাকে নির্দয়ভাবে চেংদোলা করে স্কুলে ধরে নিয়ে গেল। শুধু যদি ধরে নিয়ে যেত তাহলেও কোন দুঃখ থাকতো না। ওঁরা স্যারের কাছে গিয়ে আমার নামে ডাহা মিথ্যা অপবাদ রটিয়ে দিল যে আমি নাকি স্কুল কামাই দিয়ে ভাত রান্না করছিলাম। স্যার আমাকে বেত দিয়ে কষে একটা করে বারি দিচ্ছিলেন আর বলছিলেন "ভাত রাঁধুনি ভাত রান্দ্বে ভাত রাঁধুনি ভাত রান্দ্বে"

দুষ্ট ছেলে পেলেদের সাথে মিশে কত শত দুষ্টমির অভিজ্ঞতা হয়েছে তার বেশিরভাগই এখানে উল্লেখ করা হয় নাই। স্কুল পালানো, দলবেঁধে মাছ ধরতে যাওয়া, কারো শুন্য বাড়ির আম গাছের কাঁচা আম পেরে খাওয়া আরও কত কি। বিশ্বাস করুন এমনি অসংখ্য ত্যাদর পোলাপানের সাথে মিশেও আমি কেন যে ওদের মত না হয়ে আলহামদুলিল্আলাহ আমার মতনই রয়ে গেলাম এটা আমার কাছে বিরাট এক বিস্ময়! প্রসঙ্গান্তরে উল্লেখ্য কলেজ ভার্সিটি লেবেলে কিছু ভয়ংকর ছেলেপেলের সাথে পরিচয় হয়ে গিয়ছিল তারপরও আমি ওদের মত না হয়ে কিভাবে যে সত্যি সত্যিই আমার মতই আছি! হয়তোবা আমার মা-বাবার দোয়া আমাকে রক্ষা করেছে।

আগের পর্বের লিংক:
আমার শৈশব - ১
আমার শৈশব - ২

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: ছোটবেলা আপনি অনেক দুষ্ট ছিলেন। আমি নিশ্চিত।
আমি কিন্তু ছোটবেলা দুষ্ট ছিলাম না।

০৬ ই জুন, ২০২৩ দুপুর ২:৪৯

গেঁয়ো ভূত বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ছোটবেলা আপনি অনেক দুষ্ট ছিলেন। আমি নিশ্চিত।
=p~ একটু বোকাসোকা ছিলাম, খুব বেশি দুষ্ট ছিলাম না। তবে খেলার সাথী অর্থাৎ বন্ধু-বান্ধব গুলা ছিল একেকটা চীজ।

২| ০৬ ই জুন, ২০২৩ দুপুর ১:৪০

জটিল ভাই বলেছেন:
যাক্! আপাতত মুক্তি মিলিলো =p~

০৬ ই জুন, ২০২৩ দুপুর ২:৫০

গেঁয়ো ভূত বলেছেন: =p~ হ্যা আমিও মুক্তি পাইলাম আপাততঃ।

৩| ০৬ ই জুন, ২০২৩ দুপুর ১:৪১

আমি সাজিদ বলেছেন: সেদিন দুপুরে কি দেখেছিলেন সেটার ব্যখ্যা দেওয়া কঠিনই মনে হচ্ছে! বাসেদ স্যারের মারের পর আর স্কুল কামাই করা হয়েছিল?

০৬ ই জুন, ২০২৩ দুপুর ২:৫৭

গেঁয়ো ভূত বলেছেন: পাঠান্তে মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

বাসেদ স্যারের মারের পর আর স্কুল কামাই করা হয়েছিল?

বাসেদ স্যারের মারের পর বছর খানেক প্রাইমারিতে বেশ সোজা হয়েই ছিলাম। হাই স্কুলে গিয়ে আবার নব উদ্যমে দ্বিগুন মাত্রায় শুরু করেছিলাম।

৪| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:১৭

মিরোরডডল বলেছেন:



এই ভিডিওটা দেখবে।
কিছু মানুষ জন্মগতভাবে এরকম হয়।
একটা ছোট বাচ্চা ছেলে বনে জঙ্গলে হঠাৎ এরকম দেখলে ভয় পাওয়া খুবই স্বাভাবিক।



০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

গেঁয়ো ভূত বলেছেন: দেখেছি। রিসেন্টলি আমি ঢাকায় একটা ছেলেকে দেখেছি ওর সারা গায়ের চামড়া জন্মগত ভাবেই চিতা বাঘের মতো।

৫| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:২১

মিরোরডডল বলেছেন:
ভারতেও আছে।
কাজেই বাংলাদেশেও থাকতেই পারে।



০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

গেঁয়ো ভূত বলেছেন: হা কোনো কিছুই অসম্ভব নয়।

৬| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:২৩

ভুয়া মফিজ বলেছেন: পর্ব আছে দেখছি। ৩য় পর্ব আপাততঃ পড়লাম না। আগে আগের গুলো পড়তে হবে। শৈশব নিয়ে আমিও একটা লেখা দিয়েছিলাম। সময় থাকলে চোখ বুলায়েন। লিঙ্ক দিলাম। :) view this link

০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ। মাঝে কয়েকদিন টানা ব্লগ থেকে দূরে থাকতে হয়েছিল তখন আপনার এত সুন্দর লিখতে মিস হয়ে গিয়েছে। পড়তে হবে। আপনার লিখা মিস করতে চাই না।

৭| ০৬ ই জুন, ২০২৩ বিকাল ৪:২৩

মিরোরডডল বলেছেন:



watch this one.



০৬ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২২

গেঁয়ো ভূত বলেছেন: এটা দেখতে খুব ভয়ঙ্কর। তবে আমার বিষয়টা একটু অন্য রকম, ওর পক্ষে পালানোর বা আত্নগোপন করার কোন সুযোগ ছিল না, শুধুমাত্র অদৃশ্য হওয়া সম্ভব ছিল। এখানেই রহস্য।

৮| ০৭ ই জুন, ২০২৩ সকাল ৯:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সম্ভবত জ্বীন ছিল যা আপনার চিৎকারে অদৃশ্য হয়ে যায়।

০৭ ই জুন, ২০২৩ সকাল ১০:৩৭

গেঁয়ো ভূত বলেছেন: আমারও ওরকমই সন্দেহ, বিশেষ করে গৃহকর্তা বিষয়টি অস্বীকার করলেন এটা একটা লক্ষণীয় বিষয়। আমি এখনও বিশ্বাস করি তিনি বিষয়টি বুঝেছিলেন। কিন্তু এটা এখন আর জানার কোনো উপায় নাই কারণ তিনি কয়েক বছর আগে মারা গিয়েছেন।

৯| ০৭ ই জুন, ২০২৩ সকাল ১০:২৫

শেরজা তপন বলেছেন: অনেক কথা বলার বাকি রয়ে গেল।
ধীরে ধীরে সব গল্প বলবেন- এখানে ব্লগারেরা নিজের কথা বলার জন্য আর অন্যের কথা শোনার জন্যই আসেন।
এই প্রকৃতিতে কত শত রহস্য লুকিয়ে আছে তাঁর কি-বা আমরা জানি। যা কিছু দৃশ্যমান তাঁরও অতি অল্পই জানি।

০৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:১৮

গেঁয়ো ভূত বলেছেন: এই প্রকৃতিতে কত শত রহস্য লুকিয়ে আছে তাঁর কি-বা আমরা জানি। যা কিছু দৃশ্যমান তাঁরও অতি অল্পই জানি।


একদম পারফেক্ট। আমাদের চারিপাশে কতশত রহস্য লুকায়িত রয়ে যাচ্ছে তার কয়টির খবর আর আমরা রাখতে সক্ষম হই? আমি যে বিষয়টির উল্লেখ করেছি তা যদি রাত-বিড়েতে হতো তাহলে হয়তো ভ্রম হিসাবে নেয়া যেত, কিন্তু একেবারে রৌদ্র করোজ্জল দুপুরে, একারণেই বিষয়টি নিয়ে কোন রকমের সংশয় নেই।

১০| ০৭ ই জুন, ২০২৩ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ছোটবেলা আপনি অনেক দুষ্ট ছিলেন। আমি নিশ্চিত।
=p~ একটু বোকাসোকা ছিলাম, খুব বেশি দুষ্ট ছিলাম না। তবে খেলার সাথী অর্থাৎ বন্ধু-বান্ধব গুলা ছিল একেকটা চীজ।

মূলত আপনি আমি যখন ছোট ছিলাম, তখন ইন্টারনেট ছিলো না। কম্পিউটার ছিলো না। ডিশ লাইন ছিলো না। এজন্য আমরা বোকা ছিলাম।

০৭ ই জুন, ২০২৩ বিকাল ৩:০৯

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় রাজীব নূর খান,
আবারো মন্তব্যে ফিরে আসার জন্য আবারো অসংখ্য ধন্যবাদ।

মূলত আপনি আমি যখন ছোট ছিলাম, তখন ইন্টারনেট ছিলো না। কম্পিউটার ছিলো না। ডিশ লাইন ছিলো না। এজন্য আমরা বোকা ছিলাম।


কিন্তু ভাই আমার মূল্যায়ন সম্পূর্ণ ভিন্ন। এই ইন্টারনেটের যুগে ছেলেমেয়েরা আরো বেশি বোকা। এরা ভিডিও গেম, ফেসবুক, টিকটিক এর বাইরে খুব বেশি কিছু জানে বলে মনে হয়না। সারাদিন মোবাইল এর স্ক্রিন এর দিকে চেয়ে থাকা একটা ঘাড়বাঁকা হাইব্রিড প্রজন্ম আমরা পেতে যাচ্ছি।

বাজার থেকে কয়েক পদের ছোট বড় মাছ কিনে এনে ১০ জন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রকে নাম জিজ্ঞেস করলেই তাদের ইন্টারনেট থেকে প্রাপ্ত জ্ঞানের বহর আপনি দেখতে পাবেন। আপনি চাইলে অন্য ভাবেও টেস্ট করে দেখতে পারেন।

১১| ১০ ই জুন, ২০২৩ রাত ৯:২১

মেহবুবা বলেছেন: শৈশবের অনেক রহস্য সারা জীবনে ভেদ করা হয় ণা।

১১ ই জুন, ২০২৩ দুপুর ১২:০৯

গেঁয়ো ভূত বলেছেন: হ্যা আপু, এটিও আমার জীবদ্দশায় তেমনি একটি রহস্যময় ঘটনা। তবে বড় হবার পরে ভদ্রলোকের সাথে যখন দেখা হয় তখন এব্যাপারে আলাপ করার সুযোগ ছিল। কিন্তু তখন স্মৃতি গুলো আমার মনে আসেনি। ভদ্রলোক কয়েক বছর আগে মৃত্যুবরণ করেছেন, এখন আর এব্যাপারে জানার কোন পথ খোলা নাই সম্ভবত।

১২| ১০ ই জুন, ২০২৩ রাত ৯:২৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঐ বাড়ির মালিক তন্ত্র মন্ত্র করতো। এরা শয়তান জীন নিয়ে কাজ করে। তাই প্রথম ঘটনাটা সম্ভবত ঘটিয়েছে জীন।

১১ ই জুন, ২০২৩ বিকাল ৪:১১

গেঁয়ো ভূত বলেছেন: আমারও এমনটাই সন্দেহ হয়। তা নাহলে ঘটনার বর্ণনা দেবার পরও গৃহকর্তা সবাইকে বলতে লাগলেন যে আমি নাকি বাছুর দেখে ভয় পেয়েছি। এমন কথা বলার কি কারন থাকতে পারে? বড় হবার পর আমার ধারনা হয় যে ঐদিনের ঘটনাটার প্রকৃত বিষয়টা তিনি হয়তোবা জানতেন কিন্তু বিষয়টাকে কোন কারনে আড়াল করতে চেয়েছিলেন।

১৩| ২০ শে জুন, ২০২৩ রাত ২:০১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: শৈশব মজার!

২৩ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

গেঁয়ো ভূত বলেছেন: প্রিয় ব্লগার, অধমের ব্লগ বাড়িতে আগমন এবং পাঠান্তে মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১৪| ২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:১৩

শায়মা বলেছেন: আমার মনে হয় তুমি ছোট থেকেই শান্ত শিষ্ট ছিলে। :)

২০ শে আগস্ট, ২০২৩ বিকাল ৫:৩৮

গেঁয়ো ভূত বলেছেন: একদম ঠিক ধরেছো আপু তবে আমার বন্ধু গুলো ছিল পাঁচ-মিশালী!
আমি এখনো নিজেকে শান্ত শিষ্টই মনে করি। =p~

১৫| ২১ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫১

খায়রুল আহসান বলেছেন: সেই রহস্যের জট টা আর খুললোই না!
গল্পের কথাগুলোকে একটু অগোছালো বলে মনে হলো। বিশেষ করে এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে যাবার সময়। আরেকটু গুছিয়ে লিখলে গল্পগুলো আরও উপাদেয় হতো।

২২ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৪

গেঁয়ো ভূত বলেছেন: হ্যা। শৈশবের টুকরো স্মৃতিগুলো লিখে দিয়েছি, যখন যেটা যেভাবে মনের কোনায় উঁকি দিয়েছে, কোনোরকম পরিবর্তন পরিমার্জন ছাড়াই পোস্ট করে দিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ পাঠান্তে সুন্দর মতামত প্রদানের জন্য।

১৬| ০৫ ই জুন, ২০২৪ বিকাল ৫:০১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা রেখে গেলাম

১২ ই জুন, ২০২৪ রাত ৮:০০

গেঁয়ো ভূত বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.