নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
A Blogger Scientist by the mind and a passionate blogger by heart ❤ Teach & inspire while you could & Smile while you have the teeth...
কেমন আছেন সবাই,
নিশ্চয়ই অনেক ভালো।
টাইটেল দেখে বুঝতেই পারছেন আজ কি নিয়ে লিখতে যাচ্ছি, তোহ কথা না বাড়িয়ে চলে আছি মুল কাজে। আশা করি পুরোটা পড়বেন,।
জিবনে সবাই সফল হতে চায়। কিন্তু বেশিরভাগ লোক হয় সারাজিবন গরিব থেকে যায়। আবার কেও কেও পরিস্থিতির উপর দোষ চাপিয়ে দেয়।
কিছু লোক এই একই রকম পরিস্থিতিকে নিয়ে সাফল্যের দারপ্রান্তে পৌছে যায়।
এরা এমন কিছু করে দেখায় যা লোকের কাছে উদাহরন হিসেবে থেকে যায়।কিন্তু কেনো এমন হয় ভেবে দেখছেন কখনও!
তোহ আপনাদের সামনে এটা গল্প বলেই এই উদাহরনটা দেই।
একটা ছেলে ছিলো যার নাম ছিলো মাইকেল।একদিন তার বাবা থাকে একটা শার্ট দেখিয়ে বললেন এটার দাম কত হবে।তিনি তখন বললেন বেশি হলে এর দাম ১০০ টাকা হবে।
তখন তার বাবা বললেন তোমাকে এটা ২০০ টাকায় বিক্রি করতে হবে। মাইকেল ভাবলেন কিভাবে এই পুরোনো জামা ২০০ টাকায় বিক্রি করবেন।
তিনি তখন এটা ভালোভাবে ধুয়ে বাজারে নিয়ে গেলেন। তারপর দীর্ঘ ছয়ঘন্টা পর তিনি এটা ২০০ টাকায় বিক্রি করে বাবার কাছে এনে টাকা দেন।
তারপর আরো কয়েকদিন পর মাইকেলের বাবা সেই একই শার্টটা নিয়ে এটা ৫০০ টাকায় বিক্রি করতে বললেন।
তিনি ভাবলেন এটা কিভাবে ৫০০ টাকায় বিক্রি করা যায়, তিনি তখন এটা ভালোভাবে ধুয়ে একটা ভালো মানের স্টিকার ওটায় লাগিয়ে দেন।তারপর তিনি ওটা নিয়ে একটা স্কুলের পাশে যান সে স্কুলে সকল ধনী ধনী বাবার সন্তানেরা পড়ালেখা করে।
তাই ওই শার্টটা একটা ছেলের পছন্দ হয়ে গেলো, ও এটা ৫০০ টাকা দিয়ে কিনে নিলো।তখন তিনি ওটার টাকা নিয়ে ওনার বাবার কাছে দিলেন।
তারপর আরেকদিন মাইকেল এর বাবা তাকে সেই ওই একই শার্টটা দিয়ে বললেন। এটা তুমি ৫ হাজার টাকায় বিক্রি করে টাকা নিয়ে আসো।
মাইকেল তখন আরো বেশি চিন্তায় পড়ে যান৷ কিভাবে এটা এতো টাকায় বিক্রি করবো।তখন তিনি এটা ভালোভাবে ধৌত করলেন। তারপর তিনি জানতে পারলেন যে পাশোই কোথায় একযায়গায় একজন একটর আসছেন।
তখন তিনি ছুটে চলে গেলেন ওখানে ওই শার্টটা নিয়ে। তারপর তিনি ওটায় ফটোগ্রাফ নিলেন। তারপর তিনি ওটা নিয়ে বাজারে গেলে বলেন যে অভিনেতার অটোগ্রাফ দেওয়া শার্ট মাত্র ৫ হাজার টাকা।
তখন এটা নিলামে উঠে যায়৷ তারপর তিনি ওটা ২০হাজার টাকায় বিক্রি করতে সক্ষম হন। টাকা নিয়ে যখন ওনার বাবার কাছে দেন৷ ওনার বাবা তখন ওনাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেন৷। এবং বলেন যে বাবা তোমার জন্য কোন কিছুই অসম্ভব নয়।
আর এই মাইকেল হলেন সুনামধন্য বাসকেট প্লেয়ার মাইকেল জর্ডান।
তার সফলতার পিছনে একটাই কারন তিনি কখনও ভাবেননি যে এটা অসম্ভব।
এভাবে অনেকে আছেন যারা তাদের সফলতার পিছনে রেখে গেছেন ডের পরিশ্রম, কঠোর মনোবল আর অধ্যাবশ্যায়.
যখন আইনস্টাইন পেরেছে, বিল গেটস পেরেছে,স্টিভ জবস সহ আরো অনেক মহান মনিষী পেরেছেন।তাহলে আপনি কেনো পারবেন নাহ্।
কেনো পারবেন নাহ সফল হতে। ট্রাস্ট মি নিজের মানসিকতা বদলাম।ভিতর থেকে এটা মুছে দেন। যে এটা অসম্ভব। সবসময় এটা মনে রাখবেন আত্নবিশ্বাস যেখানে ঢের বেশি। সফলতা সেখানে কিছুই নাহ্।
তোহ আজ এই পর্যন্ত,
ভালো থাকবেন সবাই।ভুলভ্রান্তি হলে ক্ষমার চোখে দেখবেন
ভালো লাগলে ঘুরে আসুন আমার ছোট ওয়েবসাইট থেকেঃ-
ঘুরে আসুন
©somewhere in net ltd.