নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

নদী ও নারীর কাব্য

১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৩

বাংলার নদীগুলো চলে এঁকে বেঁকে,
আদিকালের সভ্যতা তাই না দেখে -
পরণে নারীর ভুষন হলো কি-না শাড়ী,
সেই থেকে অপরুপা ‘নদী ও নারী’ !

নদী তীরে গঞ্জ- হাট বসে হরদম,
হাটবারে বিকেলে মানুষ গম্ গম্ ।
আওয়াজ টাই বলে এ'তো জ্বীনে‘দের কাজ,
মানুষের হাটে কেন তাদের বিরাজ ?
..........................................

নদী’দের নাব্যতা আস্তে ধীরে,
হারিয়ে যাচ্ছে কী- তা আসবে ফিরে ?
হাটবারে নেই আজ গম্ গম্ আওয়াজ,
বিকেলের বিকিকিনি নেই তাও আজ ।
যে ভুষনে অপরুপা বাঙালি নারী,
হারিয়ে যাচ্ছে ‘নদী’- ‘নাব্যতা’, ‘শাড়ি ’ !
.............................................
নদীদের উজানেতে থাকে রাক্ষস ,
গোগ্রাসে গিলে রাখে বালু খস্ খস্ !
আমাদের নাকি তারা বন্ধু প্রতিম ,
কাটাতারে ঝুলে লাশ বানায় এতিম !
সোনার বাংলা আজ কাটাতারে ঘেরা,
একদিন হবে তা আমাদের'ই বেড়া !
সেই দিন দুরে নয় রাখিও স্মরণ ,
রাক্ষসী ভিখ মেগে ছোবে এ চরণ...... !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে কবিতা।
দুইটার সৌন্দর্যই নষ্ট হয়ে যাচ্ছে। নদী মরে যাচ্ছে। শাড়ী উধাও হচ্ছে

২| ১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.