![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে লোকেরা মধ্যরাতে বড় একেলা.......
জানালার গ্রীলের ফাকে আংশিক
আকাশে ভাসে অসংজ্ঞায়িত জীবন !
অন্ধরুমের বাইরে নিয়ন আলোয়
ঘাপটি মেরে বসে থাকে সহস্র দীর্ঘ:শ্বাস,
এখানে জোছনা চিরকাল উপেক্ষিত !
মধ্যরাত থেকে শেষরাত চোখের পাতায় ভর
করে থাকে সময়ের হাহুতাস .....
সময় আপেক্ষিকতা !
শহরের বুকে হাফিয়ে উঠা মানুষগুলোর
এটাইতো কাঁদার ফুসরত !
হুট করে বেড়ে উঠা অভিমাণ ঝেড়ে ফেলার
অভিপ্রায়ে নির্বাক! নিশ্চল! নিশ্চুপ আর নির্ঘুম
অনুভুতি !
নিরন্তর প্রায়শ্চিত্বে জন্ম নেয় আরেকটি ভোর
আরেকটি সুর্যোদয় ! আরেকটি সুপ্রভাত !
জনাকীর্ণ কোলাহলে ভালবাসা নিরাবেগ, জীবন
খুজে ফিরে আরেকটি মধ্যরাত !
আবারো পাপমোচনের অভিসারে |
©somewhere in net ltd.