নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমুঠো জোনাক দেবে বলে অমাবস্যায় ঘর বেধেছিঅথচ চুপি চুপি কখন তুমি জ্যোস্না হয়ে গেলে!!

সিজোফ্রেনিক সাইকোপ্যাথ

তোমাদের এই ঘুমন্ত শহরে আমি একলাই জেগে আছি

সিজোফ্রেনিক সাইকোপ্যাথ › বিস্তারিত পোস্টঃ

''ব্রেকআপ দূরে যাওয়ার ভীত পদ্য''

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:১১

লক্ষীটা জান্টুসটা একটুখানি শোনো
পকেটগুলো ঝাড়া দিয়ে কয় টাকা হয় গুণো
আজকে প্রমাণ দিতেই হবে কত্ত বাস ভালো
বসুন্ধরায় দেখে আসছি জামাটার রঙ কালো
আজকে বাবু দিতেই হবে ঐ জামাটা কিনে
লাভু বাবু মিছু বাবু alone তোমায় বিনে
খিদা লাগছে চলো বাবু KFCতে বসি
মাসেক আগের মেকআপ-বক্সটা আর কত দিন ঘষি?
পিংকির বাবু আইফোন দিছে জরিনারটা ট্যাব
হৃদয় জুড়ে শুধুই তুমি দেখো google map
শাড়ী পড়লে আমায় লাগে এত্তগুলা কিউট
পঁচা বাবু টাকা চাইলেই মুখ করে দাও মিউট
বুঝি বুঝি আগের মতো নাওনা আমার care
লাকীর ছবিত্ লাইক দিছো ক্যান এত্ত বড় dare!!
আজই id ব্লক করিবা নাকে দিয়া খত
জ্যাগিংস্ ল্যাগিংস্ দাও কিনে আজ পাল্টে নিবো মত
কি বললি তুই পারবিনা ক্যান, দেয়না টাকা বাপ?
তারপর কি আর, হয়ে গেলো মোদের
বেরেকআপ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:২১

আবদুর রব শরীফ বলেছেন: আজকে প্রমাণ দিতেই হবে কত্ত বাস ভালো
বসুন্ধরায় দেখে আসছি জামাটার রঙ কালো


:) :) :)

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১২

সিজোফ্রেনিক সাইকোপ্যাথ বলেছেন: :-) :-D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.