নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার নাই

আহসান হাবিব প্রামানিক

আমি এখন খুব একা

আহসান হাবিব প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

মনোযোগ চাই

০২ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

যদি বলা হয় শিক্ষিতদের দাম আগে, নাকি ভদ্রতাপূর্ণ লোকদের দাম বেশি..? তাহলে কিন্তুু সবার আগে আসবে শিক্ষিত, তারপর অর্থিক,রুপবান তারপর চলে আসবে ধর্মভীরুদের।
.
কিন্তুু এগুলো উদ্ভট সমাজের ক্ষেত্রের জন্য প্রায় সবাই উপরের উত্তরগুলি দিয়ে থাকবে, আসলে এর উত্তর প্রায় ৮০% লোকেই জানেন না। কারন সমাজটাই উদ্ভট হয়ে গেছে।
.
একজন ব্যক্তি বিভিন্ন বিষয় নিয়ে লেখা-পড়া করে কেবলমাত্র শিক্ষিত হতে পারে, কিন্তুু সেই মানুষটার ভিতর মনুষত্ব কিংবা ভদ্রতা ছোঁয়া থাকবে এমন কোন কথা নেই,
.
আবার একজন মূর্খ ব্যক্তি অক্ষর জ্ঞান থেকে বিতারিত থাকতে পারে, কিন্তুু ভাল সমাজের স্পর্শ পেয়ে তার মাঝে আবার ভদ্রতাও বিরাজ করতে পারে।
.
ঠিক তেমনি মনুষত্ব এবং ভদ্রতা এমন একটি মহামূল্যবান সম্পদ যাহা মানুষের অন্তরে নিয়ে নেওয়া অনেক কঠিন।
.
আপনার ভাই কিংবা পাড়া-পরশী অনেক শিক্ষিত ব্যক্তি, রুপে গুণে টাকা পয়সাও অনেক, কিন্তুু তার নেই শিষ্টাচার নেই মনুষত্ব আর নেই ভদ্রতার ছোঁয়া, তাহাকে আপনার সমাজ যদিও খুবেই গণ্যমান্য ব্যক্তি হিসেবে মান মর্যাদা দেওয়া হোক না কেন, একটি ভাল সমাজ কিন্তুু তাহাকে ঘৃর্ণার দৃষ্টি দিয়েই দেখবে।
.
একজন ভাল ব্যক্তিকে চিনতে মানুষের জন্য বেশি কষ্টকর না, আর একজন খারাপ ব্যক্তিকেও চিন্তে বেশি সময় লাগে না। তার সাথে মাত্র একদিন চলাফেরা করলে বোঝা যাবে তিনি কোন সমাজের বা কোন মনুষত্বের অধিকারী।
.
বর্তমান সমাজে একটি পশুর দাম যেমন, ঠিক তেমনি একজন গরীব ব্যক্তির দাম। আর উন্নত সমাজ তৈরী করতে গেলে ঠিক এর বিপরীত দিকে হাটতে হবে। তখন একজন পশুকে যে চোখে দেখতে হবে, তেমনভাবে দেখতে হবে একজন মানুষকে, কোন পুরুষ বা মহিলা হিসেবে না এবং ধনী কিংবা গরীবের দৃষ্টি দিয়ে না।
.
বেশিভাগ সময়ে মনুষত্ব লাভের জন্য মনের পশুত্বকে ধংস্ব করতে হয়, তাছাড়া একজন মানব কখনই মনুষত্ব লাভ করতে পারবে না। সেই কারনে আবার পারবে না সমাজকে উন্নত করতে,।
.
যে সকল মানুষের মনের ভিতর মনুষত্ব রয়েছে তারাই আগামীর সমাজ গঠন করার উত্তম হাতিয়ার, সেটা হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ অথবা মুসলিমও হতে পারে, হতে পারে ধণী কিংবা গরীবও, কারন..............................
.
মনুষত্ব কোন ধর্ম বোঝে না, মনুষত্ব কোন ধনী গরীর বোঝে না, মনুষত্ব কোন গোত্র দেখে না, মনুষত্ব শুধু ব্যক্তির মনের উপর নির্ভর করে।
.
আর এর জন্য চাই, পরিবারের সহ সবাইকে নিজের মনের পশুত্বকে ঝেরে দিয়ে মনুষত্বের জ্ঞান অর্জন করা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.