নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ahsanhimu

টিক

ahsanhimu › বিস্তারিত পোস্টঃ

আমি বাপ হতে চলেছি

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭

অসম্ভব একটা সুখকর অনুভুতি নিয়ে লিখতে বসলাম । আমি আর মাস তিন পরে বাবা হতে চলেছি । ছেলের বাবা না মেয়ের বাবা সেটা আমার কাছে মুখ্য কোন বিষয় না। বিষয় টা হলো আমার বাচ্চা টা কেমন হবে । আমি আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাকে সুন্দর সুস্থ সবল একটা বাচ্চা দিও। এবং সে যেন বড় হয়ে একজন সত্যিকার মুসলিম হয় । তোমার যেন খাটি গোলাম হতে পারে।



আমি কিন্তু কয়েকদিন আগে রাতে একটা বাচ্চা স্বপ্নে দেখেছি । কিন্তু সেটা ছিল একটা ছেলে । হা হা হা হা হা ।

সবাই দোয়া করবেন।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

মোমেরমানুষ৭১ বলেছেন: আল্লাহ আপনার মনের আশা-আকাঙ্খা কবুল করুক......ভাবীর প্রতি খুব কেয়ার নিবেন

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৫

খেয়া ঘাট বলেছেন: অনেক অভিনন্দন । অনেক শুভকামনা।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫২

নীল জানালা বলেছেন: আমিও...

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭

ইষ্টিকুটুম বলেছেন: শুধু ভাবীর দিকে নয় নিজের দিকেও খেয়াল রাখুন। ভাবী আর বাচ্চার পাশে আপনাকেও সুস্থভাবে থাকা দরকারী।

আল্লাহর রহমতে সবকিছু সঠিকভাবে হয়ে যাক এই শুভকামনা।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অভিনন্দন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


!:#P !:#P !:#P !:#P !:#P

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২১

নুসরাতসুলতানা বলেছেন: শুভকামনা রইল

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২

খাটাস বলেছেন: আপনার , আপনার স্ত্রি এবং অনাগত সন্তানের জন্য অনেক অনেক শুভ কামনা এবং দোয়া রইল।
আপনাকে অভিনন্দন।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

ড. জেকিল বলেছেন: স্বপ্ন সত্যি হোক, তার চাইতে বড় হলো আপনার সন্তান যেনো সত্যিকারের মানুষ হয়।
সন্তান আর সন্তানের মায়ের সুস্থতা কামনা করছি।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৯

নতুন বলেছেন: আমি আপনার অনুভুতি টের পাইতেছি... :)

আমদের ঘর আলো করে আমাদের "ডানা" আসবে নভেম্বরে.. দোয়া করবেন...


দোয়া করি "আপনার সন্তান যেন থাকে দুধে ভাতে" আর ভাল মানুষ হয় জীবনে...

১০| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১১

ahsanhimu বলেছেন: অনেক দিন পর আসলাম । সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্টের জন্য । বাচ্চাট এখন খুব নারাচারা করে । আমি মাঝে মাঝে হাত দিয়ে তার নারাচারা অনুভব করি। কি যে একটা অদ্ভুদ রকমের আনন্দদায়ক অনুভুতি বলে বুঝানো যাবেনা। ডাক্তার ডেট দিয়েছে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ । ওহ সময় যেন কাটতে চায়না। কবে যে ডাকটা শুনব। সামু ভাইয়েরা আমাকে সুন্দর সুন্দর কিছু নাম দিয়েনতো । সবার সুন্দর জীবন কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।

১১| ০২ রা নভেম্বর, ২০১৩ রাত ৮:৩১

ahsanhimu বলেছেন: পরশু দিন আমি এবং আমার অন্তস্বত্তা স্ত্রী দু জনেই হাসপাতাল থেকে ফিরলাম। আমি ছিলাম ৬ দিন আর সে ছিল ৪ দিন । আমি প্রচন্ড রকম টাইফয়েডে আক্রান্ত হয়েছিলাম । ১৬ টা ইনজেকশন নিতে হয়েছে । আমি যেদিন ভর্তি হই তার দুদিন পর আমার স্ত্রী প্রচন্ড রকম পেট ব্যাথ্য নিয়ে ভর্তি হয় আল্লাহর অশেষ কৃপায় এবং আপনাদের দোয়ায় সুষ্থ ভাবে ফিরে এসেছি ।
আমার স্ত্রী যেদিন ভর্তি হয় সেদিন তার প্রচন্ড রকম ব্যাথা ছিল ডাক্তার এক পর্যায়ে বললো ডেলিভারি হয়ে যেতে পারে এবং সে ক্ষেত্রে বাচ্চা না বাচার সম্ভাবন খুব বেশী । কথাটা আমি যখন শুনলাম আমার মনে হলো এই পৃথিবীতে আমার বেচে থাকা মূল্যহীন । এদিকে আমার প্রচন্ড জ্বর সে অবস্থায় দুর্বল হাতে আল্লাহর কাছে করলাম আমার জীবনের শ্রেষ্ঠ মুনাজাত । আমি তো কাদতেছি আর হাত তুলে আল্লাহর কাছে আমার বাচ্চা টার জীবন ভিক্ষা চাচ্ছি। অবশেষে আল্লাহ আমার মুনাজাত কবুল করলেন । আমার মা এসে বলল ব্যাথ্যা কমেছে সে এখন ৬০% ঝুকিমুক্ত। মনে হলো যেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সংবাদ টা আমি পেলাম। আল্লাহর কাছে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা জানা নাই। বাচ্চা এবং বা্চ্চার মা এখন আল্লাহর অশেষ রহমতে পরিপুর্ন সুস্থ।
আমি পুরোপুরি সুস্থ নই কিন্তু আশা করছি খুব দ্রুত আল্লাহর কৃপায় সেরে উঠবো। সবাই দোয় করবেন । ভাল থাকোন সবাই। আসসালামু আলাইুকম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.