![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইয়ুব বাচ্চু আমার প্রিয় শিল্পীদের একজন। স্কুল জীবন থেকেই তার গানের ভক্ত। মাঝে কিছুটা সময় তিনি তার মেধার প্রতি অবিচার করেছিল আর শ্রোতা হিসেবে আমরা কিছু ভাল গান থেকে বন্চিত হয়েছি। গত দুটো এ্যালবামে তার সেই আগের গানগুলোর মত লিরিক মিউজিক গায়কি সব কিছুরই চমৎকার সংমিশ্রন ঘটেছে। তার মধ্যে একটা হলো "রিমঝিম বৃষ্টি"। এই এ্যালবামের অসম্ভব সুন্দর এবং আমার প্রিয় একটা গান হচ্ছে "অনিমেষ"। এযেন কোন গান নয়, আমাদের অনেকেরি ফেলা আসা প্রিয় শৈশবের গল্প।
| অনিমেষ |
স্কুল পালানো সেই দুপুর গুলো মনে পরে কি অনিমেষ?
দুজনেই এক আকাশের নীচে হতাম নিরুদ্দেশ
অরন্য আর মাঠ পেরিয়ে অচিন পথের বাঁক
স্বপ্ন ঘোরে আসতো ফিরে ঘুম ভাঙানো ডাক
নিয়ে হাতে গুলতিটাকে শূন্যে গুলি ছুরা
তুই বলতি এক নিশানায় চাই শালিক এক জোরা
শালিক ছিল তোর খুব প্রিয় আমার চড়ুই ছানা
আমরাও যেন মুক্ত পাখি, ছিলনা কেবল ডানা।।
সূর্যটাকে মাথায় তুলে হন্যে হয়ে ছুটা
নাটাই ছেড়া ঘুড়ির নেশায় ব্যাকুল হয়ে উঠা
পাশের গ্রামের কিপ্টে বুড়ো, পিয়ারা বাগান দুটো
চুরি করে সব এক সন্ধ্যাতে নিলাম মুঠো মুঠো
মুড়লের গাছে ঢিল ছুরে রোজ কাচা পাকা আম খাওয়া
পূর্ব পাড়ায় বন্ধ হলো তাই আমাদের আসা যাওয়া
বাবার বদলি চাকরীর ফলে বন্ধু তকে ছেরে
ছুট্টুটি আমি শহরে শহরে উঠেছি কেবল বেড়ে।
কদিন আগে সেই পূর্ব পাড়ায় পচিশ বছর পর
গিয়ে দেখি আজো শৈশব আমার স্মৃতিতে ভাস্বর
পাড়ার লোকে ভিষন অবাক এই আমাকে দেখে
দশ্যি ছেলে সাহেব হয়ে ফিরল কোথা থেকে
সেই অনিমেষ কোথায় আছে জানতে চেয়ে শেষে
জবাব পেলাম কেউ জানেনা কোথায় হারিয়েছে সে
কেউ বলে তুই দুরদেশ গিয়ে বেধেছিস সংসার
পচিশ বছর আগের অনিমেষ ছো্ট্টটি নেই আর
তাই বন্ধু এই খোলা চিঠি পাঠালাম তোর কাছে
আমার চোখে সেই অনিমেষ সেই ছোট্টটি আছে।
তোর আর আমার প্রিয় শৈশব যেন আকা এক ছবি
পিছু ফিরলেই চোখের সামনে একে একে ভাসে সবি
আজ নেই সেই ফেলে আসা দিন ফেলে আসা শৈশব
ইট পাথরের শহরটাতে না পাওয়ার উৎসব
চার দেয়ালের সারা ঘর জুরে যান্ত্রিক কোলাহল
নাগরিক স্রোতে ব্যাথা হয়ে কাদে যেন পিপাশার জ্বল
গেল বছরে জন্মেছে প্রথম উত্তরশুরি আমার
বুকের পাজরে রক্তের দামে গড়া মমতার খামাড়
ওর কাছে ছোট্ট ড্রইং রুমটা হয়েছে খেলার মাঠ
এই পৃথীবিতে সেই আগের মত নেই সবুজের পাঠ
তোর বংশের প্রদীপ ওকি হায় এমনি শিখাহীন
এখানে যে ভাবে শৈশব গুলো আলো খোজে রাতদিন
অসাহায় হয়ে আধারের মাঝে হয়েছে আজ বিলীন বন্ধু।।
বন্ধু..........কি দিয়ে শোধ দিব বল অন্ধকারের ঋণ ..................।।
ডাউনলোড লিংক
১১ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩২
আহসান উদ্দিন বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
২| ১১ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩৫
ব্লগার কমল বলেছেন: এই লিরিকসটা সত্যিই শৈশবের কথা মনে করিয়ে দিলো। অসাধারণ চিত্র। সম্ভবত একই তালে একই রিদমে শেষ হবে গানটি। বাচ্চুকে ধন্যবাদ গানটির জন্য। আর যদি লিরিসিস্ট সেই হয়ে থাকে তবে আবারও। সাথে আপনাকেও। কারণ, বাচ্চুর গান তো শোনা ছাইরাই দিছিলাম। আবার শুনাইলেন বইলা।
একখান +
পরে হইতেছে একখান সু সংবাদ। আমি আমার এক বন্ধুরে আইজ চাইর বচ্চর পড়ে খুঁইজ্যা পাইছি। তার কথাও কইলাম।
১১ ই আগস্ট, ২০১০ রাত ১২:৪৫
আহসান উদ্দিন বলেছেন: হুমম একই তালে একই রিদমে পুরাটা গান।
আমার প্রাইমারী স্কুল লাইফটা ৪টা স্কুলে কাটছে। লাস্ট স্কুলের বন্ধুদের সাথে যোগাযোগ আছে এখনো কিন্তু তার আগের গুলোর কথা খুব বেশি একটা মনে নাই।
৩| ১১ ই আগস্ট, ২০১০ রাত ১:৩১
হাসান মাহবুব বলেছেন: গানটা অতি চমৎকার লাগলো। ধন্যবাদ শেয়ারের জন্যে।
১১ ই আগস্ট, ২০১০ সকাল ৯:১৮
আহসান উদ্দিন বলেছেন: সু-স্বাগতম। এই এ্যালবামে আরো কয়েকটা গান আছে বেশ চমৎকার পুরো এ্যালবামটাই শুনে দেখতে পারেন ।
৪| ১১ ই আগস্ট, ২০১০ রাত ৩:১৩
রাজসোহান বলেছেন: ধন্যবাদ শেয়ারের জন্যে।
১১ ই আগস্ট, ২০১০ সকাল ৯:১৯
আহসান উদ্দিন বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অজস্র ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩০
পাপতাড়ুয়া বলেছেন: অনেক সুন্দর গান।শেয়ারের জন্য ধন্যবাদ।