নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

জানা অজানা

২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০




আমাদের প্রিয় সামহোয়্যার ইন ব্লগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং ব্লগারদের আনন্দমুখর বিচরণে ব্লগ আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসছে। বাংলা ভাষাভাষী সকলের জন্য এর চেয়ে খুশির খবর আর হয় না।

কিন্তু পুরোপুরি মিথ্যা ও কুরুচিপূর্ণ অভিযোগে ব্লগ বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে যারা লড়াই করেছেন, একমাত্র তারাই জানেন এটা কত কঠিন কাজ ছিল। বাংলাদেশের বাস্তবতায় এষ্টাবলিশমেন্টের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করা প্রায় অসম্ভব কাজ ছিল। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছেন ব্লগের সহ-প্রতিষ্ঠাতা ও এমডি সৈয়দা গুলশান ফেরদৌস জানা। গত আট মাস যাবত সামনে থেকে নেতৃত্ব দিয়ে অকুতোভয় এই মহিয়সী নারী বিজয় ছিনিয়ে এনেছেন। এ ছাড়া ব্লগের প্রতিষ্ঠালগ্ন (২০০৫) থেকে নানারকম প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে তাঁকে। কিন্তু কখনো হার মানেননি তিনি।

ব্লগের প্রতি বিরূপ মনোভাব, অপপ্রচার, জঙ্গিদের হুমকি ধামকি ইত্যাদি অসংখ্য সমস্যা ছিল তাঁর সামনে। এককভাবে ব্লগের ব্যয় বহন করা, ফেসবুকের দাপট এসব তো ছিলই। কিন্তু তারপরেও তিনি তাঁর বুদ্ধিমত্তা, ধৈর্য ও কৌশলী নীতি নির্ধারণের দ্বারা সামহোয়্যার ইন ব্লগকে দেশে বিদেশে অত্যন্ত সম্মানজনক অবস্থানে উন্নীত করতে সক্ষম হয়েছেন। স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রক্ষার সংগ্রামে এবং বাংলা ভাষার প্রতি অকৃত্রিম ভালবাসার কারণে জানা ম্যাডামের স্বামীর ভূমিকাও এ ক্ষেত্রে অনস্বীকার্য।

এসব তথ্য অনেক ব্লগার বন্ধুরাই জানেন। এবার আসুন অজানা জানাকে আমরা কিছুটা জানার চেষ্টা করি।
১) জানা ম্যাডামের জন্ম উত্তরবঙ্গের নিলফামারী জেলায়। কিন্তু তাঁর ছোটবেলা কেটেছে খুলনায়। তাঁর স্কুলের লেখাপড়া সেখানেই।
২) খুব ছোটবেলায় তাঁর বাবা মারা যান। তাঁর মা ও পিতৃতুল্য বড় ভাইকে অবলম্বন করে তিনি বড় হতে থাকেন।
৩) তাঁর মা ছিলেন দৃঢ় মানসিক শক্তির অধিকারী একজন মহিলা। জানা ম্যাডামের ঋজু চরিত্রের উত্তরাধিকার সম্ভবত মায়ের থেকে পাওয়া। মায়ের কাছেই তাঁর লেখাপড়ায় হাতে খড়ি। তাঁর ‘জানা’ নামটি মায়েরই দেওয়া, যার অর্থ ‘গহীন অরণ্য’।
৪) ছোটবেলায় জানা ম্যাডাম একবার রাজশাহীতে বেড়াতে গিয়ে টমটম (এক ঘোড়ার যাত্রীবাহী গাড়ি) দেখে খুব অবাক হয়েছিলেন। মা ভাইবোনদের সাথে রাজশাহী শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া উত্তাল পদ্মা নদীও তাকে আকর্ষণ করে।
৫) খুব ছোটবেলায় তাঁর ক্লাসের একটি মেয়ে একদিন তাঁকে জিজ্ঞেস করেছিল, তুমি কী?
বয়স খুব কম থাকায় জানা ম্যাডাম তার প্রশ্নটি বুঝতে পারেননি। ভেবেছিলেন মেয়েটি বোধহয় তাঁর নাম জিজ্ঞেস করছে। তিনি সরল মনে উত্তর দিয়েছিলেন, আমি জানা। মেয়েটি হেসে ফেলে বলেছিল, ওটা তো তোমার নাম। কিন্তু তুমি কী? তাদের প্রশ্নোত্তর শুনে ক্লাসের অন্যান্য মেয়ে ও শিক্ষকও হাসছিলেন।
জানা ম্যাডাম বিভ্রান্ত হয়ে যান। মন খারাপ করে বাসায় ফিরে মাকে সব খুলে বলেন। মা বুঝতে পারেন প্রশ্নটা কী ছিল। তিনি মেয়েকে উত্তর শিখিয়ে দেন। পরদিন ক্লাসে জানা ম্যাডাম ঐ শিক্ষক ও অন্যান্য ছাত্রীদের সামনে প্রশ্নকর্তা মেয়েটিকে দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমি মানুষ।
শিক্ষক জিজ্ঞেস করেছিলেন, এই উত্তর তোমাকে কে বলে দিয়েছে? জানা ম্যাডাম বলেছিলেন, আমার মা।
৬) জানা ম্যাডাম প্রথম দিকে গ্রামীন ফোনে কয়েক বছর চাকরি করেছেন।
৭) আপনারা হয়তো অনেকেই জানেন না যে, জানা ম্যাডাম অত্যন্ত ভালো গাইতে পারেন। আমি তাঁর গাওয়া একটি রবীন্দ্রসংগীতের অংশ বিশেষ শুনেছি। চমৎকার সুরেলা কণ্ঠ ও গায়কী।

সূত্রঃ ১) মাছরাঙা টিভি চ্যানেল
২) উইকিপিডিয়া
ছবিঃ গুগল

মন্তব্য ৮৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


উনি উনার অধিকারকে প্রতিষ্ঠা করেছেন, আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন; উনার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রলো।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই।

২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৪

ইসিয়াক বলেছেন: জানা ম্যাডামকে অভিনন্দন ।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অভিনন্দন আপনাকেও।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৪

শাহিন-৯৯ বলেছেন:


প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি চমৎকার একটি বিষয় সামনে তুলে ধরার জন্য।
খুবই সত্যি বলেছেন উনার আপোষহীন মনোভাব এই ব্লগকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রেখেছে। পৃথিবী আসলে তারাই সফলতা পায় যারা সত্যকে আকড়িয়ে লড়াই করতে পারে। স্যালুট এই আপোষহীন নারীকে।

তাঁর ছোটবেলা কেটেছে খুলনায়, পড়াশোনা সেখানে। আহ আমার প্রাণের শহরে তাঁর বেড়ে উঠা, জেনে খুব আনন্দিত লাগছে।

রুপসার তীরের মানুষগুলো নাকি খুব সাহসী ও সংগ্রামী হয়, জানা আপা সেই মানুষদের দেখা পেয়েছিল তাই তিনিও আপোষহীন আর সংগ্রামী। B-) B-) B-) B-) B-)

তবে আমি একটু যোগ করতে চাই জানা আপা যেমন এই ব্লগকে মুক্তির জন্য লড়াই করেছে তেমনি কতিপয় ব্লগরা বিভিন্ন টেক ব্যবহার করে সামুকে জাগিয়ে রেখেছে একদিনের জন্য ঘুমিয়ে রাখিনি, আমি তাদের অবদান ছোট করে দেখি না।

লিখতে থাকুন, সাথে আছি।
শুভ কামনা।




২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, ব্লগাররা সবাই একাট্টা ছিল বলেই এটা সম্ভব হয়েছে। যখন ভিপিএন দিয়ে ব্লগে ঢুকতাম, তখন প্রায় সব সময় লগ ইন অবস্থায় থাকতাম, যেন ব্লগ ঝিমিয়ে পড়েছে এরকম মনে না হয়। অনেক ব্লগার বন্ধুই এভাবে জানা ম্যাডামের সংগ্রামে সমর্থন দিয়ে গেছেন।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: ওনাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তৃতীয় মাত্রা অনুষ্ঠানে ওনার দৃঢ়তা এবং একই সাথে ভব্যতা দেখে মুগ্ধ হয়েছিলাম। আশাকরি, তিনি এখন থেকে তার এই অমর সৃষ্টির প্রতি আরও নিবিড় খেয়াল রাখবেন।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তৃতীয় মাত্রায় উনি মিথ্যার বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করে আমাদের সবাইকে সম্মানিত করেছেন। ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জানা আপুর নিরলস প্রচেষ্টা, ধৈর্য এবং বিচক্ষণতা খুবই প্রশংসনীয়। তিনি একটা প্রায় 'অজেয়' বিষয়কে জয় করেছেন তার বুদ্ধিমত্তা, ধৈর্যশীলতা ও বিচক্ষণতা দিয়ে। কোনো প্রশংসাই তাঁর এ সাফল্যের জন্য পর্যাপ্ত না। তাঁকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অভিননন্দন এবং প্রথম বাংলা প্লাটফর্ম উপহার দেয়ার জন্য কৃতজ্ঞতা।

তিনি দীর্ঘজীবী হোন, এই কামনা করি।

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটা শিরোনামে জানা আপু সম্বন্ধে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য। তাঁর গান শেয়ার করলে আরো ভালো লাগতো।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জানা ম্যাডাম সম্পর্কে আপনার মূল্যায়ন শতভাগ সঠিক। ধন্যবাদ সোনাবীজ ভাই।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: কখনো মাথা উঁচিয়ে রাখাটাও অনেক বড় হয়ে দেখা দেয়। আর এইটা সম্ভব হইল যাঁরা এই ব্লগটারে ভালোবাসে তাদের জন্য।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অবশ্যই। ব্লগের প্রতি সকলের ভালোবাসা অটুট থাকুক এই কামনা করি। ধন্যবাদ জুলিয়ান সিদ্দিকী ভাই।

৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২২

আরোগ্য বলেছেন: বেগম রোকেয়ার পর যদি আমাদের সমাজে কোন নারী প্রতিকী হয় তবে তার নাম হবে জানা। জানা আপু দীর্ঘজীবী হোক।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলা ভাষার বিকাশে তাঁর অবদানের জন্য তাঁকে 'একুশে পদক' দেওয়া উচিৎ। ধন্যবাদ আরোগ্য।

৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪০

আহমেদ জী এস বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম,




চাঁদগাজীর মন্তব্যটি যথার্থ -- "উনি উনার অধিকারকে প্রতিষ্ঠা করেছেন, আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন..."
এর চেয়ে বড় প্রাপ্তি ব্লগারদের আর নেই।

সংগ্রামী "জানা"কে লাল অভিবাদন।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, চাঁদগাজী সাহেব অভিজ্ঞ মানুষ। তিনি যথার্থ মন্তব্য করেছেন। ধন্যবাদ ভাই আহমেদ জী এস।

৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: স্যালুট তাঁকে।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই সম্রাট।

১০| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: এই রকম একটি পোষ্ট দেবার জন্য জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
জানা আপি একজন গ্রেট মানুষ।
তিনি ভালো থাকুক। সুস্থ থাকুক।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উনি নিঃসন্দেহে একজন গ্রেট মানুষ। আপনি যথার্থই বলেছেন। ধন্যবাদ ভাই রাজীব নুর।

১১| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৩

প্রামানিক বলেছেন: জানা আপার অজানা কথা বলার জন্য হেনা ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

১২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জানা'র কত অজানা রে ;)

হা হা হা

জানাপুর সংক্ষিপ্ত জীবনী পাঠে মুগ্ধ। অনেক অজানা জানা হলো :)
হুম। উনার দৃঢ়চেতা, সাহসী এবং সংগ্রামী চেতনায় আজ আমাদের সবার বিজয়।
অভিনন্দন জানাপু।
সোনাবীজ ভায়ার কথা গুলোই বলতে চাই
জানা আপুর নিরলস প্রচেষ্টা, ধৈর্য এবং বিচক্ষণতা খুবই প্রশংসনীয়। তিনি একটা প্রায় 'অজেয়' বিষয়কে জয় করেছেন তার বুদ্ধিমত্তা, ধৈর্যশীলতা ও বিচক্ষণতা দিয়ে। কোনো প্রশংসাই তাঁর এ সাফল্যের জন্য পর্যাপ্ত না। তাঁকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং অভিননন্দন এবং প্রথম বাংলা প্লাটফর্ম উপহার দেয়ার জন্য কৃতজ্ঞতা।

তিনি দীর্ঘজীবী হোন, এই কামনা করি।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উনার দৃঢ়চেতা, সাহসী এবং সংগ্রামী চেতনায় আজ আমাদের সবার বিজয়।


একদম ঠিক বলেছেন। উনাকে একটা স্যালুট দেওয়ার ইচ্ছা ছিল। ভার্চুয়াল জগতে তো সেটা হয় না। আমি লেখার জগতের মানুষ। তাই এই পোস্টটি দিয়ে উনাকে স্যালুট দিলাম।

১৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার তথ্য সংগ্রহ ও শেয়ার করলেন ভাইজান। জানাপু সম্পর্কে অনেক অজানা জানা হলো। ধন্যবাদ দিয়ে আপনাকে খাটো করব না।
মন্তব্যগুলির মধ্যে সোনাবীজ ভাই ও বিদ্রোহী ভৃগু ভাইয়ের মন্তব্য দুটি খুব ভালো লাগলো।ঐ মন্তব্যটি দুটির পরে নতুন করে কিছু আর বলার নেই। ওনাদের মন্তব্যে লাইক।
শুভকামনা জানবেন।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জানা ম্যাডাম অনেকটা নিরবে কাজ করেন। এই কারণে তার সম্পর্কে অনেক কিছুই আমাদের অজানা। এই অজানাকে কিছুটা জানার জন্যই এই পোস্ট।
ধন্যবাদ ভাই পদাতিক চৌধুরী।

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪১

জুনায়েদ বি রাহমান বলেছেন: জানা আপু সম্পর্কে জানালাম। ব্লগ বাংলাদেশে বন্ধ হওয়ার পর, তৃতীয় মাত্রা নামক আলোচনা অনুষ্ঠানে আপুকে দেখেছিলাম।

স্যালুট ও শুভেচ্ছা আপুকে।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চ্যানেল আই-এর তৃতীয় মাত্রায় তাঁর বক্তব্য আমাদের সবাইকে সম্মানিত করেছে। ধন্যবাদ ভাই জুনায়েদ বি রাহমান।

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৮

আখেনাটেন বলেছেন: জানা আপার অনেক অজানা তথ্য জেনে ভালো লাগল।

মা-মাটি-মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে এই রকম একটি অলাভজনক প্রতিষ্ঠান এভাবে বছরের পর বছর টেনে নেওয়া যায় তা যদি আমরা উপলব্ধি করতুম।

গুণী মানুষটি ভালো থাকুক এই কামনা।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মা-মাটি-মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে এই রকম একটি অলাভজনক প্রতিষ্ঠান এভাবে বছরের পর বছর টেনে নেওয়া যায় তা যদি আমরা উপলব্ধি করতুম।


সত্যিই তাই। ধন্যবাদ ভাই আখেনাটেন।

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২৬

মাআইপা বলেছেন: জানা হলো অনেক কিছু । সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মাআইপা।

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:৩৫

কাওসার চৌধুরী বলেছেন:



জানা আপু আমাদের অনেকের কাছেই অজানা, অপ্রকাশিতই।
ব্লগেও তেমন লিখেন না। হয়তো ছদ্মনামে লিখছেন। তবে আমার মনে হয় তিনি নিভৃতচারী এবং কিছুটা আত্মকেন্দ্রিক। প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। গত আট মাস ধৈর্য ধরে সামহোয়্যারইন ব্লগকে ফিরিয়ে এনেছেন, এটা খুব বড় অর্জন। আমরা সত্যি খুব কৃতজ্ঞ আপুর কাছে। সামহোয়্যারইন ব্লগ আছে বলেই আমি ও আমরা লিখতে পারছি। কতশত ব্লগার আজ সামহোয়্যারইনে লিখে আজ প্রতিষ্ঠা পেয়েছেন, নামকরা লেখক হয়েছেন।

আপুর জন্য শুভ কামনা রইলো।

২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ, তিনি প্রচার বিমুখ মানুষ। আড়ালে থেকে কাজ করতেই পছন্দ করেন। এনটিভির একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি বলেছেন, সাধারণত তিনি ব্লগ লিখেন না, তবে অন্যান্যদের পোস্টে মাঝে মাঝে মন্তব্য করেন। সামুতে ব্লগার হবার পর আমিও এরকমই দেখেছি।
ধন্যবাদ ভাই কাওসার চৌধুরী।

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উনি নিঃসন্দেহে একজন গ্রেট মানুষ। আপনি যথার্থই বলেছেন। ধন্যবাদ ভাই রাজীব নুর।

ভালো থাকুন। দোয়া করবেন।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০১

বিজন রয় বলেছেন: সুন্দর।
++++

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই বিজন রয়।

২০| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৪

নীল আকাশ বলেছেন: আপনি দারুণ একটা লেখা দিয়েছেন। অনেক অজানা তথ্য দিয়েছেন যেইগুলি আমি কেন অনেকেই জানতো না।
ব্লগের এত চমৎকার সময়ে এত সুন্দর বিষয়ের উপর পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবং জানা আপুকেও অভিনন্দন এত দৃঢ় মনোভাব নিয়ে ব্লগের এই দুঃসময় পার করার জন্য।
শুভ সকাল এবং শুভ কামনা।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অনেকে জানা ম্যাডামের ত্যাগ স্বীকার সম্পর্কে জানতেন না বলেই এই পোস্ট দেওয়া। তিনি যে কতটা দৃঢ়তা সম্পন্ন, বিচক্ষণ ও ধৈর্যশীল মানুষ, তা' এই স্বল্প পরিসর লেখায় তুলে ধরা অসম্ভব। তবু তাঁকে কিছুটা হলেও তো জানা হলো।

ধন্যবাদ নীল আকাশ।

২১| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২০

সাদা মনের মানুষ বলেছেন: অজানা এই জানাকে জানাই স্যালুট

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কামাল ভাই। আমার এই লেখাই ম্যাডামের প্রতি আমার স্যালুট।

২২| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৩

সাদা মনের মানুষ বলেছেন: জানা আপুর সাথে কি আপনার রাজশাহীতে দেখা হয়েছিল?

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে না, উনার সাথে আমার কোনদিন দেখাই হয়নি।

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৬

সাদা মনের মানুষ বলেছেন: জানা আপুর সাক্ষাৎকার আপনি কখন কিভাবে নিলেন?

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি উনার কোন সাক্ষাতকার নিইনি কামাল ভাই। বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য সংগ্রহ করা। প্রধানত মাছরাঙা চ্যানেলের রাঙা সকাল অনুষ্ঠান (১৮-৬-২০১২) এবং চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা, এনটিভির একটি সাক্ষাতকার, একটি বিদেশী চ্যানেলের সাক্ষাৎকার ও উইকিপিডিয়া থেকে এসব তথ্য সংগ্রহ করেছি। ম্যাডাম সম্পর্কে অজানা তথ্যগুলো মুলত মাছরাঙা চ্যানেল থেকে পাওয়া বলে সূত্র হিসাবে মাছরাঙা ও উইকিপিডিয়ার নামই উল্লেখ করেছি। অন্য সূত্রগুলোর উল্লেখ প্রয়োজন মনে করিনি।
আর একটা কথা। জানা ম্যাডাম নিজের মুখে এই তথ্যগুলো জানিয়েছেন বিধায় তথ্যগুলো ১০০% নির্ভরযোগ্য।

২৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০১

সাদা মনের মানুষ বলেছেন: নেন আপ্নার বেড টি

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি কী এখনো বেডে আছি নাকি? এত বেলা পর্যন্ত সাদা মন ভাই ঘুমাতে পারেন, আমি না।

২৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২০

অন্তরন্তর বলেছেন: বাংলা ব্লগিং ইতিহাসে জানা মেডামের নাম সবসময় উজ্জ্বল থাকবে। উনার সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম হেনা ভাইয়ের কারনে। উনাকে এবং আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলা ব্লগিং ইতিহাসে জানা মেডামের নাম সবসময় উজ্জ্বল থাকবে।

আপনি যথার্থই বলেছেন। আমি নিজেও তাই মনে করি। ধন্যবাদ অন্তরন্তর।

২৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৫

মোস্তফা সোহেল বলেছেন: জানা আপুর অজানা তথ্য জেনে ভাল লাগল।
আপুকে অভিনন্দন।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।

২৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৫

হাসান রাজু বলেছেন: এমন একটা লড়াই শেষে জানা আপুর বীরত্বের খাতিরেই এমন একটা পোস্ট আসা উচিৎ ছিল । সাধারণত কারো সম্পর্কে লিখতে গেলে আমরা আবেগ তাড়িত হই। কিন্তু আপনার লিখায় ছিল পরিমিত আবেগ। পড়ে ভালো লেগেছে। অশেষ ধন্যবাদ এমন পোস্টের জন্য। আর জানা আপুকে জানাই তার সাফল্যের জন্য অভিনন্দন।

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য। লেখার শিরোনাম এবং লেখার মধ্যে পরিমিতিবোধ রক্ষা করা আমার স্বভাবজাত অভ্যাস। ধন্যবাদ ভাই হাসান রাজু।

২৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৪

খোলা মনের কথা বলেছেন: জানা আপু সম্পর্কে অনেক কিছু জানলাম। আগে জানা ছিল না। ধন্যবাদ আবুহেনা ভাইকে এমন একটি তথ্যবহুল পোষ্ট দেওয়ার জন্য

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জানা অজানাকে তাহলে কিছুটা হলেও জানা হলো। তাই না?


ধন্যবাদ ভাই খোলা মনের কথা।

২৯| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪০

সাদা মনের মানুষ বলেছেন: বুড়া বয়সেও উইকিপিডিয়া, বিদেশী চ্যানেল এতোসব বুঝেন কেম্নে? |-)

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমারে বুড়া বলেন ক্যান? বয়স তো মাত্র ৬৫। বিদেশীরা এই বয়সে বিয়ের জন্য শপিং করে।

৩০| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৪১

সাদা মনের মানুষ বলেছেন: বেড থাইকা নাইমা কিতা খান, একবার খালি আওয়াজ দেন B-)

২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এখন তো লাঞ্চ আওয়ার। ডাল আর পুঁটি মাছের চচ্চরি দিয়ে সাদা ভাত হলে মন্দ হয় না।

৩১| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৮

ভুয়া মফিজ বলেছেন: জানা আপার সংক্ষিপ্ত অটোবায়োগ্রাফী জানা হলো। আপনাকে ধন্যবাদ। :)

মহান আল্লাহ উনাকে দীর্ঘজীবন দিন, আর উনার কর্মকে আরো মহামান্বিত করুন।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ভুয়া মফিজ।

৩২| ২৭ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জানাপির জন্য অনেক দোয়া রইল।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান সুজন।

৩৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ভাতের পাতিল খালি, আর পুটি মাছ বাজারে পাওয়া যাইতাছে না :)

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাত খাইয়ালাইছি। আমনে কাবাব আর বিরিয়ানির সাথে বুরহানি দিয়া ডিনারের আয়োজন করেন।

৩৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চাঁদগাজী বলেছেন:


উনি উনার অধিকারকে প্রতিষ্ঠা করেছেন, আমাদের অধিকারকে প্রতিষ্ঠা করেছেন; উনার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রলো।

আর কি বলব। :)

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চাঁদগাজী সাহেব সঠিক কথা বলেছেন। ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

৩৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: মন্তব্য গুলো পড়তে পোষ্টে আবার আসা।
সবাই খুব সুন্দর মন্তব্য করেছেন।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আসবেন না কেন? নিশ্চয় আসবেন। ব্লগমুক্তির আনন্দে সবাই আপ্লুত। মন্তব্যগুলোর মধ্যে ব্লগের প্রতি ভালোবাসা এবং জানা ম্যাডামের প্রতি শ্রদ্ধাবোধ সুস্পষ্ট।

ধন্যবাদ ভাই রাজীব নুর।

৩৬| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কিছু জানা আর কিছু অজানা সব মিলিয়ে দারুন কিছু জানা হলো । দারু ন শেয়ার কোন সন্দেহ নেই । জানা ভাল থাকুক সুস্থ থাকুক সুদীর্ঘ আনন্দময় জীবন লাভ করুক ।

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার।

৩৭| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৯

ডঃ এম এ আলী বলেছেন: সম্পুর্ণ অযৌক্তিক কারণে বন্ধী দশা হতে সামুর মুক্তিতে বেদনার আঁধারীতে ঢাকা মনে যে আনন্দঘন পরিবেশের সৃস্টি হয়েছে তা প্রকাশ করে শেষ করা যায় না । এই মুক্তির আন্দোলনটি ছিল না মসৃন , এর সাথে যুক্ত ছিল বিবিধ ধরনের ঝুঁকি । সমস্ত জানা অজানা ঝুঁকিকে নীজ স্কন্ধে নিয়ে জানা’পু যে বিজয় ছিনিয়ে এনেছেন আমাদের জন্য সে জন্য রইল তাঁর প্রতি প্রাণডালা অভিনন্দন । তাঁরই প্রয়াসে আজ দেখতে পাচ্ছি কালো মেঘে ঢাকা আকাশে রক্তিম সুর্যের বিজয় আভা। ব্লগের ক্রান্তিকালে যারা ব্লগটিকে সচল রেখেছেন মুখর বিচরণের মাধ্যমে, তাঁদের প্রতিও রইল শুভেচ্ছা । আর যারা ব্লগের বন্ধী জীবনের কষ্ট বুকে নিয়ে নীজেদেরকে বঞ্চিত রাখতে বাধ্য হয়েছেন তাঁদের প্রতি হৃদয় নিঃসৃত জোর অনুরোধ রইলো ফিরে আসার এবং সামুর এই সুশোভিত কাননকে আবারো হাসি আনন্দের মেলায় মুখরিত করে তোলার। ব্লগের সকলের প্রিয় জানা আপু’র বিষয়ে অজানা কিছু বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ । পোষ্টটি প্রিয়তে গেল ।

আপনার প্রতিও রইল শুভকামনা

২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী। আপনার কাছ থেকে আগের মতো অসাধারণ কিছু পোস্ট চাই। আপনার শরীর এখন কেমন?

৩৮| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৬

ফয়সাল রকি বলেছেন: জানা আপুকে ধন্যবাদ।
হ্যাপি ব্লগিং...

২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই ফয়সাল রকি। শুভ ব্লগিং।

৩৯| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন, সরকারের উচিত উনাকে একুশে পদক দেয়া।

২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমিও তাই বলি। একুশে পদক জানা ম্যাডামের প্রাপ্য। ব্লগে ঢোকার সমস্যা কী মিটেছে লিটন ভাই?

৪০| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


আপুর জন্য ভালবাসা, শ্রদ্ধা আর শুভেচ্ছা রইল

সেই সাথে আপনারা যারা এত দিন সাথে ছিলেন তাদেরও ধন্যবাদ ।

অনেক ব্লগার ফিরে এসেছেন । দেখে ভাল লাগছে ।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই অপু দ্যা গ্রেট।

৪১| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ হেনা ভাই
জানা আপুর অজানা তথ্য শেয়ার করার জন্য।

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই। পোস্ট দিয়ে ব্লগকে প্রাণবন্ত করে তুলতে অনুরোধ রইল।

৪২| ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না।
এখনো সিঁদ কেটে ঢুকছি !

২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি ফিডব্যাকে সামুকে জানান। সবাই ঢুকতে পারছে, আপনি পারছেন না। নিশ্চয় কোন কারণ তো আছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.