নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আওয়াজ

Azharul

শিরোনামহীন

Azharul › বিস্তারিত পোস্টঃ

ফেলে আসা শৈশব হাতছানি দিয়ে ডাকে।

০১ লা জুন, ২০১৫ ভোর ৪:১৩

মাঝে মাঝে কিছু রাত আসে শত চেষ্টা করেও ঘুমাতে পারি না। শুধু শৈশবের কথা মনে পরে। বর্তমান সময়ের সাথে শৈশবের তুলনা করি। আর তখন মনে হয়, কখনো কি আবার সেই সময়ে ফিরে যেতে পারব।
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতাম। কত আদর করে মা খাওয়াইয়া দিত। তারপর দুপুর পর্যন্ত খেলা করতাম। মা গোসল করিয়ে দিত, মাথায় সরিষার তেল দিয়ে দিত। দুপুরের খাবার খেয়ে আবার বন্ধুদের সাথে খেলাধূলায় মেতে থাকতাম সন্ধা পর্যন্ত। তখন ছিলনা কোনো দায়িত্ববোধ, মনে হত এভাবেই চলে যাবে। কিন্তু না ধীরেধীরে যত বড় হচ্ছি দায়িত্ব কর্তব্যবোধ কোথা থেকে এসে ভর করছে।
এখন নিজেকে অনেক ভীতু মনে হয়। মনে হয় আমি পারবনা, বাবা-মা, ভাই-বোনদের জন্য কিছু করতেে। মাঝে মাঝে মনে হয় এই বুঝি কোনো আপনজনকে হারালাম।
আমি আবার ফিরে যেতে চাই আমার ছেলেবেলায়। আমার ভাল লাগেনা এই সব ঝামেলা। আমি মুক্ত- স্বাধীন ভাবে বেঁচে থাকতে চায়।
কেউ কি পারবে আমাকে সেই সোনালী দিনগুলো ফিরিয়ে দিতে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৫ সকাল ৭:১২

জাহাজ ব্যাপারী বলেছেন: কেমন আছো শৈশব দিন।

২| ১৩ ই জুন, ২০১৫ সকাল ৮:৫০

Azharul বলেছেন: শৈশব দিন ভাল নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.