নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওবায়েদ উল্লাহ আইমান

ওবায়েদ উল্লাহ আইমান › বিস্তারিত পোস্টঃ

বিজয়, অভ্র কিংবা ইউনিকোড নিয়ে সমস্যায় পড়েছেন? তাহলে এ পোস্টটি আপনার জন্য ।

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

আসসালামুআলাইকুম । আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন । ভালো থাকাটাই সব সময়ের প্রত্যাশা । কম্পিউটার-এ বাংলা লেখা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই... এ বিষয়ে আমি একটি কার্যকরী সমাধান দেয়ার চেষ্টা করব... চলুন শুরু করি ।



বাংলা ইউনিকোড এর ব্যবহার এখন সর্বত্র, ইউনিকোড এর পরিবর্তে আপনি যদি বিজয় দিয়ে বাংলা লিখেন তাহলে সেটি বিভিন্ন ওয়েব সাইট এ উল্টা পাল্টা অক্ষর এর মত দেখাবে। তাই আপনার প্রয়োজন ইউনিকোড দিয়ে বাংলা লেখা । এজন্য অনেকে অভ্র দিয়ে লিখেন, অনেকে খুবই সাচ্ছন্দ মনে করেন অভ্র দিয়ে লিখতে । আবার অনেকে মনে করেননা ।



আপনি যদি শুরু থেকেই অভ্র দিয়ে লিখতে থাকেন, তবে সেটা আপনার জন্য ভালো । আবার যারা অনেকে দীর্ঘদিন ধরে বিজয় ব্যবহার করে বাংলা লিখে আসছেন, তাদের কাছে অভ্র কিছুটা ঝামেলা মনে হওয়াটাই সাভাবিক । তাই আপনি চাইলে বিজয় নিয়েই থাকতে পারেন ।



আবার বিজয় কিংবা অভ্র নতুনদের কাছে প্রথম পর্যায়ে ঝামেলা মনে হতে পারে । সেক্ষেত্রে গুগল ট্রান্সলেটর কিংবা ব্লগার এর সাহায্য নিতে পারেন । গুগল ট্রান্সলেটর আর ব্লগার এর মধ্যে লেখার মূল পার্থক্য হচ্ছে গুগল ট্রান্সলেটর এ লেখার পর ডিলিট করতে গেলে প্রিভিউ দেখায়, আর ব্লগার এ লেখার সাথে সাথেই প্রিভিউ দেখায় ।



অনেকেই বিজয় বা অভ্র এর ইন্টাফেস বুঝতে না পেরে গুগল ট্রান্সলেটর এর সাহায্য নেন, কেউ বা ব্লগার এর ইন্টারফেস এ বাংলা লিখতে চেষ্টা করেন । এভাবে লিখতে লিখতে এমন একটা অবস্থা হয় অনেকে এমএসওয়ার্ড এ বিজয় ইন্টাফেস এ বাংলা লিখতে গিয়ে সমস্যা হয় । তখন ইউনিকোড এর মত করে লিখতে গিয়ে লিখা সম্ভব হয়না, আবার ইউনিকোড এর ইন্টারফেস এ গিয়ে বিজয় কি বোর্ড এর মত করে বাংলা লিখতে গেলেও তাও সম্ভব হয়না । তাই ইউনিকোড, অভ্র আর বিজয় নিয়ে কিঞ্চিত সমস্যায় পড়তে হয় । এসব সমস্যাটি পরিত্রান পেতে আপনি একটা কাজ করতে পারেন । আর তা হলো ধরুন, আপনি ইউনিকোড দিয়ে কিভাবে বাংলা লিখতে হয় তা জানেননা, কিন্তু আপনার ইউনিকোড এর লেখা বাংলা-ই লাগবে । এক্ষেত্রে কি করবেন? আবার ধরুন আপনি ইউনিকোড দিয়েই বাংলা লিখেন, কিন্তু বিজয় দিয়ে কিভাবে লিখে তা জানেননা । সেক্ষেত্রে কি করবেন ?



আপনি যদি শুধু বিজয় দিয়েই বাংলা লিখতে জানেন, তাহলে কষ্ট করে ইউনিকোড দিয়ে লেখার বারবার ব্যর্থ চেষ্টা করবেননা, একটি লিখতে গিয়ে আরেকটি ভুলে গেলে আপনার অফিশিয়াল সহ বিভিন্ন কাজে জটিলতা সৃষ্টি হতে পারে ।



মনে করুন একটি লেখা আপনার বিজয় দিয়ে লিখেছেন সেটি ইউনিকোড এর লেখা হওয়া প্রয়োজন।



এজন্য প্রথমেই এ ওয়েব সাইট - এ যান ।



বিজয় টু ইউনিকোড সিলেক্ট করুন । এবার আপনার বিজয় দিয়ে লেখা কন্টেন্ট প্রথম ইন্টাফেস এ পেস্ট করুন । তারপর কনভার্ট এ ক্লিক করুন ।



আপনি দিতীয় ইন্টারফেস এ ইউনিকোড এর লেখা দেখতে পাবেন ।



একইভাবে মনে করুন একটি লেখা আপনি ইউনিকোড দিয়ে লিখেছেন সেটি বিজয় এর লেখা হওয়া প্রয়োজন।



ইউনিকোড টু বিজয় সিলেক্ট করুন । এবার আপনার ইউনিকোড দিয়ে লেখা কন্টেন্ট প্রথম ইন্টাফেস এ পেস্ট করুন । তারপর কনভার্ট এ ক্লিক করুন ।



আপনি দিতীয় ইন্টারফেস এ বিজয় ইন্টাফেস এর লেখা দেখতে পাবেন ।



এভাবে আপনি এক ইন্টারফেস থেকে আরেক ইন্টাফেস এ বাংলা লেখা কনভাট করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন সকল ওয়েব সাইট সহ বিভিন্ন মাধ্যমে ।



কাজের সুবিধার্থে অভ্র এর বাংলা কি বোর্ড লে আউট জেনে রাখতে পারেন ।



কাজের সুবিধার্থে বিজয় বাংলা কি বোর্ড লে আউটও জেনে রাখতে পারেন ।



ইন্টারনেট, ওয়েবসাইট কিংবা বিভিন্ন মিডিয়ায় বাংলা ফন্ট দেখা যায়না, উল্টা পাল্টাভাবে বাংলা ফন্ট গুলো দেখায় আবার অনেক সময় বক্স আকারে শো করে । এ ক্ষেত্রে শুধু একটি ফন্ট সেটাপ করে আপনি বাংলা লেখা দেখতে পাবেন । এমন অবস্থা ফেস করলে নিচের সাইটটিতে যান।



ফ্রি ডাউনলোড বাংলা ফন্ট ।



ফন্টটি ডাউনলোড হয়ে গেলে সেটি কপি করে কন্ট্রোল প্যানেল এর ফন্টস এ গিয়ে পেস্ট করুন ।



তারপর দেখবেন বাংলা লেখাগুলো ঠিকমত দেখাচ্ছে ।



ধন্যবাদ সবাইকে, আশা করি বাংলা লেখা নিয়ে আর কোনো সমস্যা হবেনা ।







আমার ফেসবুক । আমার ব্লগ । আমার ফেসবুক পেজ ।







একটি কথা না বললেই নয়, সাভার ট্রাজেডির জন্য মনটা খুবই ব্যাথিত হয়ে আছে, আমরা সবাই যেন তাদের জন্য দোআ করি, আল্লাহ যেন মৃতদের জান্নাত নসিব করেন, আর যারা চিকিত্সাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য লাভের মাধ্যমে সুষ্ঠু জীবনে পদার্পনের তাওফিক দান করেন । আমীন ।



পরিশেষে আমার নতুন ব্লগে লেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি ।



http://techinfobd.net/



সবার জন্য শুভ কামনা ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

পত্রদূত বলেছেন: +++++

২| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৬

হাইল্যান্ডার বয় বলেছেন: সুন্দর সুন্দর...।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর সাজেশান
অনেকেরই কাজে আসবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.