![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ কাজ করতে চাই। সবসময় সাধারণ কাজ করতে পারাকে আমি অসাধারণ মনে করি।
অপারেটর থেকে ফোন আসল হঠাৎ।৪৫৪৫, ২৫২৫এ ধরনের না;সরাসরি
১১ ডিজিটের নাম্বার থেকে কল (বাকিগুলা আমরাথোড়াই কেয়ার করি)।
বায়োমেট্রিক নিবন্ধনের কথাজানাল। শুধু অপারেটর কেন, রাস্তাঘাট
হইতে শুরুকরে যাবতীয় ওয়েবসাইটে পপ আপ হয়ে ঝুলছে নোটিশ।
পদক্ষেপ জোরদার মনে হচ্ছে, অতএব আড্ডায় উঠল ইস্যুটা। বললামভালইহল, এবারফোনে আজাইরা থ্রেট দিয়া, ক্রাইম কইরা পালাইব
কোথায় বাছাধনেরা? সাংঘাতিক পদক্ষেপ!
বড় ভাইতখনিতর্জনী তুলিলেন- "সাধুসাবধান"
বললাম-সমেস্যা ?
বললেন, "সরকারি ডাটাবেস আর প্রাইভেট কিছুমাল্টিন্যাশনালের
ডাটাবেস এক কথানা।কিছুপ্রাইভেট কোম্পানী দেশের তাবৎ জনতারআঙ্গুলের ছাপনিয়া বইসাআছে, ভাইবা দ্যাখ কিকিহইতে পারে!"
ভাবা শুরুকরলাম-এয়ারটেল, রবি,বাংলালিংক, জিপি সবই
মাল্টিন্যাশনাল।টাকার অঙ্ক বাড়ানোই তাদের দেশ ভ্রমণের মূল
উদ্দেশ্য, জনসেবা নয়। হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে যারা
ব্যবসা করে যায়তাদের কাছে আপামরজনসাধারনের ফিঙ্গারপ্রিন্ট
তুলে দেওয়ার যৌক্তিকতা নিয়ে ভাবলাম। বিশ্বাসের জায়গাতে জুয়া চলবেনা। এয়ারটেলের ডাটাবেস হইতে সব
আঙ্গুলের ছাপভারতীয় ইন্টেলিজেন্সের কাছে যাবেনা তার গ্যারান্টি
কি?কিংবা জিপির হাতধরে ইয়োরোপ, আম্রিকা? ভাবুন,প্যারিস
হামলার পর অবিস্ফোরিত বোমায় কোন বাঙ্গালীর ফিঙ্গারপ্রিন্ট
পাওয়া গেল। ভাবুন,ফিঙ্গারপ্রিন্ট এর বদৌলতে কোন
আন্তর্জাতিক জংগী সংগঠনের সাথে বাংলাদেশের একটামেলবন্ধন কোন বিদেশী পত্রিকার হেডলাইন হল...ফ্যান্টাসি মনে হচ্ছে?- বাদ
দ্যান। খালি ভাবুন,মিথ্যাআসামীকে বাঁচানোর জন্য সত্য প্রমাণ
খুঁজতে গিয়ে উকিলগণের চুল ছিঁড়ার মুহূর্তে বাদী পক্ষের উকিল একটা
ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসলেন (ক্রয় মারফত);ভাবুন,যে তল্লাটে মিথ্যা
মামলা দায়ের করে হোক অথবাসত্য মামলাতেই হোক যেখানে মিথ্যা
আসামী ধরে জেলে ভরারএকটাতুমুল কম্পিটিশনসেখানে কিছু ব্যবসা প্রতিষ্ঠান আঙ্গুলের ছাপের ডাটাবেস নিয়ে বসে আছে...
ভাবতে বিরক্ত লাগছে?-বাদ দেন। চলুন ফ্যাক্ট দেখি কয়েকটা...
মিডিয়া মারফতআমরাইতিমধ্যেই জানি বায়োমেট্রিক সিমনিবন্ধনের
ইতিহাসে বাংলাদেশ পৃথিবীতে দ্বিতীয় দেশ হিসাবে অগ্রণী ভূমিকা
রাখতে যাচ্ছে! রাষ্ট্রীয়ভাবে এধরনের একটাভুল সিদ্ধান্ত কোন দেশ
প্রথম নিয়েছিল তাজানতে ইচ্ছা হয়? আমারওইচ্ছা হল, ঘেঁটে চমকপ্রদ তথ্য পেলাম। এই দুর্ঘটনা প্রথম ঘটায়কোন দেশ- অনুমান
করেন তো দেখি কোন মাথামোটারা এই কার্য সাধনকরেছিল?
সমঝদারমানুষের জন্য ইঙ্গিতই যথেষ্ঠ, তবুও বললাম,২০১৩তে
পাকিস্তানএই ঘটনাঘটিয়ে বিশ্বের ইতিহাসে প্রথম ডিজিটাল
বোকাচোদা হিসাবে আত্মপ্রকাশ করে।
বোঝার ব্যাপারএকটাই,ব্যক্তি হিসাবে নাভেবে রাষ্ট্রীয়ভাবে ভাবার চেষ্টা করুন।সরকারি ডাটাবেসের জন্য ফিঙ্গারপ্রিন্ট নেওয়া আর
কোন বেনিয়া মাল্টিন্যাশনালকর্পোরেটের কাছে ফিঙ্গারপ্রিন্ট জমা
দেওয়ার মধ্যে ফারাকটুকু বুঝতে পারলেই খেল খতম।
সরকারের কাছে একটাইআরজি,
অপরাধদমনে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই জরুরী বিষয়।প্রয়োজনে
ন্যাশনালআইডিরিনিউইয়াল হিসাবে সরকারি উদ্যোগে ফিঙ্গারপ্রিন্ট জমানেওয়া হোক। অপরাধনিধনচাইলে অপরাধীর ভেরিফিকেশনের
দায়িত্বটা রাষ্ট্রের হাতেই বর্তাক। ন্যাশনালআইডিদিয়ে সিম
রেজিস্ট্রেশন হলে তো প্রাথমিক শনাক্তকরণ হয়েই যায়। মোবাইল
মাধ্যমে কোন ক্রাইম হলে তারসাথে ফিঙ্গারপ্রিন্টের কি সম্পর্ক?
ভয়েস কলে কিঅপরাধী ফিঙ্গারপ্রিন্ট রাইখা আসবে? যত্তসব
ননসেন্স!! কথাসহজ, কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়া চলতে থাকা কিছু বেনিয়া
মাল্টিন্যাশনালব্যবসায়িক প্রতিষ্ঠানকে এই ভয়ানকডাটাবেস করতে
দিয়ে রাষ্ট্রের এবং তারনাগরিকদের মাথার উপর ছড়িঘুরাতে দেওয়া
যাবেনা। ফিঙ্গারপ্রিন্ট একজন মানুষের চূড়ান্ত লেভেলের প্রাইভেট, এ
জিনিস লিফলেট বানাইয়া বেচার জন্য কারো হাতে তুলে দিতে আমরা
রাজি না।সমেস্যা নাই,সোজা আঙ্গুলে ঘিনাউঠলে বাঙ্গালী চিরকালই আঙ্গুল বাঁকাইয়া অভ্যস্ত।
বিঃদ্রঃ এই কথাগুলো সবাইকে জানান, আর বলুন যাতে কেউ এই
বায়োমেট্রিক নিবন্ধন নাকরে। ব্যবসায়ি বলে কথা,দিনশেষে একটা
ভারী সংখ্যক মানুষরেজিস্ট্রেশন নাকরলে এতগুলা সিমবন্ধ করে
দেওয়া এত সহজ হবেনা। #no #biometric #registration #my
#fingerprint #is #not #for #sale
(সংগ্রহীত)
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪
রাইসুল ইসলাম রাণা বলেছেন: ভালো বলেছেন
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১১
কবি এবং হিমু বলেছেন: যার লেখাই হোক,লেখায় কিন্তু যুক্তি আছে।আর ও জেনে অবাক হলাম বাংলাদেশ ২য়।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭
টু-স্টেপ বলেছেন: Reasonable argument. It is really stupid that you are giving your identity information to some multinational company for just a sim card.
I bought a sim card in canada. They didn't even ask my name. I just paid for sim card and that's it.
I think someone should go to high court to make sure that govt took all the necessary steps to protect your data.
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিন্ন দৃষ্টিতে চোখ মেলে দেখালেন!
তাইতো বলি অভিনেত্রী তারানা হালীম হঠাৎ করে অপরাধ বিশেষজ্ঞ হয়ে গেলেন কেনু!!!!!
রাষ্ট্রীয় ডাটাবেজে কোন আপত্তি নেই।
বেনিয়া কোম্পানীর কাছে -দিতে রাজী নই।
++++++++++++++++++
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
সুমন কর বলেছেন: হায় হায় !!! আমার কি হপ্পে !! আমি তো করলাম !!
আপনার সংগৃতীত পোস্ট পড়ে বুঝলাম, তাহলে এটার দরকার নেই।
বন্ধ করা হোক।
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
মহা সমন্বয় বলেছেন: পাকিস্তানএই ঘটনাঘটিয়ে বিশ্বের ইতিহাসে প্রথম ডিজিটাল
বোকাচোদা হিসাবে আত্মপ্রকাশ করে।
ন্যাশনাল আইডি কর্ডের সাথে ফিঙ্গার প্রিন্ট ঠিক আছে কিন্তু মোবাইল নাম্বারে কেন ?
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
অসময়ের ঝড় বলেছেন: সচেতন নিজে হউন,অন্যকে করুন।
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
গেম চেঞ্জার বলেছেন: আমি তো শংকিত।
১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন:
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৯
আ স রনি আহমেদ বলেছেন: জাতি একটা বাঙ্গালী জাতি যে যেভাবে পারলো কইরা লইলো।। আপনার কথাগুলো অবশ্যই সম্ভব তবে এটা কি জাতি ভুলে গেলে চলবে না আইডি কার্ড একজনের কিন্তুু আঙ্গুল চাপ অন্যের।
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৩
বিদগ্ধ বলেছেন: চিন্তিত
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
যত্তসব ননসেন্স!!
কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়া চলতে থাকা কিছু অসাধু বেনিয়া মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানকে এই অতি একান্ত ভয়ানক ডাটাবেস উম্মুক্ত করে দিয়ে রাষ্ট্রের এবং নাগরিকদের জীবন অনিরাপদ করার কোন মানে হয়না। ফিঙ্গারপ্রিন্ট একজন মানুষের চূড়ান্ত লেভেলের প্রাইভেট,
এ জিনিস লিফলেট বানাইয়া বেচার জন্য কারো হাতে তুলে দিয়ে সারা বিশ্বে আমাদের জীবন বিপর্যস্ত করতে আমরা রাজি না।
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১২
দিগন্ত জর্জ বলেছেন: ন্যাশনালআইডিদিয়ে সিম রেজিস্ট্রেশন হলে তো প্রাথমিক শনাক্তকরণ হয়েই যায়। মোবাইল মাধ্যমে কোন ক্রাইম হলে তারসাথে ফিঙ্গারপ্রিন্টের কি সম্পর্ক?
পুরোপুরি সহমত। অনেকগুলা মেসেজ পাইলাম ফোনে। ফিঙ্গারপ্রিন্ট দেই নাই এখনো। আশা করি দিবোও না।
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭
নিরব ঘাতক ফাহিম বলেছেন: +
১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭
আমিই মিসির আলী বলেছেন: দারুন জিনিস শেয়ার করলেন। আসলেই এই প্রাইভেট কোম্পানির নিকট এই ব্যক্তিগত জিনিসটা দেয়া ঠিক হবে না।
এসব হুজুগে নিরাপত্তার দরকার নাই।
১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪
আহসানের ব্লগ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭
আহমেদ জী এস বলেছেন: অসময়ের ঝড় ,
সংগ্রহ করে ঝড় তুলে আনলেন ।
no biometric registration
no biometric registration
no biometric registration