নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজিব ভাই

আজিব ভাই › বিস্তারিত পোস্টঃ

কেজিবি- কই যাবি????

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

এক থা টাইগার আর ফানথম দেখলাম রিসেন্টলি। মুভিগুলায় তো গোয়েন্দাগিরিরে সুপারম্যান জাতীয় কাজ কারবার বানায়া ফেলসে। আরে ভাই ফেলুদাও তো দেখসি। একেবারে মুগ্ধ হয়ে দেখা যারে বলে। কিন্তু আসল দুনিয়ায় স্পাইং এ কি এত সাসপেন্স থাকে?
কিন্তু ব্যাপারটা হইল আসল দুনিয়ায় স্পাইং আরো দুর্ধর্ষ। রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিবির টুলগুলো দেখলে আন্দাজ করা যায় এই অজানা সেক্টরটা কিরকম সফিস্টিকেটেড।

ডেড ড্রপ
আমার কাছে সব থেকে ইনভেটিভ লাগসে ডেড ড্রপ টারে। যে এইটা বানাইসে সে আসলেই একটা মাল। এটার ভিতর দিয়ে স্পাইরা তথ্য আদান-প্রদান করত। আমজনতা দেখবে নাট-বল্টু আর নিরাপদে গুরুত্বপূর্ণ তথ্য পাচার হয়ে যাবে।

ফটোগ্রাফিক ইকুইপমেন্ট
এই জিনিশটা কেজিবি ইউজ করত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কপি করতে। কনফেডিন্সিয়াল ফাইল যে বেহাত হয়ে গেছে তা কেউ টেরও পাবে না।

৪.৫ এমএম সিঙ্গেল শট লিপস্টিক গান
কিউট এবং একিসাথে প্রাণঘাতী। চিন্তা করেন! যেকোনো ফুটা থেকেই গুলি বের হতে পারে।
সাধু সাবধান। বাই দা রাস্তা লিপ্সটিকের কালারটা সুন্দর হইসে।




একে ৪৭
একেবারে সিম্পল বাট এফেক্টিভ ট্রিক্স। একে ৪৭ টা ব্রিফকেসে এমনভাবে সেট করা থাকবে যে টিপ দেয়া মাত্রই ইহা থেকে গুলি বের হবে মাগার গুলি খাওয়া ব্যক্তি গুলিটা কোথা থেকে বের হইল ইহা চিন্তা করতে করতেই হাসপাতালে।


পেন ক্যামেরা
এই জিনিস চাইনিজদের বদৌলতে এখন কিনতেও পাওয়া যায়। কিন্তু যে আমলে কেজিবি এটা ব্যবহার করত যে আমলের বিবেচনায় দারুন জিনিস।



ডিসেপেয়ারিং ইঙ্ক পেন
চাইনিজ ভাই তোরা বাইচা থাক...


বোতামের পিছনে আটকানো অবস্থায় মাইক্রফ্লিম
সমস্ত শরীর সার্চ কইরাও কিছু পাইবেন না। মানিক রতন সব বোতামের নিচে।






গ্লোব পিস্তল
খালি তাক করবেন আর কাহিনী খতম পিস্তল কই দেখার টাইম আসে নাকি!


টেলিফোন মনিটরিং ইকুইপমেন্ট
এত কথা কিসের হুম। ফোনে আড়িপাতা বহুত পুরানো জিনিস।




আর একজন আপাদমস্তক কেজিবি দা কই যাবি কর্নেল। চিনেন তো নাকি?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৯

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন। ++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

আজিব ভাই বলেছেন: মন্তব্য করার জন্য শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.