![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে একাকী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। একাকী মানুষের সংখ্যা বেড়ে এখন স্মরণাতীতকালের সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে, এমনটাই জানাচ্ছে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার সাম্প্রতিক একটি সংখ্যা।
‘একাকী’ বলতে একাকী বসবাসকারী মানুষ। একটি বাড়িতে একজন মাত্র মানুষ—এই পরিস্থিতি, বিশেষ করে পাশ্চাত্যের অধিকাংশ দেশেরই এখন স্বাভাবিক চিত্র। জানা যাচ্ছে, এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে আছে সুইডেন। সেখানে জনসংখ্যার ৪৭ ভাগই থাকে একা। পরিসংখ্যানে আরও জানা গেল, নরওয়ে, জার্মানি, ব্রিটেন, হল্যান্ড—এসব দেশের জনসংখ্যার প্রায় ৪০ ভাগ একাকী বসবাস করে। সে হিসাবে বলা যেতে পারে, পাশ্চাত্যের অধিকাংশ দেশের প্রায় অর্ধেক অধিবাসী এখন থাকে একা।
এ এক অভূতপূর্ব অবস্থা। আদিম মানুষেরা গোষ্ঠীবদ্ধ হয়ে গা মাখামাখি করে থাকত। এরপর মানুষ থাকতে শুরু করে যৌথ পরিবারে, যৌথ পরিবার ভেঙে হয় একক পরিবার। এখন দেখা যাচ্ছে, একক পরিবার হয়ে দাঁড়াচ্ছে একক মানুষে। পরিবার এখন অনেক দেশেই আর অনিবার্য কোনো প্রতিষ্ঠান নয়। প্রেম, বাৎসল্য, যৌনতা—এগুলোর জন্য বিয়ে বা পরিবার গঠন অনেক দেশেই এখন আর অবধারিত কোনো ব্যাপার নয়। বিয়ের বদলে একসময় পাশ্চাত্যের নারী-পুরুষ চর্চা করেছে লিভিং টুগেদারের, এখন সেটি হয়ে দাঁড়িয়েছে লিভিং অ্যাপার্ট টুগেদার। অর্থাৎ দম্পতি তারা ঠিকই, কিন্তু থাকে পৃথক বাড়িতে।
তবে পত্রিকাটি বলছে, একাকী মানুষ মাত্রই নিঃসঙ্গ, এমন ভাবার কোনো কারণ নেই। একজন মানুষ এখন শুধু একটা ল্যাপটপের সামনে বসে ই-মেইল, ফেসবুক, টুইটারের মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তে গড়ে তুলতে পারে বন্ধুত্ব। একটা সময় ছিল যখন একজন মানুষের পক্ষে কোনো গোষ্ঠী বা পরিবারভুক্ত না হয়ে বেঁচে থাকাটাই ছিল অসম্ভব। কিন্তু অর্থনৈতিক উন্নতি আর প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে একা বেঁচে থাকা এখন আর কষ্টসাধ্য কোনো ব্যাপার নয়। বস্তুগত প্রয়োজনের বাইরে আত্মিক বা জৈবিক প্রয়োজন মেটানোর জন্যও এখন আর পরস্পরের একত্রে বসবাসের প্রয়োজন নেই। তা ছাড়া ব্যক্তিস্বাতন্ত্র্য, ব্যক্তির অধিকার—এসবের গুরুত্ব পাশ্চাত্যে সর্বাধিক। ফলে একসময় যেখানে বিবাহবিচ্ছেদের জন্য আইনের কাছে কৈফিয়ত দিতে হতো, এখন কোনো দম্পতি যদি নিজেদের মানসিক স্বাস্থ্যকে ক্ষুণ্ন করেও একটি অসুখী বিয়েকে টিকিয়ে রাখে তাহলে তাকে উল্টো আইনের কাছে জবাবদিহি করতে হয় অনেক দেশে। ফলে পাশ্চাত্যে একা থাকাকেই অনেকে নানা দিক থেকে সুবিধাজনক মনে করছে। প্রাচ্যের অনেক দেশেও ক্রমেই এ প্রবণতা বাড়ছে। বিশেষ করে জাপানে দেখা যাচ্ছে দ্রুত হারে বেড়ে যাচ্ছে একাকী মানুষ। তবে পরিবার, যৌথতা এগুলোর একটা গুরুত্ব সেখানে আছে। ফলে জাপানে একাকী বসবাসকারী মানুষের সামাজিক গ্রহণযোগ্যতা পাশ্চাত্যের মতো এতটা সহজলভ্য নয়। বিবিসির আলোচিত ডকুমেন্টারি মেগাসিটিতে এন্ড্রু মার দেখাচ্ছেন টোকিওতে এখন বন্ধু ভাড়া পাওয়া যায়। আপনি চাইলে সেখানে ঘণ্টা খানেকের জন্য একজন বন্ধু ভাড়া করতে পারেন, যে আপনাকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সঙ্গ দেবেন। অভিনয় করবেন যে তিনি আপনার ঘনিষ্ঠ বন্ধু। এতে করে আপনি যে বন্ধুহীন, একাকী মানুষ এই দুর্নাম ঘুচবে। টোকিওর বড় বড় কোম্পানির এক্সিকিউটিভদের মধ্যে এই চর্চা বেশ জনপ্রিয়।
এই যে পৃথিবীর বহু মানুষ একাকী বসবাসে আগ্রহী হচ্ছে এবং সক্ষমও হচ্ছে, একে কি মানুষের সাফল্য বলা যাবে, না ব্যর্থতা? ভাববার বিষয়। চূড়ান্ত বিচারে মানুষের অর্জন, বিকাশ একে অন্যের সান্নিধ্যেই, একে অন্যের দায়িত্ব নেওয়ার ভেতরেই। পরিবার বা যৌথভাবে জীবনযাপন না করেও মানুষে মানুষে সেই সান্নিধ্য পাশ্চাত্য সম্ভব করে তুলছে। তবে এ ধরনের একাকী বসবাসে ব্যক্তিসর্বস্বতার একটা ঝুঁকিও থেকে যায়। পাশ্চাত্যে এর নেতিবাচক প্রভাবও রয়েছে প্রচুর। আমাদের মতো দেশগুলোতে যেখানে এককভাবে জীবন যাপন করা অর্থনৈতিকভাবে, প্রযুক্তিগতভাবে, মূল্যবোধগতভাবে কঠিন; সেখানে অবশ্য সমস্যাটির ধরন ভিন্ন। এখানে অধিকাংশ মানুষ পারিবারিক যৌথতায় থাকতে বাধ্য হলেও এটা নিশ্চিত করে বলা যাবে না তাঁরা সব সময় পরস্পরের খুব নিকট সান্নিধ্যে থাকেন। এক ছাদের নিচে থাকলেও এমন প্রায়ই দেখা যায় তাঁরা পরস্পরের প্রতি বিদ্বেষ, সন্দেহ, ষড়যন্ত্র ইত্যাদি নিয়েই বসবাস করছেন। বহু মানুষ আত্মীয়-পরিজন দিয়ে পরিবেষ্টিত থাকলেও ভেতরে ভেতরে থাকেন একা।
সুতরাং মেনে নেওয়া ভালো যে একাকিত্ব বোধের সঙ্গে এককভাবে জীবনযাপন আর যৌথভাবে জীবনযাপনের কোনো সম্পর্ক নেই। একটা মৌলিক একাকিত্ব মানুষ মাত্রেরই থাকে। কবি আবুল হাসান যেমন লিখেছিলেন, ‘মানুষ তার চিবুকের কাছেও একা।’ সৃজনশীল মানুষের কাছে এই একাকিত্ব অবশ্য আশীর্বাদই। কিন্তু অধিকাংশ মানুষেরই থাকে অন্যের সান্নিধ্যের আকাঙ্ক্ষা। সেই সান্নিধ্যের আকাঙ্ক্ষা যদি অবিরাম প্রতারিত হয়, বাধাপ্রাপ্ত হয়, তবে মানুষ ক্রমেই নিজেকে গুটিয়ে নেয়, হয়ে যায় একাকীতর। লেখক কমলকুমার মজুমদার যেমন বলেছিলেন, ‘আমরা এখন সব আল দেয়া জমির মত একা।’ একাকিত্ব ঘোচানোর মন্ত্র তাই হতে পারে নিজেদের চারপাশে ঘিরে রাখা সেই আলগুলো ভেঙে ফেলা। অন্যের কথা শোনার, অন্যের কথা জানার একটা কান তৈরি করা, মন তৈরি করা।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
শাহরিয়ার নীল বলেছেন: আমিও আমার মাঝে একাকী বিলিন
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: পড়লাম ভাল লাগল
এটিও পড়েন
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত । এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
লেখক বলেছেন: পশুদের পাশবিকতা
এম জি আর মাসুদ রানা কবি
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
যৌবনের নষ্ট সময়ে
নেমে পথে নাও কার বোনের লজ্জা ছিনিয়ে
নেই কি তোদের বোন
তাদেরকেও ছোবল দিলে গড়িয়ে ।
এই কি মনুষ্যত্ব নষ্ট বিবেক
কেন সমাজে এসে হান আঁধার
ধিক সেই নরাধম পাপিষ্ঠের
হতে হবে উপযুক্ত বিচার ।
বন্ধু অপূর্ণের আহবান
সামুকে ধন্যবাদ জানাই । আশা করি একটা বড় এবং কঠিন প্রতিবাদ হতে যতটুকু সময় লাগে সামু তা দিবে ।
প্রতিবাদ চাই । প্রতিবাদে অংশগ্রহণ করুন । ভার্চুয়ালি কিংবা রাজপথে । প্রতিবাদ কর্মসূচী ও আপডেট আসলে সাথে সাথেই জানানো হবে । বড় ধরনের একটা প্রতিবাদের আয়োজন করা হচ্ছে । ছোটখাটো বিচ্ছিন্ন প্রতিবাদে কাজ হবে না । বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগীতা কামনা করছি । প্রতিবাদের মূল একদফা দাবী '' ধর্ষকদের ফাঁসী চাই , কোন কথা নাই । '
আমি কবি মাসুদ রানা
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
সচেতনতা গড়ে উটুক সাহসি চেতনায়
বীর বাঙ্গালির আওয়াজ আসুক রুখে অন্যায় ।।
ধর্ষক দের ফাঁসি চাই ।
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
.