![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেনা জানা প্রিয় মানুষেরা হঠাৎ অচেনা হয়ে গেলে কী রকম লাগে?
আসলে কাউকে হয়তো পুরোপুরি জানা কখনোই হয়ে উঠে না!
মন ভারাক্রান্ত হয়ে যায় যখন কষ্ট-কল্পনার ঘটনাগুলো আকস্মিক মঞ্চস্থ হয়..।
বিশ্বাস, ভালোবাসার গ্রন্থিগুলো পিন-পতন নৈ:শব্দে ছিঁড়ে যেতে থাকে...
বিগত দিনের সুখ-স্মৃতি মালারা কেবলই বুকে টন্টনে অনুভুতির প্রগাঢ় ছাপ রেখে চলছে...
কবীর সুমনের একটা গান আছে -
' কতোটা পথ পেরোলে তবে পথিক বলা যায়? কতোটা পথ পেরোলে পাখি জিরোবে তার ডানা? কতোটা অপচয়ের পর মানুষ চেনা যায়? প্রশ্নটাতো সহজ আর উত্তরও তো জানা...।'
আসলেও কী উত্তর জানা?
বছরের পর বছর দিবানিশি পাশাপাশি থাকার পরও কেন এতো কাঁছের মানুষটি অচেনা হয়ে যাবে? ভুল বুঝবে, ভুলে যাবে? যদি জানতাম তার জন্য আমার গড়া সব অনুভূতি মুল্যহীন, তবে নিশ্চয়ই এই অপচয়ের পথে হাঁটতাম না।
মন জুড়ে আজ প্রশ্নের পর প্রশ্ন --
মানুষ বদলে যায় সময়ের প্রয়োজনে নাকি নিজের প্রয়োজনে? এতখানি বদলে যাওয়া কি করে সম্ভব? চেনা মানুষ এত অচেনা হয়ে যায় কেন? অনুভুতি ব্যাপারটা কি চিরকাল আপেক্ষিক?
কোনটারই উত্তর জানা নাই।
সবাই কী আমার মতো, মানুষ চিনতে ভুল করে বার বার?
মানুষ চেনা হলো না আমার, মুখোশের ভিড়ে খুঁজে পাই না মানুষের মুখ। দৃষ্টির গভীরতা আমাকে বড়ই কষ্ট দেয়, আঁতকে উঠি দেখে পরিচিত মানুষের দু্র্গন্ধময় কুৎসিত রূপ। বিবমিষা হয়: হায়- কেন যে মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম কেন যে—–!
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: অপচয়টা চাইনা বলেই মানুষ কাছে টানিনা, চেনার চেষ্টাও করিনা কখনও, সে বন্ধু হোক বা অন্য কেউ। যে কারণে আমি হচ্ছি সবারই সেকেন্ড ক্যাটাগরির ফ্রেন্ড। আউট অফ সাইট আউট অফ মাইন্ড টাইপের। জাগতিক নিয়মে হয়তো কোন একজন মানুষকে একদিন কাছে টানতে হবে চিরতরে, বলতে হবে সত্যি হোক মিথ্যে হোক সে বড় সুন্দর। এই যা! তবে আমি নিশ্চিত সেই জনের সাথে আমার চেনা জানা সংক্রান্ত কোন জটিলতা থাকবেনা। আমার মনে হয় মানুষ চিনতে চাওয়াটাই মানুষ চিনতে না পারার সবচাইতে ভালো উপায়!
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৫
কালোপরী বলেছেন: যদি জানতাম তার জন্য আমার গড়া সব অনুভূতি মুল্যহীন, তবে নিশ্চয়ই এই অপচয়ের পথে হাঁটতাম না।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মানুষ চেনা হলো না আমার, মুখোশের ভিড়ে খুঁজে পাই না মানুষের মুখ। দৃষ্টির গভীরতা আমাকে বড়ই কষ্ট দেয়, আঁতকে উঠি দেখে পরিচিত মানুষের দু্র্গন্ধময় কুৎসিত রূপ। বিবমিষা হয়: হায়- কেন যে মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম কেন যে—–!
মানুষ চেনা দায়
মানুষ চেনা দায়
মানুষ চেনা দায়
মানুষ চেনা দায়
মানুষ চেনা দায়
মানুষ চেনা দায়!!!
৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪
অচীনপুরের চেনা মুখ বলেছেন: অনেক ধন্যবাদ
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
সেই রাধা বলেছেন: মুখ ঢাকা মুখোশের এই দুনিয়ায়
মানুষকে কী দেখে চিনবো বলো?
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০
শাহরিয়ার নীল বলেছেন: মুখোশের আড়ালে মুখোশ
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: দৃষ্টির গভীরতা আমাকে বড়ই কষ্ট দেয়, আঁতকে উঠি দেখে পরিচিত মানুষের দু্র্গন্ধময় কুৎসিত রূপ।
প্লাস ও প্রিয়তে।