নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন – ২

২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

অভিবাসন সংক্রান্ত আইনসমূহ:

অভিবাসন সংক্রান্ত আইন প্রণয়নের জন্য যুক্তরাষ্ট্র সংবিধান কংগ্রেসকে একচ্ছত্র ক্ষমতা প্রদান করেছে। রাজ্য সরকারগুলি (State governments) অভিবাসন সংক্রান্ত কোন আইন প্রণয়ন করতে পারবে না। তবে কোন কোন রাজ্য অবৈধ অভিবাসীদের ব্যাপারে তদন্তের জন্য কিছু আইন প্রণয়ন করেছে, যা নিয়ে বিতর্ক আছে।

নিম্নলিখিত আইনগুলি দ্বারা যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত বিষয়গুলি নিয়ন্ত্রিত হয়--
১. যুক্তরাষ্ট্র সংবিধানের আর্টিকেল ১, ধারা ৮ -- অভিবাসন সংক্রান্ত সার্বজনীন আইন প্রণয়নের জন্য কংগ্রেসের একক ক্ষমতা।

২. ফেডারেল আইন সমূহ --
(ক) টাইটেল ৮, অধ্যায় ১২ (8 U.S.C., chapter 12) -- অভিবাসন এবং নাগরিকত্ব।
(খ) টাইটেল ৮, অধ্যায় ১৩ (8 U.S.C., chapter 13) -- অভিবাসন এবং নাগরিকত্ব প্রদানের প্রতিষ্ঠান সমূহ।
(গ) টাইটেল ১৮, ভাগ ১, অধ্যায় ৬৯ (18 U.S.C., Part I, chapter 69) -- অভিবাসন এবং নাগরিকত্ব সংক্রান্ত অপরাধ বিষয়ে।

৩. ফেডারেল বিধিমালা --
টাইটেল ৮ ফেডারেল বিধিমালা (Title 8, Code of Federal Regulations)

৪. বিচার বিভাগীয় সিদ্ধান্ত সমূহ --
(ক) যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সমূহ।
(খ) যুক্তরাষ্ট্রের আপিল সার্কিট কোর্টগুলির সিদ্ধান্ত সমূহ।
এছাড়াও কিছু আন্তর্জাতিক চুক্তি এবং প্রটোকলকে অনুসরণ করা হয়। যেমন--
(ক) রিফিউজি কনভেনশন ১৯৫১ এবং এর অধীন ১৯৬৭ সালের প্রোটোকল।

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন – ১

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন – ৩

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন – ৪

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন – ৫

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:২৩

রাজীব নুর বলেছেন: এই গুলো কি?
মনে হচ্ছে হাবিজাবি। আসলে না বুঝলে সব কিছু হাবিজাবি লাগে।

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


এইগুলি আইন। যুক্তরাষ্ট্রের অভিবাসন সংক্রান্ত আইন। প্রথম প্রথম হাবিজাবি মনে হবে। দেখতে দেখতে, শুনতে শুনতে, পড়তে পড়তে চোখ, কান, মন অভ্যস্ত হয়ে গেলে ভাল লাগবে। আর সবার যে সব কিছু ভাল লাগতে হবে তার কোন মানে নাই।

আপনি কবি মানুষ, এগুলি ভাল না লাগারই কথা। তবে ঠেলার নাম বাবাজী। একবার বাংলা একাডেমীর এক লোক আসলেন আমার কাছে, যার সারা জীবনের কাজ সাহিত্য আর বই পুস্তক নিয়ে। তার জমি তার আপন ভাই দখল করে নিয়েছে। মামলা চলছে অনেক দিন ধরে। তার সাথে প্রথম আলাপেই দেখলাম তিনি অনেক আইনের নাম জানেন। আমি তার কাছে জানতে চেয়েছিলাম, এত আইন তিনি কি ভাবে জানেন? তিনি কি আইন পড়েছেন? আসলে তার নিজের মামলার কারণে আইন দেখতে দেখতে, শুনতে শুনতে, পড়তে পড়তে তার চোখ, কান, মন অভ্যস্ত হয়ে গিয়েছিল।

২| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৪৪

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ধন্যবাদ 8-|

২৪ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


সঙ্গেই থাকুন। আগের পর্বগুলি না পড়ে থাকলে, আগের পর্বগুলি পড়ে নেন। তাহলে বর্তমান পর্ব সহ পরের পর্বগুলি বুঝতে সহজ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.