নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
অপরাজেয়
(উইলিয়াম আর্নেস্ট হেনলীর "ইনভিক্টাস" কবিতার ভাবানুসারে)
অমানিশির দুর্ভেদ্য অন্ধকার আমার চারিদিক আবৃত করে রেখেছে,
যেন শয়তানের কাল ডানা ধরিত্রীর এক প্রান্ত থেকে ওপর প্রান্ত পর্যন্ত বিস্তার করে আছে,
আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ তার রহমতের ছায়া আমাকে আচ্ছাদন করে রেখেছে
আমার অপরাজেয় আত্মাকে শয়তান তার কাল ডানায় কখনও ঢাকতে পারবে না।
পরিস্থিতির হিংস্র থাবা আমাকে খামচে ধরেছে
তাতে আমি পিছু হটবো না, চিৎকার করে কাঁদবও না।
ভাগ্যের নির্মম মুগুর দিয়ে আমাকে অবিরাম পিটানো হচ্ছে
হৃদয় থেকে অনবরত রক্তক্ষরণ হলেও আমার মাথা নোয়াতে পারবে না।
ক্রোধ এবং অশ্রুর মহাসাগরে জীবন হাবুডুবু খাচ্ছে
হাবিয়া দোজখের আগুনের মত যন্ত্রণা আমাকে ঘেরাও করতে চাচ্ছে,
মনে হচ্ছে অনাগত দিনেও দুঃখ কষ্ট যন্ত্রণা আমাকে ভয় দেখাতে থাকবে
আমাকে যেমন দেখছ অকুতোভয়, ভবিষ্যতেও আমাকে দেখবে নির্ভীক।
বেহেস্তে যাওয়ার পথটা কতটা মসৃণ এটা আমার বিবেচ্য বিষয় না,
দোজখে আমার জন্য কি শাস্তি অপেক্ষা করছে এটার জন্যেও আমি উদ্বিগ্ন না,
আমি আমার কাজের অধিপতি;
আমি আমার আত্মার অধিনায়ক।
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
"তবে সমাজের জন্য ভালো কিছু করা আপনার দায়িত্ব।" -- আপনার এই মতের সাথে আমি সম্পূর্ণ একমত।
শুধু একমত না, আমি এই কথাটা বিশ্বাস করি।
আমি আমার সাধ্যমতো সমাজের কল্যাণের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছি।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৫
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
ধন্যবাদ, কবিতাটা পড়ার জন্য।
এটা ঠিক অনুবাদ না। আমার কাছে মনে হয়েছে কবি উইলিয়াম আর্নেস্ট হেনলী এই কথাটা বলতে চেয়েছেন।
কবি হাসপাতালের বিছানায় শুয়ে এই কবিতাটা লিখেছেন। কবি খুব অল্প বয়সে যক্ষ্মারোগে আক্রান্ত হন। এরফলে তার একটা পায়ে ইনফেকশন দেখা দিলে তার একটা পা কেটে বাদ দিতে হয়। তার ডাক্তার বলেন, সম্ভবত অপর পাটিও কেটে ফেলতে হবে। কবি অন্য ডাক্তারের কাছে যান। অনেক চিকিৎসার পর তার অপর পা টি বাঁচাতে সক্ষম হন। এর পটভূমিতেই এই কবিতা।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
শয়তান আপনার ক্ষতি করবে না; সে গুরুর মনে ব্যথা দেবে না।
১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।
কবি উইলিয়াম আর্নেস্ট হেনলী খুব অল্প বয়সে যক্ষ্মারোগে আক্রান্ত হন। এরফলে তার একটা পায়ে ইনফেকশন দেখা দিলে ওই পাটা কেটে বাদ দিতে হয়। কবি তার এই অসুখকে শয়তানের ক্ষতির সাথে তুলনা করেছেন। কিন্তু তিনি শয়তানের দ্বারা দমিত, নিবারিত, শাসিত, প্রদমিত, সংযমিত, নিবারণ বা সংযত হন নাই অথবা ভেঙে পড়েন নি।
কিছু দিন পর তার ডাক্তার বলেন, সম্ভবত অপর পাটিও কেটে ফেলতে হবে। কবি অন্য ডাক্তারের কাছে যান। অনেক চিকিৎসার পর তার অপর পা টি বাঁচাতে সক্ষম হন। তিনি সুস্থ হয়ে উঠেন। এটাকেই আল্লাহর রহমত হিসাবে দেখা হচ্ছে।
দুইটা অনুপ্রেরণা দায়ক কথা দিয়ে শেষ করেছেন। আমি কি কাজ করব বা না করব এটা আমি নিজেই ঠিক করব। আমার আত্মাকে আমিই পরিচালনা করব। অর্থাৎ শয়তান রূপি অসুখ কবিকে ধ্বংস, নাশ, ক্ষয়, বিনাশ, বধ, বা সংহার করতে পারবে না।
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৮
রাজীব নুর বলেছেন: দূর্দান্ত।
১১ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
কবিতাটা পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি আমার কাজের অধিপতি;
আমি আমার আত্মার অধিনায়ক।
.............................................. সহমত
তবে সমাজের জন্য ভালো কিছু করা অাপনার দ্বায়িত্ব।