![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাকি আমি নিজের ভুবনে, এক হেঁটে বেড়ানো আমার নেশা। যোজন যোজন দূরের নখত্রলোক আমার আবাস।
শুনেছি ইউরোপ আমেরিকায় নাকি উন্নত বৃদ্ধাশ্রম থাকে, আর আমাদের দেশে অনেক বাসায় বাসায় থাকে উন্নত টর্চারশ্রম'
মাস কয়েক আগে আমার ভাইয়া আমাদের এক প্রতিবেশীর বাসায় যায় । ঐ বাড়ির সবচেয়ে প্রবীণের বয়স আনুমানিক ৮০ বছরের উপরে। ভাইয়া গিয়েছিল তার ছেলের খোঁজে। কিন্তু যার সন্ধানে গেসলো সে বাসায় না থাকায় ভাইয়াকে তার বাসায় কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তো হঠাৎ করে বাসার ভিতর থেকে আওয়াজ আস্তে থাকে , দেনারে মোক একটু আনে দেনারে।
ভাইয়া প্রথমে বুঝেনি কি চাচ্ছে?
কিছুক্ষণ পরপর ভিতর থেকে আওয়াজ আসতে থাকে , মোক একটু বাহিরত আনে দে। ওরে জাগাঙ্গির, কুণ্ঠে তুই। জাহাঙ্গীর তার নাতির নাম। কিন্তু না জাগাঙ্গির যায় না, সে বাড়ি থেকে খেলতে যাওয়ার কথা বলে চলে যায়।
ভাইয়া যার কাছে গেসলো সেও কিছুক্ষণ পর আসে এবং সেও তার বাবার ডাক শুনে।
ছেলে বলে , অতো চিল্লাইসনা , জাহাঙ্গীর চলে গেছে। প্রতিদিন এতো বাহিরত বের হবার শখ কেন তোর , ভিতরত থাকবা পারিসনা?
সেই ৮০ বছরের প্রবীণ এইবার কান্না শুরু করে , ভাইয়া চুপচাপ শুনে ।
ছেলে এগিয়ে আসেনা।
হইতোবা সুপারম্যান থাকলে বা সিন্দাবাদ থাকলে দৌরে এগিয়ে আসতো।
কিন্তু না আমাদের বাস্তব লাইফে এরকম কোন হিরো থাকেনা । আমারা সবায় স্বার্থপর।
সব বুঝেও বুঝিনা, অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়।
©somewhere in net ltd.