![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাকি আমি নিজের ভুবনে, এক হেঁটে বেড়ানো আমার নেশা। যোজন যোজন দূরের নখত্রলোক আমার আবাস।
সাম্প্রতিক চালনো এক গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন যে, পৃথিবীতে এতো সোনার প্রাচুর্যের মূল কারণ মুলত মহাজাগতিক অতি ঘনত্বের মৃত নখত্রের সংঘর্ষের জন্য।
হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স এর প্রধান নির্দেশক বলেন, মহাকাশে সোনার উৎপত্তি হচ্ছে রহস্যময়, সোনার উৎপত্তি আলাদা প্রজ্জলক পদার্থ কার্বন এবং লৌহ যেভাবে হয়েছে নক্ষত্রের বাইরে তেমনভাবে হয়নি তাই এটি এখনো ধাঁধা । একটি নতুন গবেষণায় দেখা গেছে যে , দুটি নিউট্রিনো নক্ষত্রের সংঘর্ষের ফলে অত্যন্ত ক্ষুদ্র এবং অবিশ্বাস্য ঘনত্বের বিস্ফোরণশীল নক্ষত্রের কেন্দ্রের শাঁস থেকে সোনার উৎপত্তি হতে পারে।
বিজ্ঞানি কার্ল সগান এর ভাষায়, আমারা সবায় নক্ষত্রের উপাদান এবং
আমাদের মূল্যবান ধাতুসমূহ( হীরা-জহরত ) সবই বিস্ফোরণশীল নক্ষত্রের
দান।
সূত্র : space.com
২| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪২
সপ্নচূর আকাশচারী বলেছেন: ধন্যবাদ আপু
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
তানজিয়া মোবারক মণীষা বলেছেন: Interesting তথ্য জানলাম। শুভ ব্লগিং।