নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচূর আকাশচারী

থাকি আমি নিজের ভুবনে, এক হেঁটে বেড়ানো আমার নেশা। যোজন যোজন দূরের নখত্রলোক আমার আবাস।প্রকৃতির রং ও রুপে আমি সর্বদা মুগ্ধ। আমি জানতে চাই , জানাতে চাই।

সপ্নচূর আকাশচারী

থাকি আমি নিজের ভুবনে, এক হেঁটে বেড়ানো আমার নেশা। যোজন যোজন দূরের নখত্রলোক আমার আবাস।

সপ্নচূর আকাশচারী › বিস্তারিত পোস্টঃ

পেরিসাইড উল্কা বৃষ্টি দেখা যাবে আগামী ১২ এবং ১৩ তারিখ রাতে

১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯

পৃথিবীর দিকে প্রতিনিয়ত অসংখ্য উল্কা পিণ্ড ছুটে আসছে এবং বছরের একটি নির্দিষ্ট সময়ে এই উল্কার আধিক্য থাকে তুলনা মূলক বেশি। ঘণ্টায় অনেক বেশি পরিমাণ উল্কা পৃথিবীতে স্বাভাবিক দিনের তুলনায় এই সময় পৃথিবীতে আছড়ে পরে বলে এর নাম দেওয়া হয়েছে উল্কা বৃষ্টি।এই বছরের উল্কা বৃষ্টি সংঘটিত হবে আগস্টের ১২ এবং ১৩ তারিখে(১১ তারিখ মধ্যরাত থেকে) এবং এটাকে বিজ্ঞানীরা বলেন পেরিসাইড উল্কা বৃষ্টি (Perseid meteor shower) । এই দুইদিন রাতে মেঘমুক্ত পরিস্কার আকাশে ঘণ্টায় প্রায় ৩৭ মাইল বেগে ৯০- ১০০ টি হারে উল্কা পৃথিবীতে আছড়ে পরবে কাজেই প্রতি মিনিটে একটি করে হারে উল্কা দেখার সম্ভাবনা অনেক।



পেরিসাইড উল্কা বৃষ্টি প্রধানত আগস্ট মাসের দিকেই সংঘটিত হয়।মূলত জুলাইয়ের ১৭ তারিখ থেকে আগস্টের ২৪ তারিখ পর্যন্ত উল্কা দেখা গেলেও আগস্টের এই সময়টাতে অত্যধিক পরিমাণে উল্কা দেখা যায়।



পেরিসাইড উল্কা বৃষ্টি (Perseid meteor shower)



আগস্ট মাসের মধ্যবর্তী সময়ে পৃথিবী Swift-Tuttle নামক ধূমকেতুর কক্ষপথের মধ্যে দিয়ে অতিক্রম করে। পেরিসাইড উল্কা বৃষ্টি মূলত Swift-Tuttle নামক ধূমকেতু থেকে উৎপত্তি হয়েছে।এই ধূমকেতুটি এখন আমাদের থেকে ৩.২ বিলিয়ন মাইল দূরে অবস্থান করছে। এই ধূমকেতুটি সূর্যের চারপাশে একটি চক্র সম্পূর্ণ করতে সময় নেয় ১৩০ বছর।এটি ১৮৬২ সালে এর একটি চক্র সম্পূর্ণ করেছিল এবং এটির লেজের কিছু ধ্বংসাবশেষ রেখে যায় যা কিনা আগস্ট মাসে পৃথিবীর অতি কাছে আসে এবং পৃথিবীর উপর আছড়ে পড়ে।



কোথায় দেখবেন?



মধ্য রাতের শুরুতে আমাদের উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব কোনে এই উল্কা বৃষ্টি সংঘটিত হবে এবং খালি চোখে স্পষ্ট ভাবে এটি পর্যবেক্ষণ করা যাবে ভোর পর্যন্ত। পারসিয়াস মণ্ডলীতে অবস্থিত জোড়াতারা গুচ্ছের খুব কাছেই এই উল্কা বৃষ্টির ব্যাসার্ধ অবস্থিত।

ঘণ্টায় ৫-১২ টি হারে যদি আকাশের কোন অংশ থেকে উল্কা পরতে দেখা যায় তাহলে এটি পেরিসাইড উল্কা বৃষ্টির মধ্যে গণ্য হবেনা , এটি আলাদা কোন অপ্রধান অংশ থেকে হতে পারে।



আপনার কাজ



আপনার কাজ হল প্রতি ঘণ্টায় কতগুলো উল্কা আপনি দেখতে পারছেন তার নথি সংরক্ষণ করা। একটি ক্লিপবোর্ডে নকশা কেটে কিংবা কোনখানে লিখে আপনি এই হিসাব রাখতে পারেন। যদি আপনি একজন ভালো ফটোগ্রাফার হন তাহলে ছুটন্ত উল্কার ছবি তুলে , কিংবা কতগুলো আপনি পর্যবেক্ষণ করছেন তার একটা ভালো নোট লিখে আপনার বিস্তারিত বর্ণনা সহ [email protected] ঠিকানায় পাঠাতে পারেন এবং আপনার তথ্য ভালো হলে space.com থেকে তা প্রকাশ করা হবে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.