![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাকি আমি নিজের ভুবনে, এক হেঁটে বেড়ানো আমার নেশা। যোজন যোজন দূরের নখত্রলোক আমার আবাস।
নাফিসের শাস্তিকে আমাদের দেশের জনগণ দেশের জন্য একটা লজ্জা রুপে দেখছেন , সবার মুখেই এক কথা শাস্তিটা একটু কম হলে কি হতো। তাকে ফাঁসানো হয়েছে এটা সবাই বলছেন।
আচ্ছা আমাদের এই ধরণের চিন্তার উৎপত্তি কোথায়?
আচ্ছা আমাদের দেশে যদি হিজবুত তাহারি কিংবা কোন জঙ্গি সংগঠনের কেউ দেশের কোন গুরুত্ব পূর্ণ ভবন উড়িয়ে দেওয়ার প্ল্যানিং করতো আপনি কি চুপ থাকতেন, আমি নিশ্চিত আপনি জানতে পেরে তার ফাঁসির দাবীতে রাস্তায় নেমে পড়তেন।হতে পারে সে বাংলাদেশি, পরিস্থিতির স্বীকার কিন্তু সে একজন অপরাধী এটা ভুলে গেলে চলবেনা। আমাদের দেশে অন্যায়কারিরা অন্যায় করার পর আইনের ফাঁক-ফোঁকর দিয়ে বের হয়ে যাচ্ছে ফলে অন্যায়কারীকে ক্ষমা করে দেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে এবং যা থেকে তৈরি হচ্ছে দেশে নিত্য নতুন জঙ্গি। দেশে আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে।
সে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতে হবে ,না হলে যারা জঙ্গিবাজ চিন্তায় দিশেহারা তারা সাবধান হতে পারবেনা আর বিনিময়ে নিত্য নতুন জঙ্গি তৈরি হবে।
তবে একটা জিনিস আমাদের অপরাধীকে ঘৃণা না করে অপরাধকে ঘৃণা করতে হবে এটা ঠিক। নাফিসের শাস্তির জন্য তার পরিবারটা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এটা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। তার পরিবারতো কোন দোষ করেনি। তাই তার পরিবারের প্রতি আমাদের সহানুভূতি অবশ্যই কাম্য।
©somewhere in net ltd.