![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাকি আমি নিজের ভুবনে, এক হেঁটে বেড়ানো আমার নেশা। যোজন যোজন দূরের নখত্রলোক আমার আবাস।
২য় বিশ্বযুদ্ধের সময় জার্মানি এবং আমেরিকার মধ্যে চুক্তি হইসল যে, জার্মানি কোনদিন অক্সফোর্ড, হাভার্ড ইউনিভার্সিটির উপর বোমা ফেলবেনা বিনিময়ে আমেরিকা জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির উপর কোন বোমা ফেলবেনা। কেননা বাকি সব কিছু যদি ধ্বংস হয়ে যায় , সব জ্ঞানী গুণী মানুষ মারা যায় তাহলে ভবিষ্যতে এই শিক্ষাঙ্গনে আরো নতুন নতুন জ্ঞানী মানুষ তৈরি করতে পারবে।বাস্তবে কিন্তু তাই হইয়েছিল। সবখানে যুদ্ধ হইয়েছিল কিন্তু এই তিন ভার্সিটিতে কোনদিন যুদ্ধ হয়নি।গোটা বিশ্ব বাসির যেখানে মাথা গরম ছিল তবুও তারা ভুল করেনি,অবিচার করেনি এই দুই শিক্ষাঙ্গনের প্রতি।
আমাদের দেশে ঠিক তেমনি সকল রাজনৈতিক দলগুলর মধ্যে একটি অলিখিত চুক্তি আছে এবং সেটা পালন করতে কেউ ভুল করেনা। বাকি বিষয় গুলোতে মতের অমিল থাকলে কি হবে, এই বিষয়ে সবায় একমত থাকে এবং সেটা হল শিক্ষাঙ্গনে রাজনীতি।এই রাজনৈতিক জের ধরে আমাদের শিক্ষাঙ্গন গুলোতে যে ক্ষমতার লীলা খেলা চলে তা সত্যি ২য় বিশ্বযুদ্ধগুলোকেও হার মানায়।
যে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে আমাদের মত ছাত্ররা দেশের জন্য ,জাতির উন্নতির জন্য কাজ করার শপথ নিয়ে ভর্তি হয়, রাজনৈতিক ঝরে সব তুখোড় মেধা কোলাহলে পুরে ছারখার হয়ে যায়। আসলে রাজনৈতিক দলের কেউ চায়না যে , ছাত্ররা সঠিক শিক্ষা অর্জন করুক কেননা ছাত্র-ছাত্রি যদি সঠিক শিক্ষা গ্রহন করে তাইলে তো সেই সব কথিত নেতাদের পিছনে লাত্থি মেরে দেশ থেকে বের করে দিবে।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১০
সপ্নচূর আকাশচারী বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭
গ্রীনলাভার বলেছেন: ইন্টারেসটিং তথ্য।