নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচূর আকাশচারী

থাকি আমি নিজের ভুবনে, এক হেঁটে বেড়ানো আমার নেশা। যোজন যোজন দূরের নখত্রলোক আমার আবাস।প্রকৃতির রং ও রুপে আমি সর্বদা মুগ্ধ। আমি জানতে চাই , জানাতে চাই।

সপ্নচূর আকাশচারী

থাকি আমি নিজের ভুবনে, এক হেঁটে বেড়ানো আমার নেশা। যোজন যোজন দূরের নখত্রলোক আমার আবাস।

সপ্নচূর আকাশচারী › বিস্তারিত পোস্টঃ

একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি রোজ!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৯

ছেলেটার নাম তন্ময়,বয়স বড়জোর বার কি তের হবে কিন্তু দেখলে মনে হয় কচি খোকা।বাদাম বিক্রি করে বেড়ানো তার পেশা,মাঝে মধ্যে হোটেলেও কাজ করে কিন্তু দৈনিক আয় খুব বেশি করে হলেও একশ দেড়শোর বেশি হবেনা।বাসায় অন্ধ মা এবং ছোট ক্লাস টু এ পড়া এক বোন এই নিয়ে তার পরিবার। ছোট্ট থাকতেই তার বাবা অপর একজনকে বিয়ে করে বাড়ি ছেড়ে অন্ধ মায়ের উপর দায়িত্ব দিয়ে চলে গেসে এবং আর ফিরে আসেনি।তাই তন্ময় তার বাবার চেহারা ঠিক মনে করতে পারছেনা।বাবা চলে যাওয়ার পর তার মা ভিক্ষা করে সংসার চালাতো, এখনো করে কিন্তু তার ছেলেও এখন বাদাম বিক্রি করে সংসারের হাল ধরেছে।তন্ময়ের ছোট বোনকে সে প্রতিদিন স্কুলে দিয়ে আসে , সে স্বপ্ন দেখে তার বোন ডাক্তার হবে। তার মায়ের চোখ ভাল করে দিবে।

এরকম হাজারো স্বপ্ন দেখে তন্ময়েরা, আমি ,আমরা আপনারা। প্রতিটা স্বপ্ন খাপছাড়া হলেও বিষয় বস্তু কিন্তু একটা যায়গায় গিয়েই শেষ হয় এবং তা হল দেশ!হাজারো স্বপ্নের মধ্যে কিছু স্বপ্ন টিকে তাই বলেইতো আমরা যুগে যুগে নজরুল পেয়েছি, ইউনুস পেয়েছি, পেয়েছি স্বাধীন বাংলাদেশ।

আমাদের স্বপ্ন গুলোকে আমরা মনের মদ্ধেই আবদ্ধ রেখে দেই, দেশের কিছু হলে মহাসমারহে আলোচনা সমালোচনায় অংশ নেই কিন্তু বাস্তবে বাড়ির সামনে ডাস্টবিনে নোংরা ফেললে যে পরিবেশ ভাল থাকবে এইটাও মানিনা কেননা আমরা কথায় পটু কিন্তু কাজে না। সিগারেটের প্যাকেটের গায়ে যদি সম্পূর্ণ ভাবে লিখা থাকে যে, সিগারেট খেলে ক্যান্সার হয় তবুও কিছু মানুষ এদের মানবেইনা, কেননা এটা তাদের স্বভাব।

কিন্তু সবচেয়ে কমন এবং সবচেয়ে ছোট স্বপ্নটা এখনো আমারা পূরণ করতে পারিনি তা হলো নিজেকে সামান্য বদলানো। নিজের একটু সেক্রিফাইসের জন্য যদি দেশটাকে বদলানো সম্ভব তাহলে নিজের ক্ষণিক খুশির চেয়ে দেশটাকে বদলানো অনেক ভাল কাজনা? কেননা দেশবদলানো মানে জাতি বদলানো আর জাতি বদলানো মানে দেশটা এগিয়ে যাওয়া।চলেন দেশটাকে একটু বদলায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.