নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই ভুলে যায়, ভুলে যেতে চায়.।.।.।.। স্মৃতি

আিমন আকাশচারী

কত কিছুই দেখার আর তা থেকেই কত কিছুই লেখার।

আিমন আকাশচারী › বিস্তারিত পোস্টঃ

নিরন্তর নিরলিপ্ত বাসনা .....

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৩



ভাবনার সমাধান নেই... এটাই সত্যি!

ভাবনা ... মনের মাঝে এক বহতা নদী...

বলা কঠিন... ... এর আবেদন এমনই...

বৃষ্টিস্নাত দোলন চাঁপার মত...

মাটিতে লুটিয়ে পরে, আবার ধীরে... ধীরে ...

সুপ্ত আকাংখা নিয়ে সোজা হয়ে অবনীর বুকে,

পাতা মেলে দাঁড়ায়।

আস্থা আছে বলেই তো দাঁড়ায় ... আবার

ভাবনা এমনিতো ... মন খারাপ করে দেয়...

চোখে পানির ধাঁরা বইয়ে দেয় ...

আবার ঠোঁটের কোনে হাঁসি আনে

ধীরে... যে মুহূর্তে মন একটু প্রফুল্লিত হয়,

মন ভরষা খুঁজে পায়, আস্থা খুঁজে পায়... ...

এটাই জীবন!

যে অবগাহন করে বয়ে বেড়াতে পারে ...

সেইতো পারে...

কিনারায় তরী ভিড়াতে ... হতাশায় কি লাভ বলতে পার?



নিজেকে উজাড় করে ভাবনার সাগরে ভাসিয়ে দাও...

ভাসমান মনই হবে তোমার ভেলা ;

ভাসবে তুমি তোমার শর্তে...

দেখই না ... কোথায় গিয়ে ভিড়ে !

অভয় দিলে যে তুমি, নীলকে ....আবার আজ

তুমিই কেন আত্মহারা?

আকাশকে শুধাও নীল আবীরে,

দেখে দিতে ... ... তোমার ঈশান কোন

এক প্রহর পার হয়ে ...

নীল দিগন্তের আর মেঘের ফাঁকে উঁকি দেবে...!

থেকেও নিশ্চিত... ... ...

চলে যাচ্ছে, যায় জীবন যেভাবে...

ভাল থাকাটা আপেক্ষিক! নয় কি ?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২২

অস্পিসাস প্রেইস বলেছেন: আমি কি ভুল দেখলাম :(


আপনার ব্লগে কোন সাড়া শব্দ নেই...........


সামুতে ওয়েলকাম :D

২| ১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

আিমন আকাশচারী বলেছেন: কি ভুল দেখা গেল? সাড়া শব্দ কথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.