![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন আঁকি মনে মনে, কল্পনায় হারাতে পারি অনেক দূরে, শুধু পারি না আমার আমিকে পরাজিত করতে।
ঘরের ভেতর মায়া-
ঢুকলে আর বের হতে চায়না।
বাহিরে নেশা-
একবার ধরলে আর ছারা যায় না।
দুটো নিয়ে জীবন কিন্তু
একসাথে করাও যায়না।
ঘর হারালে নেশা হয়ে যায় পেশা
আর তখন তাকে মানুষ ও বলা যায় না,
মায়াও কম নয় ! ওটাও এক নেশা।
তাহলে কি নেশার সাথেই করছি মেলামেশা?
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩১
টুম্পা মনি বলেছেন: হুম!