নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয় খাতার ছেড়া পাতা...

পুরো পৃথিবীটাই মায়ার বেড়াজালে আবদ্ধ। এই মায়ার বেড়াজালের ভীতরেই রয়েছে সকল সুখ-দুঃখ ।এই বেড়াজাল এর বাইরে যেতে ইচ্ছে করে।কারন এর বাইরে সুখ আছে কিনা জানি না তবুও যেতে ইচ্ছে করে এইভেবে যে অন্তত সেখানে কোন দুঃখ তো নেই ।

নিশ্চুপ আওয়াজ

নিশ্চুপ আওয়াজ › বিস্তারিত পোস্টঃ

দাড়ি- টুপি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫



চায়ের কাপে ঝড় উঠার জন্য “চা এর কাপ” আবশ্যক নয়। বুঝলাম বাস এ চলে। বাসে কয়েকজনের মধ্যে এক বিষয় নিয়ে চা এর কাপ ছাড়াই “চা এর কাপে সুনামি” শুরু হয়ে গেল। বিষয় হল “দাড়ি- টুপি” একজন ভদ্রলোক বললেন, “ এই সব দাড়ি- টুপি ওয়ালা মুন্সী আমি দুই চোখে দেখতে পারি না। এরা আরও বেশি পাজি হয় ” ( কি খারাপ কপালরে ভাই আপনের । দুই চোখের এক চোখেও দেখতে পারেন না । তাড়াতাড়ি একজন ভাল ডাক্তার দেখান । :P :P )

কেউ কেউ পাজি হইতেই পারে। এর মানে এই না যে সব দাড়ি- টুপি ওয়ালাই পাজি হয়। ভেবে দেখেন আপনি যেখানে চাকরি করেন সেখানে স্যুট- বুট , টাই পরা ক্লিন শেভড পরিপাটি মানুষগুলো যাদের সাথে আপনি কাজ করেন তাদের মধ্যে কি কেউ পাজি নাই? আপনার পাশে দাড়িয়ে থাকা টি-শার্ট , জিন্স , কনভারস পরিহিত চুল স্পাইক করা ছেলেটি এবং তার মত বেশভূষা ধরা মানুষগুলোর মধ্যে কি কেউ পাজি নাই ? হ্যাঁ , আছে ।অবশ্যই আছে। আবার ভালও আছে। তাহলে দাড়ি- টুপি ওয়ালার মধ্যে থাকবে না কেন । দাড়ি- টুপি ওয়ালার মধ্যে যেমন পাজি আছে তেমনি অসাধারণ ভাল মানুষ ও আছে। তাই বলতে চাই যারা “দাড়ি – টুপি” মাত্রই দুই চোখে দেখতে পারেন না , তারা চোখের সাথে সাথে মানসিক ডাক্তার ও দেখান এবং ঘৃণা করতে শিখুন তাদের যারা বালি ও চিনির মধ্যে এমন এক মিশ্রণ সৃষ্টি করেছে যা থেকে আমরা এখন বালি ও চিনি আলাদা করতে পারছি না। X( X(



মন্তব্য ২১ টি রেটিং +৭/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

আস্তালা ভিস্তা বলেছেন: সাদা কাপড়ে দাগ পড়লে সহজেই বোঝা যায়। কালো কাপড়ের দাগ চোখেই পড়েনা। দাঁড়ি টুপিওয়ালা মানুষের সামান্যতম ভুলও খুব বেশি চোখে পড়ে। কিন্তু তারাও রক্ত মাংসের মানুষ। ফেরেশতা কেউ না...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

নিশ্চুপ আওয়াজ বলেছেন: ঠিকই বলেছেন।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

লেজ কাটা শেয়াল বলেছেন: দাড়ি- টুপি ওয়ালার মধ্যে পাজি?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

নিশ্চুপ আওয়াজ বলেছেন: অবাক হইলেন নাকি ভাই ?

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

মিশনারী বলেছেন: ইসলাম সম্পর্ক খারাপ ধারণা থেকে উনারদের এই ধরণের না দেখতে পারার কারণ । আবার উনার জীবনে ইসলামের নিয়মিত না মানার কারণ ও হতে পারে । অথবা পরিবেশ, মিডিয়ার ও অপ্রচার দায়ী ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১

নিশ্চুপ আওয়াজ বলেছেন: এই সব কারণ ঠিকই আছে। আবার এইটাও ঠিক যে দাঁড়ি টুপি ওয়ালাদের মাঝে পাজি ও আছে। এটা অস্বীকার করা যাবে না । কিন্তু এর জন্যে আপনি সবাইকে এক কাতারে ফেলতে পারবেন না। আর এর কারণে দাঁড়ি টুপি ওয়ালাদের ঘৃণা করাও যাবে না ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

মোমের মানুষ বলেছেন: এগুলো হল সাম্প্রদায়িকতা মনমাসিকত,

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: আযান হল চুর অন্ধকারে দিঘির মধ্য রাতভর চুরির পর হাত মুখ ধৌত
করে আর মুন্সি অন্যদিক দিয়ে অযু করে , একে অপরে ভাবনা
মুন্সি , নিশ্চয় সে নামাজে আসবে
চুর , নিশ্চয় আমার মত সেও চুর

বালি আর চিনি কি তেমন ?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

নিশ্চুপ আওয়াজ বলেছেন: না ভাই , বালি আর চিনি তেমন না । বালি চিনি একসাথে মিশালে আপনি আলাদা করতে পারবেন ঠিকই তবে অনেক কষ্ট হবে। ঠিক তেমনি ভাল দাঁড়ি টুপি ওয়ালা আর খারাপ দাঁড়ি টুপি ওয়ালাদের আলাদা করাও এখন কঠিন হয়ে গেছে ।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

প্রবাস কন্ঠ বলেছেন: কথা সত্য +

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

নিশ্চুপ আওয়াজ বলেছেন: ধন্যবাদ

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

ব্লগার ইমরান৪৭ বলেছেন: এখন দাড়ি- টুপি ওয়ালা লোকদের সন্দেহ করে গ্রেপ্তার করা হচ্ছে। অনেক সময় হয় কি নির্দোষ কিছু লোক ও থাকে যারা আবার গরীব। তারা ত উকিল দেয়া ত দূরের কথা দেখা করার ও সামর্থ্য রাখেনা। পরে জামাতিরা সুযোগ নে যা হবার হয়। এভাবে মানুষ কি গণজাগরণ থেকে বিচ্ছন্ন হচ্ছেনা????

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

নিশ্চুপ আওয়াজ বলেছেন: এই কারনেই তো বললাম মানুষ এখন বালি আর চিনি আলাদা করতে পারছে না ।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২

মো: আবু জাফর বলেছেন: একের দোস অপরের ঘাড়ে চাপনো উচিত নয়

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০

নিশ্চুপ আওয়াজ বলেছেন: ভাই ওরা তো একের দোষ সবার উপর চাপাচ্ছে ।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

ফকির সাইঁ বলেছেন: দাড়ী-পাগরী-জুববা---পরিহিত হয়েই এতো এতো দিন ঢাকায় আছি, ভাই আমার কোন পোবলেম তো হয়ই নাই, উপরনতু মানুষ ওনেক রেসপেকট করে। আর আমার এলাকায়(বাড়ীতে) তো কথাই নাই।

ভাই আসলে আমার যেটা মনে হয়, নবী(স) এর গেট-আপই তো রহমত, তাই না, তবে এই গেট-আপ এ কেন বাধা আসবে !!! যারা আললাহুর নবী(স) কে ভালোবেসে এই গে-আপ নেয়, তার উপর আললাহুর রহমত থাকে---আর এটাই হওয়ার কথা।

আমি আগে ঢাবির আইডি কাড ইউজ করতাম, দাড়ী-পাগরী-জুববা পরা শুরু করার পর আমি আর এটা ইউজ করি না, কারন আমি মনে করি, আমাকে সেইফ করার জননে আমার গেট-আপ ই এনাফ।আমার থেকে আমার গে-আপ এর পয়েট ওনেক বেশী।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

নিশ্চুপ আওয়াজ বলেছেন: দেখেন ভাই , আপনি যেইটা বলেছেন যে নবী (স) এর গেট আপই তো রহমত । কথাটা সত্য । এই হিসাবে যদি কেও দাঁড়ি টুপি পরে তাহলে তো সুবাহান আল্লাহ্‌ । কিন্তু নিজেকে সেইফ করার জন্য তো আপনি দাঁড়ি টুপি পরতে পারেন না। তাই না????

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

doha057 বলেছেন: আমার প্রশ্নও একই জায়গায় ভাই, রাজাকার কি শুধু দাড়ি টুপি ওয়ালা ছিল? সুট টাই কিংবা লুঙ্গী গেঞ্জি পড়া রাজাকার ছিল না নাকি? তাহলে কেন পোস্টারে শুধু দাড়ি টুপি পড়া লোকদের দেখায়? দাড়ি টুপি ওয়ালা লোকের গলায় দড়ি দিয়ে কি প্রমান করার চেষ্টা করা হয়? :||

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

নিশ্চুপ আওয়াজ বলেছেন: হুম ।ভাল বলেছেন। দাঁড়ি টুপি কে রাজাকারের চিহ্ন ভাবাটাতো ঠিক না।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

ফকির সাইঁ বলেছেন: আমি বললাম কি আর আপনি বুঝলেন কি !!! কে বলেছে নিজেকে সেইফ করার জন্য দাঁড়ি টুপি পরতে --- !!! আমি শুধু বলতে চেয়েছি হিনোমননোতায় না থেকে কনফিডেনট থাকতে---ইনশাললাহ কিছুই হবে না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

নিশ্চুপ আওয়াজ বলেছেন: হুম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.