![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি হিট ছবি
দেশীয় চলচ্চিত্রের সবচেয়ে দামি অভিনেত্রী শাবনূরের প্রয়োজন এখন বড় রকমের হিট ছবি। দীর্ঘদিন ধরে তার ঝুলিতে কোন হিট সুপারহিট নেই। গেল কয়েক বছরে শাবনূরের সবচেয়ে বড় হিট ছবি আমার প্রাণের স্বামী । ২০০৭ সালের সবচেয়ে ব্যবসা সফল ছবি আমার প্রাণের স্বামী ।
এর আগে পরে দুটি হিট ছবি ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া এবং কঠিন প্রেম । এছাড়া, বাকি সব ছবিই ফ্লপ এবং এই তালিকা বেশ লম্বাই বলা চলে। ভালবাসা ভালবাসা, দুঃখিনী জোহরা, কপাল, মেয়ে সাক্ষী, জমেলা সুন্দরী, ছোট বোন, টিপটিপ বৃষ্টি, এই চোখে শুধু তুমি, রসের বাইদানিসহ আরও অনেকগুলো ছবি যেগুলো সাফল্যের মুখ দেখেনি। এসব ছবির মধ্যে বেশ কিছুর প্রযোজক রীতিমতো দেউলিয়া হয়ে গেছেন।
অনেকের লগ্নিকৃত পুঁজি উধাও হয়ে গেছে। অথচ যে ছবির নায়িকা শাবনূর সেই ছবিতো অন্তত একটা দিন সিনেমা হলে দর্শক টেনে নিয়ে আসবে। আসার তো কথা। কিন্তু সেটা পারছে না। তাহলে কি ধরে নেয়া যায় শাবনূরের কারিশমা শেষ! দর্শক মনে কি তার প্রভাব শেষ হয়ে গেছে। কিন্তু এখনো তার বিষয়ে প্রযোজক পরিচালকদের আগ্রহ দেখেতো তেমনটি মনে হচ্ছে না।
বিশেষ করে শাবনূরেরতো তা মনে হওয়ার কথা নয়। ছবি চলে না তারপরও তিনি সর্বোচ্চ পারিশ্রমিকের নায়িকা। নিয়মিত দেরি করেই সেটে উপস্থিত হন। শুটিং ডাবিং-এর জন্য প্রযোজক পরিচালকেরা তার পিছন পিছন ঘুর ঘুর করেন। নতুন নতুন ছবির অফার তার কাছে যাচ্ছেই। স্বভাবতই শাবনূরের কাছে ব্যর্থতা কোন চিত্রই ফুটে ওঠে না।
তাইতো তিনি তার মতোই রয়ে যাচ্ছেন। আর থাকবেনই বা না কেন, অভিনেত্রী হিসেবে তিনি যে অতুলনীয় সেটা তার ঘোর সমালোচকরাও স্বীকার করেন। ভাল অভিনয়ের জন্যই তাকে প্রাধান্য দেন নির্মাতারা। তবে ভাল অভিনয়ের সঙ্গে ছবিটাও ভাল মানের হয় তাহলে সেটা দর্শক গ্রহণ করে। যেমন করেছে আমার প্রাণের স্বামী এবং ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া । বারবার প্রমাণিত হচ্ছে ছবি ভাল হলে ছবি চলে।
কোন একজন কেন দশজন ভাল শিল্পীর পক্ষেও বস্তাপচা গল্পের কোন ছবি টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় এটা বারবার প্রমাণিত হয়েছে। একা শাবনূরের পক্ষে কোন ছবি টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় যদি সেটা ছবির মতো ছবি না হয়। তবে আশার কথা হচ্ছে শাবনূরের হাতে রয়েছে বেশ কিছু ভাল মানের ছবি।
এর মধ্যে পিএ কাজল পরিচালিত ১ টাকার বউ ও স্বামী স্ত্রীর ওয়াদা, আজাদী হাসানাত ফিরোজের ঘরের লক্ষ্মী, শাহাদাৎ হোসেন লিটনের তোমাকে বউ বানাবো, সংগ্রামের বলবো কথা বাসর ঘরে, শাহিন সুমনের সমাধি, মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন-এর নাম উল্লেখযোগ্য। আগামী ৬ই জুন মুক্তি পাচ্ছে ঘরের লক্ষ্মী । শাবনূরের জন্য বড় পরীক্ষা এই ছবি।
যেহেতু তার পাশে আছেন ববিতা, ফারুক, আলমগীর এবং সুচরিতার মতো নামীদামি শিল্পী। এদের কল্যাণে ছবিটি দর্শকপ্রিয়তা পেলে এর সুফল বেশি পাবেন শাবনূরই। আর এটা তার বড় প্রয়োজন। দীর্ঘদিন ধরে কোন হিট সুপারহটি ছবি তার ঝুলিতে নেই। একটি মাত্র সুপারহিট ছবি শাবনূরের অবস্থানকে সুসংহত রাখবে।
ঘরের লক্ষ্মী হবে সেই ছবি এমন আশাবাদ ছবির প্রযোজক মোশাররফ হোসেনের। তার আশাবাদ সফল হোক, সবচেয়ে দামি নায়িকা শাবনূর সাফল্য পেয়ে নাম দামের মর্যাদা রাখুক এমন প্রত্যাশা সবার।
তুলেআনাঃ
২| ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১০
মুহিব বলেছেন: ওয়াও .................... তাই নাকি। শাবনুর নিজে আপনাকে বলছে নাকি পত্রিকায়? পত্রিকার কপিরাইট নাই?
৩| ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
বিবর্ণ বলেছেন: ভাল!
৪| ২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১৭
ঘনাদা বলেছেন: শাবনুররে ভালা পাই!
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
হুমায়ুন বলেছেন: ভালই, সফলতা আসুক ।