নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা যদি তুষারের মতো...

আখেনাটেন

আমি আমাকে চিনব বলে বিনিদ্র রজনী কাটিয়েছি একা একা, পাই নি একটুও কূল-কিনারা কিংবা তার কেশমাত্র দেখা। এভাবেই না চিনতে চিনতেই কি মহাকালের পথে আঁচড় কাটবে শেষ রেখা?

আখেনাটেন › বিস্তারিত পোস্টঃ

রম্য: বউটার জাপান ভ্রমণে প্রচণ্ড অনীহা!!!!!

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭



-দোস্ত, এবারে ঈদে জাপানে যাচ্ছি।

-গতবারেও তো জাপানে গিয়েছিলি।

-হুম, গতবারে আমি জাপানে গেলেও বউ-বাচ্চা কিন্তু ইন্ডিয়াই গিয়েছিল।

-তোর পোড়া কপাল! আমেরিকা-ব্রাজিল তোর যাওয়া কখনই হল না।

-তা তোর খবর কি?

-আর খবর। অনেক দৌড়-ঝাপ করে এবার ইংল্যান্ডে যাচ্ছি।

-গুটকু ছালামের খবর পাইছিস। ও কোথায়? ব্যাটার তো বড় বড় কথা চায়না, ডেনমার্ক ছাড়া সে নাকি যাবেই না।

-তোরে কইছে। ও ব্যাটা তো এবার হুন্ডুরাসে যাচ্ছে। হা হা হা।

-যাক তাহলে পাশাপাশিই আছি। ‘দোস্ত, ফোনটা একটু হোল্ট করত। কে যেন গুতোচ্ছে?

দেখি পাশেই গলাছিলা চীনামুরগীর মতো টাক মাথার এক হ-য-ব-র-ল লোক বেশ রাগী-রাগী ভাব নিয়ে বিড়বিড় করছে।

-‘কি ভাই, সমস্যা কি? বকনা বাছুরের মতো গুতোচ্ছেন ক্যান?’-আমার চোখ-মুখ বাঁকিয়ে খেঁকিয়ে উঠা।

-সাধে কি আর গুতোই! তা মশাই এতক্ষণ ধরে আপনার ফোনে কথা শুনছিলাম। কয় পুরিয়া?

-কয় পুরিয়া মানে?

-মানে বুঝেন না। গায়ের পোশাক দেখে মনে হচ্ছে ছিয়াত্তরের দুর্ভিক্ষ কবলিত মানুষ আপনি। দৈবাৎ এখনো মাঠে টিকে আছেন। আর সে কি-না জাপান-আমেরিকা বলে মুখে ফেনা তুলে ফেলছে।

-থামুন, থামুন। কি সব যা-তা বলছেন? আর আপনিই বা এসব বলার কে?

-দাঁড়ান! দাঁড়ান। আপনি যে উচ্চস্বরে পাবলিক প্লেসে দাঁড়িয়ে জাপান-আমেরিকাকে গাজীপুর টু গুলিস্তান যাত্রা বানিয়ে ছিলেন, তাতে নেহাত খাঁটি ভদ্রলোক ছাড়া আপনার হাবভাবের একটা জবাব দিতে কেউ কসুর করবে না। আমি ভদ্রর নোক নই। তাই এই গুতোগুতি।

আমার মেজাজটা গেল বেদম খারাপ হয়ে। আরে এমনিতে নানামুখি টেনশন আছি। গতরাত থেকে মশার কামড়ে চিকুনগুনিয়ার ভয় নিয়ে সারারাত অপেক্ষা করে এই ঝামেলার জাপান ভ্রমণ। আর এই ব্যাটা বিনা উস্কানিতে চুলকানি শুরু করেছে। মনে মনে ঠিক করলাম, চুলকানি যেহেতু শুরুই করেছে, তাহলে একটু ভালো করেই চুলকে দেই।

-গলাছিলা টাকলু, আমি দুর্ভিক্ষের নায়ক হই, আর বুবলির নায়ক হই তা নিয়ে তোর এত মাথা-ব্যথা ক্যান। আমি রাতে জাপানে যামু, দিনে আমেরিকায় ফিরমু। তাতে তোর কী? কে তোকে আমার কথা শুনতে কইছে? তোর লম্বা গলা টেনে আরো লম্বা করে হাইপারলুপ রেলের টিউব বানামু। সেই টিউবে করে ভ্রমণে যামু। হইছে। যা ভাগ এখন!!

আমার গলাবাজিতে কিছু ভাত না ছাড়তেই কাউয়া কৌতূহলী কাজ-না-থাকলে-খই-ভাজ প্রকৃতির লোকজন জড় হয়ে গেছে। তাদের কৌতূহলী জিজ্ঞাসা, ‘ঘটনা কি ভাই?’

-এককথায় তাদের বললাম, ‘ঐ ব্যাটা আমাকে গুতোচ্ছে’।

মানুষজন আমার কথার কিছু বুঝতে পারে নি। ভাবখানা এমন যে শুধু শুধু গুতোবে ক্যান।

ইতোমধ্যে আমার উচ্চবাচ্যতে ছিলাগলা মুরগী চুপ মেরে গেছে। মিনমিন করে কি যেন বলছে? আমি আরো দু-চারটা কথা বলে ঐ স্থান ত্যাগ করলাম। সন্ধ্যার আগেই বাসায় পৌঁছুতে হবে। বাচ্চা দুটো জাপানে যেতে খুবই পছন্দ করে। নাচন-কোদনের মাধ্যমে যাওয়া যায়। এতে তাদের আনন্দ দেখে আমি মজাই পাই। কিন্তু এই বউটাকে নিয়েই ঝামেলা। তাঁর একটাই আক্ষেপ তাকে আমেরিকা-ব্রাজিলে নিতে পারলাম না। আমারও কী বেদনা কম?

ক্লান্ত-বিধবস্ত মন নিয়ে সারারাত জাগা আমি ভয়ে ভয়ে বাসায় ফিরছি। জানি বাসায় ঢুকামাত্র কিম জং এর বানানো নতুন এটম বোমা গুয়ামের পরিবর্তে আমার উপর ফেলা শুরু হবে।

কলিং বেল টেপা মাত্র ধাঁই করে দরজা খুলে গেল। মনে হয় টুল নিয়ে বাচ্চাসহ বউটা দরজার পাশেই বসে ছিল। দরজা খোলার সাথে সাথেই মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল মারা শুরু হল। ভাবখানা এমন যেন সবকিছু ছারখার করে দেবে।

‘ফোন ধরছ না ক্যান’? ‘আবারও জাপান নয়’। ‘কবে তোমার আক্কেল হবে আমেরিকা নেওয়ার’? ‘আরো আগে টিকিট কাউন্টারে যেতে পারো না’। ‘’একটি বারের জন্যও ‘এ’, ‘বি’, ‘সি’ এগুলোর টিকিট ম্যানেজ করতে পারলে না’’। চিঁউ চিঁউ গলায় বললাম, ‘গুটকু ছালামের থেকে জাপানেরটা বদলে হুন্ডুরাসেরটা নিয়ে এসেছি’।

বোমা বর্ষণ শেষ হলে ক্লান্তি দূর করতে বাথরুমে ঢুকতে যাব পিচ্চি মেয়েটা বলছে, ‘বাবা, এবারেও কি আমরা মফিজ পরিবহনের পিছনের ‘জে’ নম্বর ছিটে বাড়ি যাব’।

আমি হ্যাঁ-সূচক মাথা ঝাঁকাতেই দেখলাম দুটো বাচ্চার তিড়িংবিড়িং নাচন-কোদন। মফিজ পরিবহনে উঠার আগে মহড়া দিয়ে নিচ্ছে। মর জ্বালা!!!!!


পুনশ্চঃ এবার যে রাস্তার অবস্থা ঈদে জাপান যাত্রীর খবর আছে। কুরবানি দিতে বাড়ি যেতে গিয়ে নিজেই না কুরবানি হয়ে যায়। :P


মন্তব্য ৩৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৯

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

আগামী কুরবানী ঈদের জন্য ব্লগে আপনাকেই মোবারক দিলাম।

যদিও বন্যায় এবার অনেকেই ঈদের আনন্দ হারাবে।

শুভকামনা।

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৫

আখেনাটেন বলেছেন: একে তো রাস্তার বেহাল দশা পত্র-পত্রিকায় দেখছি। সাথে আবার মরার উপর খাড়ার ঘা'র মতো বন্যা।

উত্তরবঙ্গের বন্যার অবস্থা শোচনীয়। মিডিয়া অাসছে না। অনেক থানার সাথে জেলার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

২| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪১

কাছের-মানুষ বলেছেন: আগাম ঈদ মুবারক রইল।

দেখতে দেখতে ঈদ আবার চলে এল।

লেখায় হাস্যরসের উপাদান ছিল।


১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৮

আখেনাটেন বলেছেন: হুম, আবার ঈদ আবার অানন্দ। তবে এবারে মনে হয় কপালে দুঃখ আছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


যাক, অনেক কস্টে বুঝলাম, বাসের সীট নাম্বার!

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২০

আখেনাটেন বলেছেন: হা হা হা। যাক, আপনি বুঝতে পেরেছেন। অাপনার মতো এরকম বড় চাকাওয়ালা ট্রাকটর ঈদের আগে পেলে মন্দ হত না।

মন্তব্যের জন্য শুভকামনা।

৪| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ধাক্কা, ঝাঁকুনি খাইয়া যখন পৌঁছাইবেন তখন মনে হইবো নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড...

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯

আখেনাটেন বলেছেন: হা হা হা। ধন্যবাদ।

৫| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

নয়ন বিন বাহার বলেছেন: আহারে ভাই, সবাই তো আপনার কষ্ট বুঝবে না।
আমি কিছুটা বুঝি।
এই জ্বালা আর প্রাণে সয় না।
ঈদ মোবারক।।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯

আখেনাটেন বলেছেন: :P ধন্যবাদ।

৬| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষ এবার বন্যাতে ভুগবে। হয়ত অনেকের মুখের আনন্দ মাটি হবে। সরকারের উচিৎ বিদেশে যে টাকা পাচার হয়েছে তা ফিরিয়ে এনে গরীবদের মাঝে বিলিয়ে দেয়া।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫১

আখেনাটেন বলেছেন: মানুষ ভুগলে আর সরকারের কি আছে? উনারা এখন অন্য কাজে ব্যস্ত আছেন।

ধন্যবাদ।

৭| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪১

শাহরিয়ার কবীর বলেছেন: লেখাতে মজাও কিছু ছিল আবার....... ! :P


অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল,ভাই !

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৩

আখেনাটেন বলেছেন: :) ধন্যবাদ।

৮| ২০ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:২৬

ডঃ এম এ আলী বলেছেন: দুর্ভিক্ষ , চিকনগুনিয়া , বন্যা , রাস্তার বেহালদশা, কোরবানী , উত্তরবঙ্গে বন্যার্ত মানুষজনসহ গবাদী পশুর মরন দশা
এর অনেক কিছুই এখন আমাদেরকে খুবই ভাবাচ্ছে । এই লেখাটিতেও সুন্দরভাবে ফুটে উঠেছে অনেক কথার অবতারনা । ধন্যবাদ সুন্দর সময় উপযোগী লেখাটির জন্য ।

শুভেচ্ছা রইল ।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫১

আখেনাটেন বলেছেন: নানামুখি সমস্যায় কৃষকেরা জর্জরিত। আবার মরার উপর খাড়ার ঘা'র মতো বন্যা। ত্রিশঙ্কু অবস্থা কৃষকের।

রাস্তার যে হাল, বাড়িমুখি মানুষের এবার অশেষ ভোগান্তি আছে।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ব্লগার।

৯| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৩

ইফতি সৌরভ বলেছেন: আমার ঈদ যাত্রা এবার Coxsbazar to Bogra. আল্লা জানেন, কপালে কি আছে?

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭

আখেনাটেন বলেছেন: সাথে খাবার স্যালাইন, এক ডজন পলিথিন, দশ বোতল পানি আর অসীম ধৈর্য্য নিয়ে দোয়া-দরুদ পড়ে উঠে পড়ুন।
আল্লাহ সহায়। :(

১০| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৩:০০

উদাস মাঝি বলেছেন: ধুর মিয়া আমি ভাবছিলাম .... :P

২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

আখেনাটেন বলেছেন: :P

১১| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০০

প্রামানিক বলেছেন: প্রত্যেক ঈদে টাঙ্গাইলের এলেঙ্গা যাইতেই তো জীবনটা জাপান জাপান হয়ে যায় কাজেই আসল জাপন যাওয়ার ইচ্ছা এখানেই মাটি দিতে হয়।
ধন্যবাদ রাসালো পোষ্ট দেয়ার জন্য।

২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬

আখেনাটেন বলেছেন: এবার ঈদে রাস্তার যে আপডেট পাচ্ছি তাতে তো মনে হচ্ছে মহাকাশ ভ্রমণের ফিলিংস পাওয়া যাবে। :P

মন্তব্যের জন্য শুভকামনা। ভালো থাকুন। ঈদ মোবারক।

১২| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭

মনিরা সুলতানা বলেছেন: উপর আলার নাম নিয়া আপনে ও বাচ্চাদের মত শুরু করে দেন মহড়া ।
লেখায় ভালোলাগা :P =p~

২৮ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৩

আখেনাটেন বলেছেন: হা হা হা। চমৎকার বলেছেন। :P

এর আর বিকল্প নেই মনে হচ্ছে।

শুভকামনা ও কৃতজ্ঞতা মন্তব্যের জন্য।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৮

সচেতনহ্যাপী বলেছেন: আপনি কি জন্মসুত্রে জাপানের নাগরিক না কি কর্মসু্ত্রে :-P ?
ভাল লাগলো কিন্তু রম্যাকারে লেখাটা।।

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৭

আখেনাটেন বলেছেন: কর্মের ফল :P

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:



আপনি সামাজিক সমস্যা নিয়ে লিখুন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৬

আখেনাটেন বলেছেন: উচ্চশিক্ষা নিয়ে একটি লেখা দাঁড় করাচ্ছি।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লিখেছেন।++

১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

আখেনাটেন বলেছেন: ধন্যবাদ।

১৬| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬

নীলপরি বলেছেন: ভালো লাগলো । পড়তে দেরী হয়ে গেলো ।

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৮

আখেনাটেন বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

ভালো থাকুন ব্লগার নীলপরি।

১৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ফাটফাটি রম্য :)

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯

আখেনাটেন বলেছেন: পোস্ট ভালো লেগেছে শুনে অাপ্লুত হলুম।

ভালো থাকুন।

১৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৯

খায়রুল আহসান বলেছেন: চমৎকার রম্য পোস্ট! শিরোনামটা দেখে অন্য কিছু ভেবেছিলাম।
কার্টুনটাও বেশ মজার!

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১১

আখেনাটেন বলেছেন: শিরোনামে রম্য লিখলে মনে হয় ভালো হত।

পড়ে মন্তব্য রেখেছেন দেখে অাপ্লুত হলাম।

ভালো থাকুন নিরন্তর।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমাত প্রিয় কানাডা অথবা ডেনমার্ক, একান্ত জোগাড় না হলে ইংল্যান্ড অথবা ব্রাজিল; আমেরিকা আমি ভালা ন পাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০০

আখেনাটেন বলেছেন: আম্রিকা আমারও ন ভালা লাগে। ডেনমার্ক ও ইংল্যান্ড বেস্ট। :P


অনেক অনেক শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.