![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভীষণ
নিশ্চুপ এই দুপুর গুলো
ভীষণ খারাপ
জলের তলে মাছের টোকা
ভীষণ খারাপ।
ফুলের মাঝে মধুর আধার
ভীষণ খারাপ
শিউলি ফুলের ঝরে পড়া
ভীষণ খারাপ।
ফাগুন হাওয়ায় উড়ছে পাতা
ভীষণ খারাপ
চিল উড়ছে একলা আকাশ
ভীষণ খারাপ।
রাত গভীরে স্বপ্ন দেখা
ভীষণ খারাপ
চোখরাখা ওই স্বপ্ন-চোখে
ভীষণ খারাপ।
ভীষণ খারাপ তোমায় ছাড়া
একলা চলা
ভীষণ ভাল আপনমনে
একলা বলা।
ভীষণ খারাপ ভীষণ ভাল
তুমি আছ
ভীষণ রকম ইচ্ছেকরে
কাছে আস।
©somewhere in net ltd.