![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্তব্য
প্রশ্নগুলো বড় জালাতন করে আমায়
যখন তখন এসে দাঁড়ায় সামনে
আমায় বানিয়ে নির্বোধ
অক্ষম ক্রোধে অর্থহীন রাগ
মায়া হরিণীর চোখ দিয়ে
তুলে নিতে চায় কি, কোন
ভুলে যাওয়া প্রতিশোধ।
আমি একান্ত একেলা আকাশের মতো
নির্বাক চলচ্চিত্র এক
দুহাত বাড়িয়ে আমি প্রস্তর মূর্তি যেন
খুঁজে ফিরি কিছু একটা, কোথায় সে।
শীতের ঝরে পড়া পাতার মতো ছিন্নমুল
প্রতিরোধহীন উড়ে চলা
আজ ভাবাচ্ছে আমায়,
যেন প্রান্তরে বিভ্রান্ত পথিক
হতবাক, তবু খুঁজেফিরে হারানো
গন্তব্যের দিক।
©somewhere in net ltd.