![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নির্মম স্বপ্নেরা
স্বপ্নরা সব অপস্রিয়মাণ
অনন্ত মহাকালের দিকে
ধাবমান ছিটকে পড়া
তারার মতো।
নরম গোধুলি আলোয়
চেনা মুখের অচেনা অভীব্যক্তি
প্রতিভাত সত্য যেন, এক
গভীর লুকানো ক্ষত।
সবকিছু মূর্ত হয়
আঁধারকে হারিয়ে দেয়া;
ফিরে দেখা অতীত, পষ্ট নয়
তবু সোচ্চার, যেন মোমের আলো।
পথিক কি পথ হারায়
নাকি পথ হারায় পথিক কে
সত্যকে জানেনা সত্য
বড় নির্মম, তবু ভালো।।
©somewhere in net ltd.