নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বল বীর বল চির উন্নত মম শির

আশাবাদী মানুষ

পবিত্র মনের জয় সর্বত্র

আশাবাদী মানুষ › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবের বিয়ের উৎসবে একরাত

২১ শে আগস্ট, ২০১৭ রাত ১:৪৯


আমাদের অফিসের সিনিয়র সৌদি কলিগ আবু সাদির মেয়ের বিয়ের দাওয়াত পেলাম। প্রথম কোনো সৌদি বিয়ের দাওয়াত পেয়ে খুবই রোমান্চিত। অফিস থেকে তিনজন দাওয়াত পেয়েছি, দুজন ইনডিয়ান আর আমি। কি পোশাক পরে যাব, কি গাড়ি নিয়ে যাব, কত রকমের ভাবনা। ইনডিয়ান দুজন শার্ট-প্যান্ট পরলেও আমি পান্জাবি আর জিন্স। একটা প্রাডো গাড়ি নিয়ে শহর থেকে প্রায় ৫০ কিমি দুরে একটা এস্তেরাতে বিয়ের আসরে হাজির হলাম। এত দামি প্রাডো নিয়েও সেখানে গিয়ে মনে হলো গাড়িটা কোথায় লুকিয়ে রাখা যায়। সব দামি দামি গাড়ির মাঝে প্রাডোকে বেশ সস্তা টাইপের কিছু একটা মনে হলো। মার্সিডিজ, অডি, ফেরারি, লেক্সাস, জি ম সি অারো কত বিখ্যাত ব্র্যান্ডের গাড়ি।
যাই হোক কনের বাবা আবু সাদি নিজেই অভ্যর্থনা জানিয়ে ভিতরে বসতে বলল। খুবই অভিজাত একটা জলসাঘর মনে হল। দেয়ালের ছবিগুলো একেকটা দেখে তাদের রুচির প্রশংসা করতেই হয়। প্রথমেই গাওয়া দিয়ে আপ্যায়ন, সাথে উন্নত মানের খেজুর। একটু পরেই আবার তাজা জুস দিয়ে আপ্যায়ন। পেশাদার ক্যামেরাম্যান দিয়ে ভিডিও এবং ছবি তোলার কাজ চলছিল। দুইটা হল ঘর একেবারে কানায় কানায় পুর্ণ। সবার একই পোশাক একই মনে হয় যেন কোন স্কুলে সবাই একই স্কুল ড্রেস পরে এসেছে। শিশু, তরুন, বৃদ্ধ একই পোশাক মাথা্য় ঘোমটার মতো রুমাল আর কালো একটা বেল্ট। শুধু আমরা তিনজনই ব্যাতিক্রম ছিলাম পোশাকে।
কিন্তু বিয়ের জন্য যে রোমান্চ ছিল সেইটা কোথাও দেখতে পেলাম না। কোথায় বর-কনে ? বা সেই রকম কোনো আনুষ্ঠানিকতা কিছুই নেই। পরে জেনেছি সেইটার জন্যে আলাদা আয়োজন। সেখানে শুধু মহিলারাই থাকে আর বরের সাথে দু'একজন পুরুষ যেতে পারে। এর বাইরে আর কোন কিছুই দেখতে পাইনি। আফসোস...।
এরপর রাত বারোটার পর খাওয়া-দাওয়ার আয়োজন। একেকটা টেবিলে একেকটা করে সাকান মানদি ডিস পাচ জনের জন্যে। অথচ সেই খাবারগুলো ৮/১০ জন খেতে পারবে। আমরা আমাদের খাবারগুলো অনেক কষ্ট করে অর্ধেকের মতো খেয়েছি যেন অপচয় না হয়। কিন্তু পাশের টেবিলে দেখলাম তিনজনে মিলে ১০ ভাগের একভাগ খেয়েছে, বাকিগুলো শুধুই অপচয়। এতদিন শুধু সমালোচনাই শুনেছি যে এরা কত খাবার অপচয় করে, এখন নিজেই চাক্ষুস শাক্ষী হয়েছি। বারবার শুধু আফ্রিকা, ইয়েমেনের ক্ষুদার্থ শিশুদের চেহারা চোখের সামনে ভেসে উঠেছে।
সবশেষে চলে আসার সময় আবার আবু সাদি নিজে আবার গেট পর্যন্ত্য এসে বিদায় জানাল। তাদের আতিথিয়েতা আমি মুগ্ধ, কোথাও কোন কমতি ছিলনা। কিন্তু চলে আসার সময় গাড়িতে আমাদের আলোচনার বিষয় ছিল তাদের অপচয়।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:০৬

কানিজ রিনা বলেছেন: আমাদের দেশের দামী ক্লাব গুলতে দেখেন
বিয়ের পার্টি নানান রকম পার্টিতে কত
খাবার অপচয় হয়। অথচ স্টেসনের পথ
শিশুরা নাখেয়ে থাকে।

২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩০

আশাবাদী মানুষ বলেছেন: ঠিক বলেছেন, অপচয়কেই বড়লোকি ভাবে।

২| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৩০

নিরাপদ দেশ চাই বলেছেন: ইসলাম ধর্মকে এখন লোকদেখানো ধর্মে পরিনত করেছে মুসলিম বিশ্ব। হিজাব পড়া, লোক দেখিয়ে নামাজ পড়া, হজ্ব গিয়ে সেলফি তোলা, বিশাল আকারে কুরবানি দেয়া এর নামই হচ্ছে ইসলাম।প্রতিটা কাজে কর্মে ইসলামি যে বিধান আছে সেগুলো পুরোপুরি উপেক্ষা করা হচ্ছে। এইসব কারনে একদিকে তরুন প্রজন্ম যারা জানতে চায়, শিখতে চায় তারা হচ্ছে বিভ্রান্ত এবং অমুসলিমেরা এদের কারনে ইসলাম ধর্মকে দোষারোপ করার সুযোগ পাচ্ছে।

২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৭

আশাবাদী মানুষ বলেছেন: ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্যে।

৩| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৭

খায়রুল আহসান বলেছেন: কিন্তু চলে আসার সময় গাড়িতে আমাদের আলোচনার বিষয় ছিল তাদের অপচয় - তাদের এ অপচয়ের কথা সারা বিশ্বে আলোচিত হয়।
কানিজ রিনা ঠিকই বলেছেন, আমাদের দেশেও এখন খাদ্য অপচয়ের ধারা চালু হয়েছে, বিত্ত বৈভব প্রদর্শনের উদ্দেশ্যে।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৮

আশাবাদী মানুষ বলেছেন: হুম, সারা বিশ্বে আলোচিত- সমালোচিত।

৪| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১১

ভাললাগে না বলেছেন: আমরা নিজেরাও কত অপচয় করি!!!!

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯

আশাবাদী মানুষ বলেছেন: ঠিকই , তবে সতর্ক হওয়া প্রয়োজন।

৫| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৮

রাজীব নুর বলেছেন: আরও কিছু ছবি দিতেন।
আরও একটু বিস্তারিত লিখলে আমার জন্য ভালো হতো।
অন্য দেশের কালচার সম্পর্কে আমার খুব বেশি আগ্রহ।

৬| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: মানুষ লোক দেখানো কত কিছু করে। সব কিছু পরিমিত করলেই তো ভাল হয় তাতে অপচয় হয় না।

৭| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৬

ফারা বলেছেন: :) অপচয় করে নিজেদের বিলাসিতা দেখানো বা বোঝানো..............আরো ছবি দিলে ভালো লাগতো ।

৮| ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: বিলাশিতার অপর নাম যেন অপচয়। ভাল লাগলো লিখাটা।

৯| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬

আল ইফরান বলেছেন: প্লেটোর রিপাবলিকের একটা কথা আছে এরকম "তারা ঔদ্ধত্যকে অভিহিত করে আভিজাত্য বলে, অরাজকতাকে বলে স্বাধীনতা এবং অপব্যয়কে মহানুভবতা"।
মাঝে মধ্যে মনে হয় এই পরিস্থিতির জন্যই এই কথা বলা হয়েছিল।

১০| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পেটপুরে খেয়েছেনতো লেখক?
সুন্দর অনুষ্ঠান উপভোগ করেছোত দোস্ত।
ব্লগে এতো কম আসা হয় কেন?

১১| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮

শ্রোডিঙ্গার বলেছেন: সৌদির লোকেরা নির্মম আর বর্বর আগে থেকেই জানি।

১২| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


বিয়েতে স্যুট পরে যাওয়ার দরকার ছিলো।

১৩| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবাই সৌদি বিয়েতে কনে বা মেয়েদের দেখার ইচ্ছে পোষণ করে। কারণ, সৌদি মেয়ে বা মহিলাদের মুখে নেকাব বাধ্যতামূলক। সাধারণ জনতা জানেই না সৌদি মেয়ে দেখতে কেমন! কোন সৌদির বাসায় গেলেও পুরুষ আর মহিলার আলাদা বসার জায়গা থাকে। দেখার কোন উপায় নেই। এই একটা জিনিস(পুরুষ মহিলার সামনাসামনি) সৌদি আরব এখনো ধরে রেখেছে।...

১৪| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সনেট কবি বলেছেন: ওরা এখন মানুষের সম্মান পাওয়ার যোগ্যতা হারিয়েছে। আর জ্ঞানহীনরা এসব মূর্খের অনুসরনের কথা বলে।

১৫| ২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

কানিজ রিনা বলেছেন: সৌদীআরব তেলের টাকা দিয়ে মার্কীন
রাস্ট্র প্রধানদের কিনে রাখে। সেই টাকা
দিয়ে গরীব মুসলিম রাস্ট্রগুলর সহায়তা
করলে প্রতিটি মুসলিম রাস্ট্র সৌদী
সরকারের পিছনে শক্তি হয়ে থাকত।
ওরা পুরুষরা অনেক গুলকরে বিবাহ্
করে সেইসব বিবাহে অনুষ্ঠানে জাক
জমক করে খাবার অপচয় করে।।

১৬| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:১২

সোহানী বলেছেন: ছবি চাই......

১৭| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ওমরা করতে গিয়ে সৌদিয়ানদের অপচয়ের সাথে ভালোই পরিচয় হয়েছে আমার, তবে জমকালো বিয়ের অনুষ্ঠান দেখার সাধ্য হয়নি...........আপনি কেমন আছেন ভাই, দীর্ঘদিন পর আপনার কোন লিখা পেলাম।

১৮| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৬

রায়হানুল এফ রাজ বলেছেন: অপচয় এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: অনেক দিন পরে আমার ব্লগে উকি দিয়ে গেলেন। অথচ মন্তব্য করলেন না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.