![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমিত সেই ঘরের মালিক নই।
নিজেকে জানা খুবই গুরুত্বপূর্ন। সিদ্ধান্ত নিতে হবে, আপনি কে তা জাহির করতে হবে। নিজের জীবন নিয়ে এমনই দর্শনে বিশ্বাসী ইতিহাসে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী পাকিস্তানী কন্যা মালালা ইউসুফ যাই। সম্প্রতি তিনি ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন ব্যক্তি জীবন নিয়ে নিজের দর্শনের কথা বিশ্বাসের কথা। জানিয়েছেন তার ভবিষ্যত লক্ষ উদ্দেশ্য নিয়েও। তরুন পাঠকদের জন্য তার চুম্বক অংশ তুলে ধরা হলো।
তরুণরা নিজেদের পথ নিজেরাই ঠিক করে নিচ্ছে এবং নিজেরাই নিজের সিদ্ধান্ত গ্রহন করছে, এটি কতটুকু গুরুত্ত্বপূর্ন বলে মনে করছেন আপনি?
মালালা: এটা আমার জন্য খুবই গুরুত্ত্বপূর্ন। তাছাড়া আমার অনেক বন্ধু-বান্ধব আছে যাদের কোনো নিজস্ব পরিচয় নেই। তারা কারও স্ত্রী, কারও কন্যা বা কারও বোন। এমনকি তারা তাদের নিজেদের নামে পরিচিত হন না। তারা তাদের দক্ষতাকে কাজে লাগাতে পারেন না বা সমাজের কোনো কাজে লাগতে পারেন না। তারা জন্ম গ্রহন করেন, মাকে সাহায্য করেন, ভাই বাবাকে দেখাশুনা করেন এরপর তারা বিয়ে করেন। তারা আসলে জানে না যে তারা কে?
নিজেকে জানা খুবই গুরুত্বপূর্ন। সিদ্ধান্ত নিতে, আপনি কে তা জাহির করতে হবে। আমি কে এবং আমার নিজের অধিকারকে চিনিয়ে দেওয়া- এ সব আমার বাবা আমাকে দিয়েছেন বা আমার বাবা নিজেকে উপলব্ধি করতে বাধা দেন নি। তিনি কখনো আমাকে স্কুলে যেতে নিষেধ করেন নি, কখনো বিয়ে করার কথা বলেন নি। এটা খুবই গুরুত্বপূর্ন।
আরো দেখুন...
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৪
অপূর্ণ রায়হান বলেছেন: নিজেকে জানা এইটা বহুত পুরানা দর্শন । নতুন কিছু সৃষ্টি করা এতো সহজ না । নুলে দিয়াও হবে না