নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ছন্নছাড়া যাযাবর, আমার নেই কোন ঘর।

দেশের মালিক

পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমিত সেই ঘরের মালিক নই।

দেশের মালিক › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ থেকে ছেলে শিশুরা কতটা নিরাপদ?

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪১

ধর্ষন বা যৌন হয়রানি যে কোন মানুষের জন্যই মারাত্নক নেতিবাচক প্রভাব ফেলে। এটা হোক মেয়ে অথবা ছেলে। ধর্ষন বা নারী নির্যাতন ঠেকাতে অনেক কঠোর আইনী বিধানও রয়েছে। অথচ আমাদের সমাজে ছেলে শিশুরাও যৌন হয়রানির শিকার হয়। আমাদের সমাজ ও আইন তাদের কতটা সুরক্ষা নিশ্চিত করেছে? আমাদের সমাজে ছেলে শিশুরা কতটুকু নিরাপাদ?



আজকাল ধর্ষন, যৌন হয়রানি বা ইভটিজিং নিয়ে মোটামুটি ভালই প্রচারনা লক্ষ্য করা যায় (যদিও তা প্রয়োজনের তুলনা অতন্ত্য নগন্য)। বিশেষ করে নারীবাদি সমাজ, বিভিন্ন এনজিও থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আজ নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার।



পত্রিকার পাতা খুললে খুন-ধর্ষণের খবর যেমন পাওয়া যায়, পাশাপাশি ইভটিজিং-এর দায়ে বখাটেদের শাস্তির খবরও পাওয়া যায় মাঝে মধ্যে। আর ধর্ষন বা নারী নির্যাতন ঠেকাতেত অনেক কঠোর আইনী বিধানও রয়েছে। ছেলে শিশুরাওযে যৌন হয়রানির শিকার হয়। আমাদের সমাজ ও আইন তাদের কতটা সুরক্ষা নিশ্চিত করেছে?



আমাদের দেশের আনাচে কানাচে প্রতিনিয়ত মেয়েদের পাশাপাশি অনেক ছেলে শিশুও ধর্ষণ বা বলৎকারের শিকার হচ্ছে। এসব ঘটনা মেয়েদের মতো সতীত্বের প্রশ্ন না থাকায় হয়তো অতটা ফোকাসে আসেনা। ছেলে শিশু ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসন অতটা কঠোর মনোভাব দেখায় না। কিন্তু ক্ষতির বেলায় ত ছেলে এবং মেয়ে উভয়কেই সমান যন্ত্রনা ভোগ করতে হয়। ধর্ষনের শিকার একটি মেয়ের মতো ছেলে শিশুরও মানসিক বিপর্যয় দেখা দেয়।



আজকে একটি জাতীয় দৈনিক পত্রিকার একটি খুনের ঘটনার পোষ্টমর্টেম সংবাদ পড়তে গিয়ে অত্যন্ত মর্মাহত হলাম। যে কারনে আজকের এই লেখার অবতারণা।



পাঠকদের উদ্দেশ্যে প্রতিবেদনটির অংশ বিশেষ তুলে ধরলাম “গভীর রাতে মন্টু দেব যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে আমাকে বলাৎকারের চেষ্টা করে। আমার সঙ্গে জোর-জবরদস্তি চালায়। আমি বারবার বাধা দিই। কিন্তু কোনভাবেই ক্ষান্ত হচ্ছিল না মন্টু দেব ধস্তাধস্তির একপর্যায়ে আমি দোকানে থাকা মাফলার ও রড দিয়ে মন্টুকে হত্যা করে পালিয়ে যাই।” সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক জেরিন সুলতানার কাছে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা জানায় ঘাতক রাজু।’’



(নিউজ লিংক- Click This Link)



আমাদের দেশে হরহামেশাই এ ধরণের ঘটনা ঘটছে। যা হয়তো লোক চক্ষুর অন্তরালেই রয়ে যাচ্ছে। তাছাড়া মেয়ে শিশুর পাশাপাশি ছেলে শিশুরা কতটা যৌন নির্যাতনের শিকার হচ্ছে তার সঠিক পরিসংখ্যানও তেমন চোখে পড়েনি কখনো। যেনো এটা কোন অপরাধ বা মানবাধিকারের মধ্যেই পড়েনা।



আমার জানামতে আমাদের দেশে এমন অনেক জায়গা রয়েছে যেখানে প্রতিনিয়ত রাতের অন্ধকারে, দিনের নির্জনতায় হয়রানির শিকার হচ্ছে ছেলে শিশুরা। কিন্তু তাদের সুরক্ষায় কাউকেই তেমন এগিয়ে আসতে দেখা যায়না। কেউ মুখও খোলেনা।



আমার আজকের লেখার একটাই উদ্দেশ্য, আমরা সবাই মিলে যদি এ ধরণের যৌন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হই, সতর্ক থাকি তাহলে হয়তো আজকে রাজুদের মতো আর কোন শিশু-কিশোরকে খুনি সাব্যস্ত হতে হতোনা। অনেক শিশু ফিরে পেত তাদের স্বাভাবিক শৈশব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.